Breaking News

বাসন্তিকস্বপ্নম MCQ প্রশ্ন ও উত্তর





:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত নাটক " বাসন্তিকস্বপ্নম " কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো ।


১) বাসন্তিকস্বপ্নম নামক  নাটকটির রচয়িতা হলেন ?

ক) গোবিন্দকৃষ্ণ

খ)  শ্রীশঙ্করাচায

গ) ত্রিবিক্রম ভট্ট

ঘ) যতীন্দ্রবিমল চৌধুরী

উত্তর :- শ্রীশঙ্করাচায

২) ইন্দ্রবমা – কনকলেখার বিবাহের দিনটি হলো ?

ক) পূর্ণিমা

খ) একাদশী

গ) অমাবস্যা

ঘ) এয়োদশি

উত্তর :- অমাবস্যা

৩) কার ধির গতির জন্য রাজা অধেয হয়ে পড়েছেন ?

ক) প্রমোদের

খ) চাঁদের

গ) কনকলেখার

ঘ) যুবকের

উত্তর :- চাঁদের

৪) রাজা ইন্দ্রবমার ভাবী স্ত্রীর নাম হলো ?

ক) চন্দ্রলেখা

খ) বসন্তসেনা

গ) কনকলেখা

ঘ) কৌমদী

উত্তর :- কনকলেখা

৫) রাজার বিবাহের আর কত দিন বাকি ছিল ?

ক) ২ দিন

খ) ৩ দিন

গ) ৪ দিন

ঘ) ৫ দিন

উত্তর :- ৪ দিন

৬) রাজা ইন্দ্রবর্মা কার দ্বারা আকারান্ত হয়েছেন ?

ক) ভুতের দ্বারা

খ) কামদেবের দ্বারা

গ) রোগের দ্বারা

ঘ) তান্ত্রিকের দ্বারা

উত্তর :- কামদেবের দ্বারা

৭) কনকলেখার মতে চার রাত্রি কিভাবে কেটে যাবে ?

ক) আনন্দ করতে করতে

খ) ভাবতে ভাবতে

গ) স্বপ্ন দেখতে দেখতে

ঘ) বেড়াতে বেড়াতে

উত্তর :- স্বপ্ন দেখতে দেখতে

৮) রাজা প্রমোদ কে কোথায় যেতে বললেন ?

ক) নগরের রাস্তায় রাস্তায়

খ) ইন্দুশর্মার কাছে

গ) বিবাহমণ্ডপে

ঘ) রাজসভায়

উত্তর :- নগরের রাস্তায় রাস্তায়

৯) প্রমোদ চলে যাবার পর রাজার কাছে এলেন ?

ক) চন্দ্রবর্মা

খ) অগ্নিশর্মা

গ) ইন্দুশর্মা

ঘ) দেববর্মা

উত্তর :- ইন্দুশর্মা

১০) ইন্দুশর্মার মেয়ের নাম ?

ক) কৌমুদী

খ) কনকলেখা

গ) সৌদামিনী

ঘ) নিম্নবতী

উত্তর :- কৌমুদী

১১) কৌমুদি পছন্দ করা যুবকটি হলো ?

ক) প্রমোদ

খ) মকরন্দ

গ) বসন্ত

ঘ) বসুপালিত

উত্তর :- বসন্ত

১২) ইন্দুশর্মা যে যুবকের সাথে তার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন তার নাম ?

ক) মকরন্দ

খ) বসন্ত

গ) প্রমোদ

ঘ) বসুপালিত

উত্তর :- মকরন্দ

১৩) অবন্তীরাজ্য অভিভাবকের আদেশ লঙ্ঘনকারী সন্তানের শাস্তি ছিল ?

ক) অৰ্থদন্ড

খ) কারাদন্ড

গ) নির্বাসন

ঘ) মৃত্যুদন্ড

উত্তর :- মৃত্যুদন্ড

১৪) রাজা কৌমুদী কে কার বিবেচনা অনুসারে পছন্দের ব্যাপারটা দেখতে বলেছিলেন ?

ক) নিজের

খ) প্রমোদের

গ) তার মা

ঘ) তার বাবার

উত্তর :- তার বাবার

১৫) কৌমুদি রাজার কাছে তার সিদ্ধান্ত জানিয়েছিল ?

ক) বসন্তকেই বিয়ে করবে

খ) বাবার মত মেনে নেবে

গ) সারাজীবন অবিবাহিত থাকবে

ঘ) দেশ ছেড়ে চলে যাবে

উত্তর :-সারাজীবন অবিবাহিত থাকবে

১৬) কৌমুদির বাবার নাম ?

ক) বল্লভ

খ) কুমুদ

গ) ইন্দুশর্মা

ঘ) ইন্দ্রবমা

উত্তর :- ইন্দুশর্মা

১৭) ইন্দুশর্মার নির্বাচিত পাত্রের নাম ?

ক) বসন্ত

খ) বল্লভ

গ) প্রমোদ

ঘ) মকরন্দ

উত্তর :- মকরন্দ

১৮) রাজার কাছে বিচার প্রাথি হয়ে কে এসেছিল ?

ক) কনকলেখা

খ) কৌমুদি

গ) ইন্দুশর্মা

ঘ) প্রমোদ

উত্তর :- ইন্দুশর্মা

১৯) বসন্ত ছিল ?

ক) মিথ্যাবাদী

খ) স্বাস্থ্যবান

গ) প্রিয়দর্শন

ঘ) খুব লম্বা

উত্তর :- প্রিয়দর্শন

২০) মঞ্চে অনুপস্থিত একটি চরিত্র হলো ?

ক) ইন্দ্রবমা

খ) ইন্দুশর্মা

গ) কৌমুদি

ঘ) বসন্ত

উত্তর :- বসন্ত

২১) মঞ্চে হাজির হয়নি কিন্তু উল্লেখিত হয়েছে এমন একটি চরিত্রের নাম ?

ক) ইন্দ্রবমা

খ) কৌমুদি

গ) মকরন্দ

ঘ) প্রমোদ


উত্তর :-মকরন্দ

২২) বাসন্তিকস্বপ্নম নাটকের উৎস কি ?

ক) A Midsummer Night's Dream

খ)  Romeo and Juliet

গ) Ramayan

ঘ) Apur Panchali

উত্তর :- A Midsummer Night's Dream




1 comment:

  1. সংস্কৃত মনীযায় বিঞানচেতনা

    ReplyDelete