Breaking News

শিকার MCQ প্রশ্ন ও উত্তর






উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার কিছু  গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " শিকার " কবিতায় ভোরবেলায় আকাশের রং - কে কবি যার সঙ্গে তুলনা করেছেন ?
ক) ঘাস ফড়িংএর দেহ
খ) সুমদ্রের জল
গ) বিকেলের রোদ
ঘ) মোমের আলো

উত্তর :– ঘাস ফরিঙের দেহ

২) " টিয়া পালকের মতো সবুজ" ছিল ?
ক) মানুষের হৃদ়য়
খ) মানুষের স্বপ্ন
গ) পেয়ারা ও নোনার গাছ
ঘ) পেয়ারা ও সজিনার গাছ

উত্তর :–পেয়ারা ও নোনার গাছ

৩) " এক্ষণ আকাশে রয়েছে " - যার কথা বলা হয়েছে ?
ক) একটি তারা
খ) একটি পাখি
গ) দিনের আলো
ঘ) গোধূলির রং

উত্তর :–একটি তারা

৪) " শিকার " কবিতায় যে মেয়ে টিকে কবি পারাগায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল ।
ক) সাহসী সুন্দরী
খ) গোধুলিমদির
গ) মায়াবিনী
ঘ) বিষণ্ন সুন্দর

উত্তর :–গোধুলিমদির

৫)  সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে কারা আগুন জ্বেলেছে ?
ক) প্রবাসীরা
খ) অতিথিবৃন্দ
গ) দেশোয়ালিরা
ঘ) বনবাসিরা

উত্তর :–প্রবাসীরা

৬) " সূর্যের আলোয় তার রং ––– মতো নেই আর ..."
ক) কুসুমের
খ) বারুদের মতো
গ) কুঙ্কুমের
ঘ) মুক্তার

উত্তর :–কুঙ্কুমের

৭) ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল
ক) চারিদিকের বন ও আকাশ
খ) জোনাকির দল
গ) মনের আকাশ
ঘ) হৃদয়ের কবিতামালা

উত্তর :– চারিদিকের বন ও আকাশ

৮) সারারাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল যার হাত থেকে
ক) শিকারির
খ) চিতাবাঘিনির
গ) হৃদয়হিনের
 ঘ) পশুদের

উত্তর :–চিতাবাঘিনির

৯) সারা রাত হরিণটি ঘুরেছিল
ক) শাল  - পিয়ালের বনে
খ) অর্জুন - সুন্দরীর বনে
গ) মহুয়ার বনে
ঘ) জাম - জারুলের বনে

উত্তর :–অর্জুন - সুন্দরীর বনে

১০) সুন্দর বাদামি হরিণ যার জন্য অপেক্ষা করেছিল
ক) অন্ধকারের জন্য
খ) সবুজ ঘাসের জন্য
গ) ঝরনার জলের জন্য
ঘ) ভোরের জন্য

উত্তর :–ভোরের জন্য

১১) সবুজ সুগন্ধি ঘাস কে কবি যার সঙ্গে তুলনা করেছেন
ক) নতুন ধানের সঙ্গে
খ) শরতের সকালের সঙ্গে
গ) কচি বাতাবি লেবুর সঙ্গে
ঘ) রূপসী মেয়ের সঙ্গে

উত্তর :– কচি বাতাবি লেবুর সঙ্গে

১২) হরিণ টি ভোরের আলোয় যেখানে নেমেছিল
  ক) জলে
খ) নদীর জলে
গ) অন্ধকারের সমুদ্রে
ঘ) অর্জুন - সুন্দরীর বনে

উত্তর :–নদীর জলে

১৩) " নদীর জল –– মতো লাল ।"
ক) মোরগ ফুলেরপাপরির
খ) জবা ফুলেরপাপরির
গ) মচকাফুলের ফুলেরপাপরির
ঘ) নারীরপায়েরআলতার

উত্তর :–মচকাফুলের ফুলেরপাপরির

১৪)  " শিকার " কবিতাটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে
ক) সকাল
 খ) ভোর
গ) বিকাল
ঘ) সন্ধ্যা

উত্তর :–ভোর

১৫) টেরিকাটা মানুষেরা খায়
ক) বিড়ি
খ) আঙ্গুর
গ) পেয়ারা
ঘ)  সিগারেট

উত্তর :–সিগারেট

১৬)"  শিকার " কবিতায় মোট পংক্তিসংখ্যা
ক) ৩০
খ) ৩৭
গ) ৩৫
ঘ) ৩৯

উত্তর :– ৩৭

১৮) নদীর জলে নামা হরিণের শরীর ছিল
ক) ঘুমহীন ক্লান্ত বিহ্বল
খ) বিহ্বল ক্লান্ত ঘুমহীন
গ  বিহ্বল ক্লান্ত
ঘ) ক্লান্ত ঘুমহীন বিহ্বল

উত্তর :–ঘুমহীন ক্লান্ত বিহ্বল

১৯) " হিমের রাতে শরীর' উম ' রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে
ক) গান করেছে
খ) নাচ করেছে
গ) খেলায় মেতেছে
ঘ) আগুন জ্বেলেছে

উত্তর :–আগুন জ্বেলেছে

২০) ' এক্ষণ ও আকাশে রয়েছে ' ক-টি তারা ?
ক) একটি
খ)  দুটি
গ)  তিনটি
ঘ)  বহু

উত্তর :–একটি

২১) ' একটা অদ্ভুত শব্দ ' । কিসের শব্দ ?
ক) চিতা বাঘিনির
খ) হৃদয়ের বির্দিন ইচ্ছার
গ) সুগন্ধি ঘাস ছিড়ে খাওয়ার
ঘ) বন্দুকের

উত্তর :–বন্দুকের

২২) " টেরি কাটা কয়েকটা মানুষের মাথা ।" এরা হলো
ক) পুলিশ
খ) ডাকাত
গ) সৈন্য
ঘ) শিকারি

উত্তর :–শিকারি

২৩) শিকার কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তগত
ক) মহাপৃথিবী
খ) ধানক্ষেত
গ) শেষ লেখা
ঘ) অঙ্গুরী তোর  হিরন জল

উত্তর :–মহাপৃথিবী



1 comment: