Breaking News

আর্যাবতননম MCQ প্রশ্ন ও উত্তর

আর্যাবতননম MCQ প্রশ্ন ও উত্তর




১) আর্যাবতননম  – এর রচয়িতা হলেন  ?

ক) গোবিন্দ কৃষ্ণ মোদক

খ) বিক্রমাদিত্য

গ) কৃষ্ণমাচর্য

ঘ) ত্রিবিক্রম ভট্ট

উত্তর :– ত্রিবিক্রম ভট্ট


২) উপভোগ্য রূপে আর্যাবতের সাথে তুলনীয় স্থানটি হল  ?

ক) পাতাল লোক

খ) অন্তরিক্ষলোক

গ) সর্গলোক

ঘ) ইন্দ্রলোক

উত্তর :–অন্তরিক্ষলোক

৩)
রসবোধহিন ব্যাক্তির কাছে মনোহর মনে হয় ?

ক) আখখেতের দানশালা

খ) গ্রাম্যকবির কথাকাব্য

গ) সজ্জন ব্যাক্তির ব্যাবহার

ঘ) সর্গলোক

উত্তর :– গ্রাম্যকবির কথাকাব্য

৪)
আর্যাবতে ' প্রকৃতি নিপাত ' দেখা যায় না । এখানে "প্রকৃতি নিপাত" শব্দটির অর্থ হলো  ?

ক) ধাতুর প্রকৃতি ও ' চ' প্রভুতি নিপাত

খ) পরিবেশের ক্ষতি

গ) সব ভাবের  পরিবর্তন

ঘ) বংশচুতি

উত্তর :– বংশচুতি

৫) আর্যাবত দেশে কুয়োর পাশে পড়ে থাকতে দেখা যায় ?

ক) ভাঙ্গা মূর্তি

খ) জল টানার দরি

গ) কানা ভাঙ্গা কলসী

ঘ) পূজার সামগ্রী

উত্তর :– কানা ভাঙ্গা কলসী


৬)
মহাভারতের অলংকার হলো ?

ক) অর্জুন

খ) ভীম

গ) যুধিষ্ঠির

ঘ) ভীষ্ম

উত্তর :– ভীম


৭) ভারতবর্ষের অলংকার হলো ?

ক) আর্যাবত

খ) কাশ্মীর

গ) কর্ণাটক

ঘ) উত্তরপ্রদেশ

উত্তর :– আর্যাবত

৮) আর্যাবতে " উপসর্গ " দেখা যায় না । এখানে উপসর্গ শব্দের অর্থ হলো ?

ক) ফোড়া – ঘা

খ) জ্যোতিষ শাস্ত্র চর্চা

গ) উপদ্রব

ঘ) উপনয়ন

উত্তর :– ফোড়া – ঘা

৯) আর্যাবতে প্রবাহিত হয়েছে যে নদীটি সেটি হলো ?

ক) কাবেরী

খ) কৃষ্ণা

গ) চন্দ্রভাগা

ঘ) গোদাবরী

উত্তর :– চন্দ্রভাগা



১০) আর্যাবতে যে নদীর দ্বারা প্লাবিত হয় সেই নদীটি হলো ?

ক) নর্মদা

খ) গঙ্গা

গ) সিন্ধু

ঘ) কাবেরী

উত্তর :– গঙ্গা ।


No comments