Breaking News

বাংলা কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর





১) “  আজ চোখে পরলো প্রথম ।” আজ মৃতুঞ্জয়ের প্রথম চোখে পরলো - 

 ক)তার চাকর বাজার করছে 
 
খ) তার এলাকায় ফুটপাত বেশি নেই

গ) খবরের কাগজে মনন্ত্রোতের রিপোর্ট ছাপা হয়েছে

ঘ) অনাহারের ফলে মৃত্যু একজন মানুষ

উত্তর :– অনাহারের ফলে মৃত্যু একজন মানুষ


২) “ বাড়িটাও তার শহরের ...!” মৃত্যুঞ্জয় বাড়ী
 শহরের -?

ক) কেন্দ্রথলে   
    
খ) এক প্রান্তে

গ) বাইরে
                 
ঘ) এক নিরিবিলি অঞ্চলে

উত্তর :– এক নিরিবিলি অঞ্চলে

৩) ...চলতে থাকে শারীরিক কষ্ঠবোধ । মৃত্যুঞ্জয়ের শরীরে কষ্ঠবোধ হওয়ার কারন কি -

ক) সে আঘাত পেয়েছে   
      
খ) তার খাওয়া হয়নি

গ) তার মনে আঘাত লেগেছে 
    
ঘ) ভাত খাওয়া বেশি হয়ে গেছে

উত্তর :– তার মনে আঘাত লেগেছে

৪) “ সংসারে তার নাকি মন নেই ।” এখানে যার কথা বলা হয়েছে , সে হলো

 ক) মৃত্যুঞ্জয় 
                                     
খ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী

গ) নিখিল
                                          
ঘ) নিখিলের স্ত্রী

উত্তর :– মৃত্যুঞ্জয়

৫) “ অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে ।” মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারন -

ক) মৃত্যুঞ্জয় অত্যন্ত বন্ধু বৎসল

খ) মৃত্যুঞ্জয় অত্যন্ত নিরীহ ও ভালোমানুষ

গ) মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস

ঘ) মৃত্যুঞ্জয় অনের বিপদে পাশে দাঁড়াতে জানে

উত্তর :– মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস

৬) “ এ অপরাধের প্রায়শ্চিত কি ?” বক্তা এখানে অপরাধ মনে করেন  -

ক) নিজের বেঁচে থাকাকে

খ) নিজের চারবেলা করে ভাত খাওয়া কে

গ) যথাযথ রিলিফ ওয়াক না হওয়াকে

ঘ) নিজের উদাসীন থাকাকে

উত্তর :– নিজের চারবেলা করে ভাত খাওয়া কে

৭) “ নিখিল চুপ করে থাকে ।” নিখিলের এই চুপ করে থাকার কারন কি -

ক) সে তার ভুল বুঝতে পেরেছে

খ) মৃত্যুঞ্জয় তাকে চুপ করতে বলেছে

গ) সে নিজের কাজে ব্যাস্ত হয়ে পরেছে

ঘ) মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করে উটেছে

উত্তর :– মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করে উটেছে

৮) " সেটা হয় অনিয়ম ।" এই অনিয়মটি হলো -

ক) বাস্তব নিয়ম উল্টে মধুর আধ্যাতিক নীতিতে পরিণত করা

খ) নিজের কাজকর্ম ছেড়ে রীলিফে অংশ নেওয়া

গ) দুঃখ অনাহারী মানুষদের কথা ভাবা

ঘ) ভিন্ন মতাদর্শের মানুষের সঙ্গে কথা চালিয়ে যাওয়া 

উত্তর :– বাস্তব নিয়ম উল্টে মধুর আধ্যাতিক নীতিতে পরিণত করা

৯) " নিখিল সংবাদ টি তুলে নিল ।" সংবাদ পত্রে যে বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা হলো -

ক) প্রবল অর্থনীতিক সংকট দেখা দিয়েছে

খ) শহরের পথে ঘাটে বহু অনহারী মানুষের মৃত্যু ঘটেছে

গ) সরকারের পক্ষ থেকে অনাহারী মানুষদের জন্য ত্রাণের ব্যাবস্থা করা হয়েছে

ঘ) গোটা কুড়ি মৃতু দেহের ভালোভাবে সদ গতির ব্যাবস্থা করা হয়নি

উত্তর :– গোটা কুড়ি মৃতু দেহের ভালোভাবে সদ গতির ব্যাবস্থা করা হয়নি

১০) “  নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে ...!” বুঝিয়ে বলার কথা টি হলো -

ক) নিজে কষ্ট করেই শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবে না

খ) মাইনের পুরো টাকা টা ত্রানে দেওয়া কোনো কাজের কথা নয়

গ) স্ত্রীর স্বাস্থের প্রতি মৃত্যুঞ্জয়ের যত্ন নেওয়া উচিত

ঘ) নিজে না খেয়ে পরকে খাইয়ে সান্তনা পাওয়ার কোনো কারন নেই



উত্তর :– নিজে কষ্ট করেই শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবে না

১১) “.. না খেয়ে মরা টা উচিত নয় ভাই ।” কথাটি বলেছে -

ক) মৃত্যুঞ্জয়
                                       
খ) নিখিল

গ) মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই    
             
ঘ) টুনুর মা

 উত্তর :– নিখিল

১২) “ ওটা পাশবিক স্বার্থপরতা ।" মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে ”  পাশবিক স্বার্থপরতা " বলেছে , তা হল -

