Breaking News

ভারতবর্ষ MCQ প্রশ্ন ও উত্তর




:·  উচ্চ মাধ্যমিক বাংলা গল্প ভারতবর্ষ গল্পের কিছু MCQ প্রশ্ন ও দেওয়া হলো ।

১) বাজারে চায়ের দোকান ছিল  ?

ক) একটা

খ) দুটো

গ) তিনটে

ঘ) চারটে

উত্তর :–তিনটে

২) বাজারের উওর দিকে ছিল  ?

ক) গ্রাম

খ) ইটভাটা

গ) বাঁশবন

ঘ) মাঠ

উত্তর :– মাঠ

৩) বাজারের জমাটি ভাব থাকে  ?

ক) সন্ধ্যা সাতটা অবধি

খ) রাত আটটা অবধি

গ) রাত নটা অবধি

ঘ) রাত দশটা অবধি

উত্তর :–রাত দশটা অবধি

৪) শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে  ?

ক) পৌষে বাদলা

খ) ডাক

গ) ফাঁপি

ঘ) ডাওর

উত্তর :– পৌষে বাদলা

৫) শীতের বৃষ্টিকে ছোটো লোকে বলে ?

ক) পৌষে বাদলা

খ) ডাক

গ) ফাঁপি

ঘ) ডাওর


উত্তর :– ডাওর

৬) শীতে বৃষ্টি এবং বায়ু পবাহ চলতে থাকলে, তাকে বলা হয়  ?

ক) পৌষে বাদলা

খ) ডাক

গ) ফাঁপি

ঘ) ডাওর

উত্তর :–ফাঁপি

৭) বুড়ির গায়ে জড়ানো ছিল  ?

ক) কাথা

খ) কম্বল

গ) লেপ

ঘ) চাদর

উত্তর :–কম্বল

৮) চায়ের দোকানের আড্ডা বাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল  ?

ক) ঘোড়ার

খ) হরিণের

গ) খরগোশের

ঘ) টাট্টুর

উত্তর :– টাট্টুর

৯)"  ভারতবর্ষ " গল্পে বৃষ্টি শুরু হয়েছিল  ?

ক) সোমবার

খ) মঙ্গলবার

গ) বুধবার

ঘ) বৃহ সপ্তিবার

উত্তর :– মঙ্গলবার

১০)" নিঘাত মরে গেছে বুড়িটা ।" এই কথাটি বলেছিল  ?

ক) জগা

খ) নকরী

গ) নিবারণ

ঘ) করিম

উত্তর :–জগা

১১)বাজার থেকে থানার দুরত্ব ছিল  ?

ক) তিনক্রস

খ) চারক্রস

গ) পাঁচক্রস

ঘ) ছয়ক্রস

উত্তর :– পাঁচক্রস

১২) বাজার থেকে নদীর  দুরত্ব ছিল  ?

ক) এক মাইল

খ) দুই মাইল

গ) তিন মাইল

ঘ) চার মাইল

উত্তর :– দুই মাইল
 
১৩) “ ফজর ” কথাটির অর্থ কি ?

ক) ভোর

খ) দুপুর

গ) বিকেল

ঘ) সন্ধ্যা

উত্তর :– ভোর

১৪) এক কালে পেশাদার লাঠিয়াল ছিল  ?

ক) ফজলু সেখ

খ) নিবারণ বাগদী

গ) করিম ফরাজি

ঘ) নকরি নাপিত

উত্তর :– করিম ফরাজি

১৫)চৌকিদার যে রঙের উর্দি পড়েছিল , তা হলো  ?

ক) লাল

খ) নীল

গ) কালো

ঘ) হলুদ

উত্তর :– নীল

১৬) " ––– চৌকিদারের পরামর্শ মানা হলো  ?

ক) পন্ডিত

খ) বিচক্ষণ

গ) অভিজ্ঞ

ঘ)বিজ্ঞ

উত্তর :–বিজ্ঞ

১৭) ‘ হটাৎ ––– এক অদ্ভুত দৃশ্য দেখা গেল  ?

ক) সকালে

খ) বিকালে

গ) দুপুরে

ঘ) সন্ধ্যায়

উত্তর :– বিকালে

১৮) “ মাঠ পেরিয়ে একটা ––– আসছে  ?

ক) চ্যাংদোলা

খ) মাচা

গ) মঞ্চ

ঘ) খাটিয়া

উত্তর :– চ্যাংদোলা

১৯" কতক্ষণ  সে এই ––– জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে ... ?

ক) মারমুখী

খ) আক্রমানকত

গ) খিপ্ত

ঘ) মারকুটে

উত্তর :– মারমুখী

২০) আমেদাবাদ শহরটি যে রাজ্য অবস্থিত – ?

ক) পশ্চিমবঙ্গ

খ) গুজরাট

গ) রাজস্থান

ঘ) মহারাষ্ট্র

উত্তর :– গুজরাট

২১) " ভারতবর্ষ " গল্পের লেখক সেয়দ মুস্তাফা সিরাজ যুক্ত ছিলেন  ?

ক) তরজার সঙ্গে

খ) আলকাপের সঙ্গে

গ) রামযাত্রার সঙ্গে

ঘ) থিয়েটারের সঙ্গে

উত্তর :–আলকাপের সঙ্গে

২২) হাস্কিং মেশিন থেকে –– হয়  ?

ক) তেল

খ) রস

গ) চাল

ঘ) গম


উত্তর :–চাল ।


4 comments: