বিভাব MCQ প্রশ্ন ও উত্তর
ক) তেরো
খ) সতেরো
গ) তেইশ
ঘ) নয়
উত্তর :– তেরো
২) শম্ভু মিত্র , অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন
ক) নান্দিকার
খ) নান্দিমুখ
গ) পঞ্চম বৈদিক
ঘ) বহুরূপী
উত্তর :– বহুরূপী
৩) “ বিভাব ” নাটকের যথাথ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো ?
ক) হাসির সন্ধানে তিনটি চরিত্র
খ) অভাব নাটক
গ) তামাশা নাটক
ঘ) অভাবিত নাটক
উত্তর :– অভাব নাটক
৪) সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে
ক) নিমন্ত্রনপত্র নিতে
খ) অনুমতি পত্র নিতে
গ) খাজনা আদায় করতে
ঘ) সংবর্ধ্ণা জানাতে
উত্তর :– খাজনা আদায় করতে
৫) “ তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।” এই প্যাঁচ হলো ?
ক) জনমত গঠন
খ) নিজস্ব নাট্যমঞ্চ তেরি
গ) ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা
উত্তর :– ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
৬) “এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম ”। এই সাহেব ছিলেন ?
ক) আইনস্টাইন
খ) আইজেনস্টাইন
গ) শেক্সপিয়ার
ঘ) বানাড' শ
উত্তর :– আইজেনস্টাইন
৭) শম্ভু মিত্র ‘বিভাব’ নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল ?
ক) উড়িয়া তামাশা
খ) মারাঠি তামাশা
গ) রাজস্থানি তামাশা
ঘ) অসমীয়া তামাশা
উত্তর :– মারাঠি তামাশা
৮) ‘এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল ।’ এই জাপানি থিয়েটার ছিল ?
ক) নো
খ) কিয়োগেন
গ) কাবুকি
ঘ) বানরাকু
উত্তর :– কাবুকি
৯) “আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত” একথা কে বলে গিয়েছেন ?
ক) রবীন্দ্রনাথ
খ) দ্বিজেন্দ্রলাল
গ) বল্লভ ভাই
ঘ) জহরলাল নেহরু
উত্তর :– বল্লভ ভাই
১০) “বিভাব” নাটকে ‘বৌদি’ হলেন ?
ক) শোভা সেন
খ) তৃপ্তি মিত্র
গ) চিত্রা সেন
ঘ) শাওলী মিত্র
উত্তর :– তৃপ্তি মিত্র
১১) “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ।” ‘বৌদি’ তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন , সেটি হল ?
ক) সিনেমা
খ) আড্ডা
গ) খেলা ধুলা
ঘ) প্রেম
উত্তর :– প্রেম
১২) “বিভাব” নাটকে অমর গাঙ্গুলী কোথায় ‘লভ সিন’ দেখার কথা বলেছেন ?
ক) বায়োস্কোপ
খ) বাস্তব জীবনে
গ) থিয়েটার
ঘ) লোক কোথায়
উত্তর :– বায়োস্কোপ
১৩) “বিভাব” নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল ?
ক) অফিস থেকে
খ) কলেজ থেকে
গ) বন্ধুর বাড়ি থেকে
ঘ) গ্রাম থেকে
উত্তর :– কলেজ থেকে
১৪) “বিভাব” নাটকে প্রেমের দৃশ্য নৈপন্থে কি বেজেছিল
ক) পিয়ানো
খ) বেহালা
গ) হারমোনিয়াম
ঘ) বাঁশি
উত্তর :– হারমোনিয়াম
১৫) “বিভাব” নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল , সেটি হল ?
