Breaking News

মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর

 

 


১) অলস সূর্য ছবি আঁকে ?

ক) দিগন্তে

খ) পশ্চিমের আকাশে

গ) সন্ধ্যার  জলস্রোতে

ঘ) হৃদয়ে


উত্তর :– সন্ধ্যার  জলস্রোতে

২) উজ্জ্বল আলোর স্তম্ভ ছিল

ক) গলিত সোনার মতো

খ) সন্ধ্যায় ল্যাম্পপোস্টের মতো

গ) মেঘলা বিকেলের মতো

ঘ) দেবদারু গাছের মতো

উত্তর :– গলিত সোনার মতো

৩) জলের অন্ধকারের ধূসর ফেনায়

ক) জোৎস্না পড়ে

খ) রুপোলি মাছেদের দেখা যায়

গ) আগুন লাগে

ঘ) নৌকা ভাসে

উত্তর :– আগুন লাগে

৪) ধোয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে - ফিরে আসে

ক) শিশিরের ফোটার মতো

খ) শীতের দুঃখ স্বপ্নের মতো

গ  রেখার মতো

ঘ) ভোরের কুয়াশার মতো

উত্তর :– শীতের দুঃখ স্বপ্নের মতো

৫) মহুয়ার দেশ হলো

ক) মেঘ - মদির

খ) চিরসবুজ

গ) নিত্যচঞ্চল

ঘ) আলোকদিপ্ত

উত্তর :– মেঘ - মদির

৬) মহুয়ার দেশে পথের দু - ধারে ছায়া ফেলে

ক) সজীনার গাছ

খ) হিজলের বন

গ) সালের সারী

ঘ) দেবদারু গাছ

উত্তর :– দেবদারু গাছ

৭) নিজের কিলান্তির উপরে ঝরে পড়ার কথা বলেছেন কবি

ক) সমুদ্রের  উচ্ছাস

খ) বিকেলের বাতাস

গ) মহুয়ার ফুল

ঘ) নিশ্চিন্ত ঘুম

উত্তর :– মহুয়ার ফুল

৮) কয়লা খনির শব্দ কবি শুনতে পান

ক) নির্জন দুপুরে

খ) নিবিড় অন্ধকারে

গ) শিশিরভেজা সকালে

ঘ) শীতের সন্ধ্যায়

উত্তর :– নিবিড় অন্ধকারে

৯) অলস সূর্য একে দিয়ে যায়

ক) সৌর কিরন

খ) আলোকরেখা

গ) আলোর স্তম্ভ

ঘ) ছায়াপথ

উত্তর :– আলোর স্তম্ভ

১০) " আর আগুন লাগে " যেখানে আগুন লাগে

ক) জলের ওপরে

খ) জলের অন্ধকারে

গ) নদীতে

ঘ) ঝরনার জল স্রোতে

উত্তর :– জলের অন্ধকারে

১১) “ মেঘ  মদির মহুয়ার দেশ ” কোথায় আছে ?

ক) অনেক,অনেক দূরে

খ) খুব খুব কাছে

গ) পথের দু - ধারে

ঘ) নিজন অরন্য

উত্তর :– অনেক,অনেক দূরে

১২) “ মহুয়ার দেশ ” কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া

ক) নানাকথা

খ) তিনপুরুষ

গ) খোলা চিঠি

ঘ) কয়েকটি কবিতা

উত্তর :– কয়েকটি কবিতা

১৩) “ মহুয়ার দেশ ” কবিতাটির ক-টি স্তবক ?

ক) ১

খ) ২

গ) ৩

ঘ) ৪

উত্তর :– ২ টি



1 comment: