বাংলা কবিতা শিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রতি প্রশ্নের মান :–৫
১) একটি তারা এখনো আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।
২) " হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার মতো " - মন্তব্যেটির পেক্ষপট ' শিকার' কবিতা অবলম্বনে আলোচনা করো ।
৩) " আগুন জ্বললো আবার " - ' আবার 'শব্দটির প্রয়োগের তাৎপর্য কি ? এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় ?
৪) নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে প্রবিত্র জীবন হারিয়ে যায় হীমশিল মৃত্যুর আঁধারে ; - " শিকার " কবিতা সূত্রে আলোচনা করো ।
No comments