Breaking News

আমি দেখি MCQ প্রশ্ন ও উত্তর





১) শহরের অসুখ যা করে  ?

ক) মৃত্যু ডেকে আনে

খ) সবুজ খায়

গ) বিসঙ্খলা তেরী করে

ঘ) শিল্প সংস্কৃতির বিপর্যয় ঘটায়

উত্তর :– সবুজ খায়

২) ‘ সবুজের অনটন ’ - এর অর্থ হলো ?

ক) ফসলের অভাব

খ) তারুণ্যের অভাব

গ) বৃক্ষ নিধন

ঘ) জমির অভাব

উত্তর :– বৃক্ষ নিধন

৩) সবুজ বাগানের আখাঙ্কা করে ?

ক) কবির কল্পনা

খ) কবির হৃদ়য়

গ) কৃষকেরা

ঘ) কবির দেহ

উত্তর :– কবির দেহ

৪) “ আমি দেখি ” কবিতায়  কবি যা দেখতে চান ?

ক) বাগানের গাছ

খ) পাহাড়ের বিশালতা

গ) সমুদ্রের ঢেউ

ঘ) মানুষের উচ্ছাস

উত্তর :– বাগানের গাছ

৫) “ আমি দেখি ” কবিতা টি উৎস হল ?

ক) অঙ্গুরী তোর হিরন্য জল

খ) ধর্মেও আছো জিরাফেও আছো

গ) ভাত নেই পাথর রয়েছে

ঘ) প্রভু নষ্ট হয়ে যায়

উত্তর :– অঙ্গুরী তোর হিরন্য জল

৬) “ আমি দেখি ” কবিতায় কবির যা দরকার ?

ক) জঙ্গলে যাওয়া

খ) বেড়াতে যাওয়া

গ) গাছ দেখা

ঘ) গাছ লাগানো

উত্তর :– গাছ দেখা

৭) “ গাছের –– শরীরের দরকার ”

ক) পাতা টুকু

খ) সবুজ টুকু

গ) ফল টুকু

ঘ) রস টুকু

উত্তর :– সবুজ টুকু

৮) “ আমি দেখি ” কবিতায় স্তবক সংখ্যা হল ?

ক) ২

খ) ১

গ) ৩

ঘ) ৪

উত্তর :– ৩ টি

৯) কবি বহু দিন কোথায় আছেন ?

ক) গ্রামে

খ) জঙ্গলে

গ) পাহাড়ে

ঘ) শহরে

উত্তর :– শহরে

১০) “ আমি দেখি ” কবিতার শেষ পংক্তি টি হল ?

ক) আমি দেখি

খ) আরোগ্যের জন্য ওই সবুজের ভীষন দরকার

গ) তাই , বলি গাছ তুলে আনো

ঘ) গাছ আনো, বাগানে বসাও

উত্তর :– আমি দেখি

১১) “ আমি দেখি ” কবিতায় কবির দেহ চায় ?

ক) সবুজ বাগান

খ) জঙ্গল

গ) নিশ্চিন্ত বিশ্রাম

ঘ) আরোগ্যে

উত্তর :– সবুজ বাগান

১২) “ আমি দেখি ” কবিতায় কবির চোখ চায় ?

ক) লাল

খ) নীল

গ) সবুজ

ঘ)  হলুদ

উত্তর :– সবুজ

১৩) বহুদিন ধরে কোথায় না যেতে পেরে কবি শক্তি চট্টোপাধ্যায় দুঃখিত

ক) পাহাড়ে

খ) জঙ্গলে

গ)  সমুদ্রে

ঘ) দেশের বাড়িতে

উত্তর :– জঙ্গলে

১৪) “গাছ গুলো তুলে আনো ”। তুলে আনার পর সেগুলিকে কি করতে বলেছেন কবি

ক) টবে বসাতে

খ) বাগানে বসাতে

গ) ফেলে দিতে

ঘ) কেটে ফেলতে

উত্তর :– বাগানে বসাতে



1 comment: