Breaking News

চিত্রকলা MCQ প্রশ্ন ও উত্তর





:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে চিত্রকলা কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) পালযুগের পুঁথিচিত্রে গৌতম বুদ্ধের জীবনের ক – টি প্রধান ঘটনার ছবি দেখা যায়
ক) তিনটি
খ) পাঁচটি
গ) সাতটি
ঘ)  আটটি

উত্তর :– আটটি

২) নন্দলাল বসু যার গ্রন্থে একেছেন , তিনি হলেন
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বলেন্দ্রনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উত্তর :– রবীন্দ্রনাথ ঠাকুর

৩) আর্ট স্কুলে পিলাডি সাহেবের ছাত্র ছিলেন
ক) অসিত হালদার
খ) রামকিঙ্কর বেইজ
গ) জয়নাল আবেদিন
ঘ) যামিনী রায়

উত্তর :– যামিনী রায়

৪) নিচের যে ছবিটি রবীন্দ্রনাথের আঁকা নয়
ক) পুপে
খ) আবু হোসেন
গ) বৌদ্ধভিক্ষু
ঘ) বুদ্ধ ও সুজাতা

উত্তর :– বুদ্ধ ও সুজাতা

৫) তেলেঙ্গানার কৃষক বিদ্রোহের ছবি একেছেন
ক) জয়নাল আবেদিন
খ) চিওপ্রসাদ ভটাচার্য
গ) অসিত হালদার
 ঘ) অন্নপ্রসাদ বাগচি

উত্তর :– চিওপ্রসাদ ভটাচার্য

৬) দিল্লি ও আগ্রতে কোম্পানি চিত্রশেলির প্রসার ঘটে কোন শতকের শুরুতে
ক) ষোড়শ
খ) সপ্তদশ
গ) অষ্ঠাদশ
ঘ) ঊনবিংশ

উত্তর :– ষোড়শ

৭) দিল্লির অঞ্চলের শিল্পীরা সাধারনত কিসের উপর ছবির আঁকতেন
ক) হাতির দাঁত
খ) অভেরের পাত
গ) তাল পাতা
ঘ) মাটি

উত্তর :– হাতির দাঁত

৮) " পট " শব্দটির আভিধানিক অর্থ কি
ক)  কাপড়
খ) সরা
গ) ছবি
ঘ) তালপাতা

উত্তর :– ছবি

৯) পশ্চিমবঙ্গ ও উড়িশা ছাড়া আর কোন রাজ্য পট শিল্পের প্রচলন ছিল
ক) আসাম
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) মহীশূর

উত্তর :– রাজস্থান

১০) গাজীর পট বা সত্যপিরের পট বঙ্গদেশের কোথায় প্রচলিত ছিল
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম

উত্তর :– পূর্ব

১১) কালীঘাট পটের ছায়া পড়েছিল কোন  বিখ্যাত শিল্পীর ছবিতে
ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ) পাবলো পিকাসো
গ) ফানান্দ লেজ
ঘ) রাফায়েল

উত্তর :– ফানান্দ লেজ

১২) কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে
ক) আনন্দ প্রসাদ বাগচি
খ) শ্যামাচরণ শ্রীমানি
গ) হেনরিহোভার লক
ঘ) গঙ্গাধর দে

উত্তর :– হেনরিহোভার লক

১৩) "দ্যা  ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট " প্রতিষ্ঠাতা কে
ক) হেনরিহোভার লক
খ) আনন্দ প্রসাদ বাগচি
গ) রণদাপ্রসাদ গুপ্ত
ঘ) মন্নথনাথ চক্রবর্তী

উত্তর :–  মন্নথনাথ চক্রবর্তী

১৪) " কলাভবন " প্রতিষ্ঠাত করে কাকে রবীন্দ্রনাথ তার আর্চায করে নিয়ে আসেন
ক)  নন্দলাল বসু
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রকাশ কর্মকার
 ঘ) রামকিঙ্কর বেইজ

উত্তর :– নন্দলাল বসু

১৫) অবনীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলী কে বিষয় করে শিল্পচর্চা শুরু করেন ঠাকুর পদবিধারি কার উপদেশ অনুযায়ী
ক)  গুগেন্দ্রনাথ
খ) গগণেন্দ্রনাথ
গ) রবীন্দ্রনাথ
ঘ) জ্যোতিরিন্দ্রণাথ

উত্তর :– রবীন্দ্রনাথ

১৬) সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের
ক) মা
খ) মেয়ে
গ) দিদি
ঘ) বোন

উত্তর :– বোন

১৭) রবীন্দ্রনাথের " সহজ পাঠ " গ্রন্থের অলংকরণ করেন
ক) জ্যোতিরিন্দ্রণাথ
খ) অবনীন্দ্রনাথ
গ) দিনেন্দ্রনাথ ঠাকুর
ঘ) নন্দলাল বসু

উত্তর :– নন্দলাল বসু

১৮) চলমান গান্ধীজি কে লাঠি হাতে সাদা – কালোয় একেছিলেন
ক) নন্দলাল বসু
খ) রামকিঙ্কর বেইজ
গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
ঘ) চিত্রপ্রসাদ

উত্তর :– নন্দলাল বসু

১৯) কোন শিল্পী " ইন্ডস " সিরিজের জন্য বিখ্যাত
ক) চিত্রপ্রসাদ
খ) যামিনী রায়
গ) সোমনাথ হোর
ঘ) জয়নাল আবেদিন

উত্তর :– সোমনাথ হোর


No comments