ক) সখি ভালোবাসা কারে কয়
খ) আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
গ) তুমি কোন কাননের ফুল
ঘ) মালতি লতা দোলে
উত্তর :– মালতি লতা দোলে
১৬) “মালতি লতা দোলে” গানটি গাওয়া হয়েছিল যেভাবে
ক) ফিল্মি কায়দায়
খ) শাস্ত্রীয় ভঙ্গিতে
গ) কিতন আঙ্গিকে
ঘ) ঠুংরি ধরনে
উত্তর :– ফিল্মি কায়দায়
১৭) রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে ‘বিভাব’ নাটকে উল্লেখ আছে, তারা হল
ক) রাজ্য সরকার
খ) বিশ্বভারতী
গ) সাহিত্য অ্যাকাডেমি
ঘ) সঙ্গীত নাটক অ্যাকাডেমি
উত্তর :– বিশ্বভারতী
১৮) শম্ভু মিত্র মতে , কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়
ক) ৩২ ইঞ্চি
খ) ৩৩ ইঞ্চি
গ) ৪২ ইঞ্চি
ঘ)৪৮ ইঞ্চি
উত্তর :– ৩২ ইঞ্চি
১৯) “পথিক” নাটকটি কার লেখা ?
ক) বিজন
খ) উৎপল দত্ত
গ) শম্ভু মিত্র
ঘ) তুলসী লাহিড়ী
উত্তর :– তুলসী লাহিড়ী
২০) “কয়েকজন মেয়ে এবং কয়েক জন ছেলে । সামনের কয়েক জন হাতটা উচু করে থাকে ।” হাতে কি ছিল
ক) ভাতের থালা
খ) পতাকা ও ফেস্টুন
গ) প্রচার পত্র
ঘ) ফুল
উত্তর :– পতাকা ও ফেস্টুন
২১) শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল ?
ক) চাল ও কাপড়
খ) সঠিক মজুরী
গ) শিক্ষার সুযোগ
ঘ) আইন শৃঙ্খলার উন্নতি
উত্তর :– চাল ও কাপড়
২২) “The night is calling me” সংলাপ টি কর লেখা ?
ক) বানার্ড' শ
খ) শেক্সপিয়ার
গ) শেলি
ঘ) বায়রন
উত্তর :– বানার্ড' শ
২৩) হটাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়
ক) চাল চাই , কাপড় চাই
খ) অন্ন চাই , গৃহ চাই
গ) ফ্যান চাই , ভাত চাই
ঘ) এর কোনোটিই নয়
উত্তর :– চাল চাই , কাপড় চাই
২৪) “বিভাব” নাটকটির অনুপ্ররনা হলো ?
ক) জাপানি কাবুকি থিয়েটার
খ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
গ) রবীন্দ্রনাথের নাটক
ঘ) দীনবন্ধু মিত্রের নাটক
উত্তর :– জাপানি কাবুকি থিয়েটার
২৫) “বিভাব” নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো ?
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত
উত্তর :– তিন
২৬) “আমদের মনে হয় এর নাম হওয়া উচিৎ ‘অভাব নাটক’ ।” কারন
ক) এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে
খ) এ নাটকে অর্থাভাব দেখানো হয়েছে
গ) এ নাটকের চরিত্র সংখ্যার অভাব রয়েছে
ঘ) এ নাটকে অভিনয় উপকরনের অভাব
উত্তর :– এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে
২৭) অমর বাবু তৃপ্তি মিত্রের কাছে ক - কাপ চা চেয়েছেন
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর :– দুই কাপ
২৮) ঠিক আছে ফেলে দিন না ....কি ?
ক) চা
খ) বিড়ি
গ) সিগারেট
ঘ) দেশলাই
উত্তর :– সিগারেট
২৯) “বিভাব” নাটকে লভ সিনের নায়ক হয়েছিলেন ?
ক) অমর
খ) শম্ভু
গ) ম্যানেজার
ঘ) বল্লভভাই
উত্তর :– শম্ভু
৩০) “এর মাথায় খালি লভ সিন ঘরে রে ?” কার মাথায় ?
ক) অমর
খ) শম্ভু
গ) তৃপ্তি
ঘ) নাট্য দলের ম্যানেজার
উত্তর :– তৃপ্তি
No comments