Breaking News

বিদেশনীতি MCQ প্রশ্ন ও উত্তর





উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি কয়েকটি Mcq  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) বিদেশনীতির প্রধান উৎস হলো ?

ক) ক্ষমতা প্রদশন

খ) অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রশ্নে হস্তক্ষেপ

গ) জাতীয় স্বার্থ রক্ষা করা 

ঘ) ভীতিপ্রদশন করা 

উত্তর :– জাতীয় স্বার্থ রক্ষা করা

২) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নাম হলো ?

ক) কংগ্রেস

খ) পালামেন্ট

গ) ডুমা

ঘ) মজলিশ

উত্তর :– কংগ্রেস

৩) ভারতের পররাষ্ট্রনীতির মূল চালিকশক্তি হলো ?

ক) আধিপত্য প্রতিষ্ঠা করা

খ) আক্রমণ করা

গ) হিংসা প্রদশন

ঘ) পঞ্চশীল নীতি গ্রহণ

উত্তর :– পঞ্চশীল নীতি গ্রহণ

৪) পঞ্চশীলনীতি যে দেশগুলির মধ্যে স্বাক্ষরিত হয় , সেগুলি হলো ?

ক) ভারত ও রাশিয়া

খ) ভারত ও চিন

গ) ভারত ও পাকিস্তান

ঘ) পাকিস্তান ও শ্রীলঙ্কা

উত্তর :– ভারত ও চিন

৫) পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কত খিষ্টাবদে ?

ক) ১৯৪৭ খিস্তাবদে

খ) ১৯৫৪ খিস্তাবদে

গ) ১৯৬০ খিস্তাবদে

ঘ) ১৯৮৫ খিস্তাবদে

উত্তর :– ১৯৫৪ খিস্তাবদে

৬) সুয়েজ সংকট দেখা দেয় যে বছর ?

ক) ১৯৫০ সাল

খ) ১৯৫২ সাল

গ) ১৯৫৬ সাল

ঘ) ১৯৬০ সাল

উত্তর :– ১৯৫৬ সাল

৭) ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিষ্ফোরন ঘটায় ?

ক) ১৯৯৮ সাল

খ) ১৯৯৯ সাল

গ) ২০০১ সাল

ঘ) ২০০৫ সাল

উত্তর :– ১৯৯৮ সাল

৮) ভারতের পরমাণু নীতির মূল কথা হলো ?

ক) First Strike

খ) No First Strike

গ) Attack More

ঘ) Destruct More

উত্তর :– No First Strike

৯) আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ার সংগঠনটি হলো ?

ক) SAFTA

খ) NATO

গ)  SAARC

ঘ) ASEAN

উত্তর :– SAARC


১০) আঞ্চলিক সহযোগিতার  বৃদ্ধির জন্য দক্ষিণ – পূর্ব এশিয়ার সংগঠনটি হলো ?

ক) NATO

খ) WARSAW

গ) SAARC

ঘ) ASEAN

উত্তর :– ASEAN

১১)  সার্ক গঠনের সময় ভারতের প্রধামন্ত্রী ছিলেন ?

ক) রাজীব গান্ধী

খ) এইচ . এম . এরশাদ

গ) অরুণ নেহেরু

ঘ) নরসিমা রাও

উত্তর :– রাজীব গান্ধী

১২) ১৯৮৫ খিস্টাব্দ সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় ?

ক) কাঠমান্ডুতে

খ) ঢাকায়

গ) নয়া দিল্লিতে

ঘ)  কলম্বোতে

উত্তর :– ঢাকায়

১৩) সার্ক গঠনের সময় তার সদস্যরাষ্ট্রের সংখ্যা ছিল ?

ক) ৭

খ)  ৮

গ) ৯

ঘ)  ১০

উত্তর :– ৭

১৪) সার্ক – এর সদস্যরাষ্ট্র গুলির মধ্যে সবথেকে বড়ো রাষ্ট্র হলো ?

ক) পাকিস্তান

খ) বাংলাদেশ

গ) ভারত

ঘ) নেপাল

উত্তর :– ভারত

১৫) বর্তমানে সার্ক – এর সদস্য সংখ্যা হলো ?

ক)  ৭

খ) ৮

গ) ৯

ঘ) ১০

উত্তর :– ৮

১৬) কোনো একটি রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্য সাধনের জন্য যেসব নীতি অনুসরণ করে তাকে কি বলে ?

ক)  অভ্যন্তরীণ নীতি

খ) বাহিক নীতি

গ) আন্তজার্তিক নীতি

ঘ) জাতীয় নীতি

উত্তর :– জাতীয় নীতি

১৭) জাতীয় নীতি কত ধরনের হয় ?

ক) দুই

 খ)তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তর :– দুই

১৮) একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারত কবে আত্মপ্রকাশ করে ?

ক) ১৯৪৭ সাল

 খ) ১৯৪৯ সাল

গ) ১৯৫০ সাল

ঘ) ১৯৫২ সাল

উত্তর :– ১৯৪৭ সাল

১৯) কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় ?

ক) ১৮৭০ সাল

 খ) ১৮৮০ সাল

গ) ১৮৮২ সাল

ঘ) ১৮৮৫ সাল

উত্তর :– ১৮৮৫ সাল

২০) ভারতের জোটনিরপেক্ষতা নীতির প্রধান রূপকার কে

ক) জহরলাল নেহরু

খ) ডঃ . রাজেন্দ্র প্রসাদ

গ) লালবাহাদুর শাস্ত্রী

ঘ) ইন্দিরা গান্ধী

উত্তর :– জহরলাল নেহরু

২১) কত বছর ধরে ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল ?

ক) প্রায় ৫০ বছর

খ) প্রায় ১০০ বছর

গ) প্রায় ১৫০ বছর

ঘ) প্রায় ২০০ বছর

উত্তর :– প্রায় ২০০ বছর

২২) সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

ক) ১৯৬২ সাল

 খ) ১৯৭১ সাল

গ) ১৯৭২ সাল

ঘ) ১৯৭৪ সাল

উত্তর :– ১৯৭২ সাল

২৩) শ্রীলঙ্কায় ভারত কোন বছর শান্তিবাহিনী পাঠায় ?

ক) ১৯৮৭ সাল

খ) ১৯৮৮ সাল

গ) ১৯৬৯ সাল

ঘ) ১৯৭০ সাল

উত্তর :– ১৯৮৭ সাল

২৪) ভারত পোখরানে কবে পারমাণবিক বিষ্ফোরন ঘটায়

ক) ১৯৭৪ সাল

খ) ১৯৭৫ সাল

গ) ১৯৭৬ সাল

ঘ) ১৯৭৭ সাল

উত্তর :– ১৯৭৪ সাল

২৫) বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হলো ?

ক) সোভিয়েত ইউনিয়ন

খ) রাশিয়া

গ) ভারত

ঘ) জাপান

উত্তর :– রাশিয়া

২৬) ভারত ও বাংলাদেশের মধ্যে কোন বছর গঙ্গার জলবণ্ঠন  চুক্তি সম্পাদিত হয় ?

ক) ১৯৯৩ সাল

খ) ১৯৯৪ সাল

গ) ১৯৯৫ সাল

ঘ) ১৯৯৬ সাল

উত্তর :– ১৯৯৬ সাল

২৭) কোন দেশের বাধাদানের ফলে চিন এখনও সার্ক – এর সদস্য পদ পায়নি ?

ক) শ্রীলঙ্কা

খ) ভারত

গ) বাংলাদেশ

ঘ) নেপাল

উত্তর :– ভারত



No comments