গান MCQ প্রশ্ন ও উত্তর
১) চর্যা গান গুলির আবিষ্কারক
ক) বসন্ত রঞ্জন রায়
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) দীনেশ রঞ্জন সেন
ঘ) মুনি দও
উত্তর :–হরপ্রসাদ শাস্ত্রী
২) শ্রী কৃষ্ণ কীতনের খণ্ডিত পুঁথি টি পাওয়া গিয়েছিল
ক) বাঁকুড়া জেলার কাকিলো গ্রামে
খ) নেপালের রাজদরবারের গ্রন্থ গারে
গ) নদিয়া জেলার নবদ্বীপে
ঘ) মথুরার কৃষ্ণ মন্দিরে
উত্তর :–বাঁকুড়া জেলার কাকিলো গ্রাম
৩) বিখ্যাত কবিয়াল হলেন
ক) লালন শাহ
খ) নজরুল ইসলাম
গ) গোজলা গুই
ঘ) ভি . বালসারা
উত্তর :–লালন শাহ
৪) নিখিল ব্যানার্জি বাজাতেন
ক) সেতার
খ) সরোদ
গ) তবলা
ঘ) বাঁশি
উত্তর :–সেতার
৫) মাঝি মাল্লার গান
ক) ঝুমুর
খ) টপ্পা
গ) ভাটিয়ালি
ঘ) ভাওইয়া
উত্তর :–ভাটিয়ালি
৬) বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিবাহবাহী ও প্রাচীনতম গীতশৈলী
ক) ধূর্পদ
খ) খেয়াল
গ) টপ্পা
ঘ) ঠুংরি
উত্তর :–খেয়াল
৭) দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী
ক) কৃষ্ণা চট্টোপধ্যায়
খ) লোপামুদ্রা মিত্র
গ) প্রতিমা বন্দোপাধ্যায়
ঘ) নির্মলা মিশ্র
উত্তর :–কৃষ্ণা চট্টোপধ্যায়
৮) হেমাঙ্গ বিশ্বাস গাইতেন
ক) রজনীকান্তের গান
খ) গণসঙ্গীত
গ) ব্যান্ডর গান
ঘ) উচ্চাঙ্গ সঙ্গীত
উত্তর :–গণসঙ্গীত
৯) ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল
ক) পাঞ্জাবে
খ) ছোটোনাগরপুরেঅঞ্চলে
গ) অবিভক্ত বাংলায়
ঘ) রাজস্থানে
উত্তর :–অবিভক্ত বাংলায়
১০) " মানুষের প্রথম সাঙ্গীতিক যন্ত্র " কী
ক) তার হাত
খ) তার ঠোঁট
গ) তার কন্ঠ
ঘ) সেতার
উত্তর :–তার কন্ঠ
১১) " ভারত তথা বাংলার " যাবতীয় বাদ্রযন্ত্রকে ক – টি ভাগে নিবোধ করার সম্ভব
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর :–চারটি
১২) " কবি ঈশ্বর গুপ্ত কাকে " পক্ষির দলের প্রতিষ্ঠাতা বলেছেন
ক) নবকৃষ্ণদেব
খ) শিবচন্দ্র ঠাকুর
গ) রামচন্দ্র মিত্র
ঘ) রামনারায়ান মিশ্র
উত্তর :–শিবচন্দ্র ঠাকুর
১৩) রূপচাঁদ পক্ষির পোশাকি নাম কি
ক) শিবচন্দ্র ঠাকুর
খ) রামনারায়ান মিশ্র
গ) মধুসূদন কিন্নর
ঘ) গৌরহরি দাস মহাপাত্র
উত্তর :–গৌরহরি দাস মহাপাত্র
১৪) বাংলাদেশের জাতীয় সংগীত " আমার সোনার বাংলা "– র সুরের উৎস
ক) হিন্দি লঘুসংগীত
খ) লালন গীতি
গ) মীরার ভজন
ঘ) সেতারের
উত্তর :–লালন গীতি
১৫) দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় কোন গানের শিল্পী ছিলেন
ক) খেয়াল
খ) টপ্পা
গ) ধূর্পদ
ঘ) ঠুংরী
উত্তর :–খেয়াল
১৬) " তুমি নির্মল করো মঙ্গল করো " গানটির রচয়িতা
ক) রামনারায়ান মিশ্র
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) অতুল প্রসাদ সেন
ঘ) রজনীকান্ত
উত্তর :–অতুল প্রসাদ সেন
১৭) রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হলো
ক) কর্ল্যানী
খ) কাকলি
গ) কয়েকটি গান
ঘ) গীতিগুচ্ছ
উত্তর :–কর্ল্যানী
১৮) অতুল প্রসাদ সেনের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হলো
ক) বাণী
খ) কর্ল্যানী
গ) গীতিমঞ্জরী
ঘ) কাকলি
উত্তর :–বাণী
১৯) বাংলা ভাষায় গজল গানের পথিকৃত
ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) লোপামুদ্রা
গ) অতুল প্রসাদ সেন
ঘ) রজনীকান্ত
উত্তর :–অতুল প্রসাদ সেন
২০) " চারন – কবি হলেন
ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) মুকুন্দ দাস
গ) অতুল প্রসাদ সেন
ঘ) রজনীকান্ত
উত্তর :–মুকুন্দ দাস
২১) মুকুন্দ দাস তার রচিত কোন পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গ ঘুরে বেড়িয়েছেন
ক) " পল্লী সেবা
খ) " সোনার বাংলা "
গ) " মাতৃ পূজা "
ঘ) " সমাজ ও পথ "
উত্তর :–মাতৃ পূজা
২২) " আমরা করব জয় " গানটির গীতিকার
ক) রুমা গুহঠাকুরতা
খ) হেমাঙ্গ বিশ্বাস
গ) শিবদাস বন্দোপাধ্যায়
ঘ) ভি . বালসারা
উত্তর :–শিবদাস বন্দোপাধ্যায়
২৩) ভি . বালসারা কে ' ডি . লিট ' উপাধি দিয়ে সম্মানিত করেছে কোন বিশ্ববিদ্যাল়য়া
ক) কলকাতা
খ) রবীন্দ্র ভারতী
গ) বিশ্ব ভারতী
ঘ) বর্ধমান
উত্তর :–বিশ্ব ভারতী
২৪) মান্না দের পোশাকি নাম কি ছিল
ক) প্রবোধচন্দ্র দে
খ) প্রকাশচন্দ্র দে
গ) প্রবোধচন্দ্র দাস
ঘ) প্রবোধকুমার দে
উত্তর :–প্রবোধচন্দ্র দে
২৫) সত্যজিৎ রায়ের " পথের পাঁচালী " সঙ্গীত পরিচালক করেছিলেন
ক) রবি শংকর
খ) বিলায়েত খাঁ
গ) বিসমিল্লা খাঁ
ঘ) সত্যজিৎ রায়
উত্তর :–রবি শংকর
২৬) বাঁশিতে বিখ্যাত ছিলেন
ক) মেহেদী হুসেন খাঁ
খ) বাহাদুর খাঁ
গ) কৃষ্ণচন্দ্র দে
ঘ) আফতাবউদ্দিন খাঁ
উত্তর :–মেহেদী হুসেন খাঁ
২৭) রবারে বিখ্যাত শিল্পী
ক) মহম্মদ আলি খাঁ
খ) দুলাল রায়
গ) ইন্ধাস খাঁ
ঘ) মনিলাল নাগ
উত্তর :–মহম্মদ আলি খাঁ
২৮) সন্তুরের বিখ্যাত শিল্পী
ক) জ্যোতি গোহ
খ) ইন্ধাস খাঁ
গ) দুলাল রায়
ঘ) মহম্মদ আলি খাঁ
উত্তর :–দুলাল রায়
No comments