Breaking News

রুপনারানের কুলে MCQ প্রশ্ন ও উত্তর



:· উচ্চ মাধ্যমিক বাংলা রুপনারানের কূলে  কবিতার কিছু  গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি কিসের প্রতিক ?
ক) কবির বাসস্থানের
খ) বিশ্ব সংসারের
গ) মৃত্যুর
ঘ)কল্পনার

উত্তর :– বিশ্ব সংসারের

২) কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন ?
ক) দর্পনে
খ) হৃদয়ে
গ) রক্তের অক্ষরে
 ঘ) পল্লীগ্রামে

উত্তর :–রক্তের অক্ষরে

৩) কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছেন  ?
ক) মানুষের সান্নিধ্যে
খ) অন্যকে ভালোবেসে
গ) কবিতার মধ্যে
ঘ) আঘাত ও বেদনায়

উত্তর :–আঘাত ও বেদনায়

৪)কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো  ?
ক) দুর্বোধ্য
খ) অজ্ঞেয়
গ) কঠিন
ঘ) ব্যাখার অতীত

উত্তর :–কঠিন

৫) " রূপনারানের কূলে " কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল ?
ক) প্রান্তিক
খ) জন্মদিন
গ) শেষ লেখা
ঘ) শেষ সপ্তক

উত্তর :–শেষ লেখা

৬) " রূপনারানের কূলে " কবিতাটি কাব্য গ্রন্থের কত সংখ্যক কবিতা ?
ক) ১১
খ) ১৩
গ) ১২
ঘ) ১৪

উত্তর :–১১

৭)কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন ?
ক) গোদাবরী কূলে
খ) কাবেরীর কূলে
গ) রূপনারানের কূলে
ঘ) দামোদরের কূলে

উত্তর :–রূপনারানের কূলে

৮) " রূপনারানের কূলে " কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল ?
ক) সোনার
খ) রক্তের
গ) জলের
ঘ) শিক্ষার

উত্তর :–রক্তের

৯) " চিনিলাম ––––"
ক) আপনারে
খ) তোমারে
গ) তাহারে
ঘ) সকলে

উত্তর :–আপনারে

১০) যে কখনো বঞ্চনা করে না  , সে হল  ?
ক) মিথ্যা
খ) বন্ধু
গ) জননী
ঘ) সত্য

উত্তর :–সত্য

১১) " রূপনারানের কূলে " কবিতাটি রচিত হয় ?
ক) ২৮ মে , ১৯৪১
খ) ৩০ মে  , ১৯৪১
গ) ১৬ মে , ১৯৪১
ঘ) ১৩ মে, ১৯৪১

উত্তর :–১৩ মে, ১৯৪১

১২) " রূপনারানেরকূলে " কবিতাটি রচিত হয় ?
ক) কলকাতায়
খ) শান্তিনিকেতনে
গ) কালিম্পং_ এ
ঘ) কাশিয়াং _এ

উত্তর :–শান্তিনিকেতনে





11 comments:

  1. হুম খুব ভালো লাগলো পড়ে

    ReplyDelete
    Replies
    1. হম আমারও খুব ভালো লাগলো পড়ে

      Delete
  2. Bhasha theke ruptotto...sobdartho totto...bakkototto...dhonitotto...nei keno??...gota tai bhalo kintu agulo na paoway mon ta kharap holo onektai!!

    ReplyDelete
  3. খুব ভালো হয়েছে কিন্তু আরু প্রশ্ন দিলে ভালো হতো

    ReplyDelete