ক) বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহনের মানসিকতা কে

খ) অনাহারী মানুষের কথা একে বারেই চিন্তা না করা কে

গ) স্ত্রী স্বাস্থ্য কে উপেখা করাকে

ঘ) ত্রাণকার্যে বন্ধুর চরম উদাসীনতাকে

উত্তর :– বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহনের মানসিকতা কে

১৩) “ এক্ষণ সেটা বন্ধ করে দিয়েছে ।” মৃত্যুঞ্জয় এক্ষণ বন্ধ করে দিয়েছে -

ক) অনাহারী মানুষকে অর্থ সাহায্য করা

খ) অনাহারী , অন্নপ্রথীদের সঙ্গে কথা বার্তা বলা

গ) নিখিলের সঙ্গে কথাবার্তা বলা

ঘ) বাড়ির সঙ্গে যোগাযোগ

উত্তর :– অনাহারী , অন্নপ্রথীদের সঙ্গে কথা বার্তা বলা

১৪) “ নিখিল কে বার বার আসতে হয় ।” নিখিল আসে -

ক) মৃত্যুঞ্জয়ের কাছে , ফুটপাতে

খ) মৃত্যুঞ্জয়ের বাড়িতে

গ) অফিসে

ঘ) রিলিফ সোসাইটিতে

উত্তর :– মৃত্যুঞ্জয়ের বাড়িতে

১৫)“ আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিল ।” মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল -

ক) তার অফিসে

খ) নিখিলের বাড়িতে

গ) ফুটপাতের লোকগুলোর কাছে

ঘ) লঙ্গরখানায়

উত্তর :– ফুটপাতের লোকগুলোর কাছে

১৬) মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় -

ক) কুড়ি টাকা

খ) পঞ্চাশ টাকা

গ) একশো টাকা

ঘ) তিরিশ টাকা

উত্তর :– পঞ্চাশ টাকা

১৭) নিখিল দেখেছিলো যে মৃত্যুঞ্জয় সর্শিতে আটকানো মৌমাছির মতো -

ক) উড়ে বেড়াচ্ছে

খ) মধু খাচ্ছে

গ) গুন গুন করছে

ঘ) মাথা খুঁড়ছে

উত্তর :– মাথা খুঁড়ছে

১৮) নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় -

ক) দুই জয়াগায়

খ) তিন জায়গায়

গ) চার জায়গায়

ঘ) পাঁচ জায়গায়

উত্তর :– তিন জায়গায়

১৯) যে দিক থেকে বিচার করে নিখিল বলেছিল যে, দশ জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ , তা হলো -

ক) নীতি ধর্ম

খ) সমাজ ধর্ম

গ) ধর্ম

ঘ) যুক্তিবাদ

উত্তর :– সমাজ ধর্ম

২০) মৃত্যুঞ্জয় অফিসে যায় -

ক) ট্রেনে

খ) ট্রামে

গ) বাসে

ঘ) হেঁটে

উত্তর :– ট্রামে

২১) " মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা " কি হয় -

ক) অদৃশ্য হয়ে যায়

খ) পরিছন্ন হয়ে যায়

গ) ছিড়ে যায়

ঘ) নতুন হয়ে যায়

উত্তর :– অদৃশ্য হয়ে যায়

২২) “ ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় ।” কারন -

ক) নিখিল নিজেই অসুস্থ্য হয়ে পড়েছিল

খ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী  মৃত্যুঞ্জয়কে সমর্থন করেছিল

গ) নিখিল তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল

ঘ) নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞার কাছে অর্থহিন হয়ে পড়ে

উত্তর :– নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞার কাছে অর্থহিন হয়ে পড়ে

২৩) “ দারুন একটা হতাশা জেগেছে ওর মনে ।” কারন -

ক) টুনুর মা অসুস্থ

খ) দিনদিন আনহার - মৃত্যু বাড়ছে

গ) যতাসর্বশ দান করলেও সে দুর্ভিক্ষ পিরীত দের ভালো করতে পারবে না

ঘ) অফিসে যেতে ইচ্ছাই করে না

উত্তর :– যতাসর্বশ দান করলেও সে দুর্ভিক্ষ পিরীত দের ভালো করতে পারবে না

২৪) টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানাই : কোন অনুরোধ ?

ক) নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে

খ) মৃত্যুঞ্জয় যেন মাইনের পুরো টাকা টা রিলিফ ফান্ডে না দেয়

গ) মৃত্যুঞ্জয়ের চাকরিটা যাতে না যায়

ঘ) নিখিল যেন মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে আনে

উত্তর :– নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে

২৫) “ টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানাই ”, কাকে ?

ক) নিখিলকে

খ) টুনুকে

গ) মৃত্যুঞ্জয়ের ভাই কে

ঘ) মৃত্যুঞ্জয়ের চাকর

উত্তর :–  নিখিলকে 

২৬) মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়ে গুলির চেঁচিয়ে কাঁদে -

ক) অনাহারে, অবহেলায় , ক্ষুদার  জ্বালায়

খ) মৃত্যুঞ্জয়ের অসভাবিক আচরন দেখে

গ) টুনুর মার কড়া শাসনে

ঘ) বাবা কে না দেখতে পেয়ে

উত্তর :–   অনাহারে, অবহেলায় , ক্ষুদার  জ্বালায় ।


1 comment:

  1. Darun post
    Aro Education related posts porte visit korun https://sgpedia.com

    ReplyDelete