Breaking News

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তী পর্বের আন্তজার্তিক সম্পর্ক MCQ প্রশ্ন ও উত্তর





উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তী পর্বের আন্তজার্তিক সম্পর্ক কয়েকটি MCQ  প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় ?

ক) ১৯১৯ সাল

খ) ১৯২০ সাল

গ) ১৯৩৯ সাল

ঘ) ১৯৪৫ সাল

উত্তর :– ১৯৩৯ সাল

২) দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে ?

ক) ১৯৪০ সাল

খ) ১৯৪১ সাল

গ) ১৯৪৫ সাল

ঘ) ১৯৫০ সাল

উত্তর :– ১৯৪৫ সাল

৩) প্রথম পরমাণু বোমা আকারান্ত দেশটি হলো ?

ক) জাপান

খ) দক্ষিণ কোরিয়া

গ) উত্তর কোরিয়া

ঘ) কিউবা

 উত্তর :– জাপান

৪) জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটির নাম হলো ?

ক) ফ্রাট ম্যান

খ) ম্যাড ম্যান

গ) জেন্টলম্যান

ঘ) সুপারম্যান

উত্তর :– ফ্রাট ম্যান

৫) " ঠান্ডা লড়াই " শব্দ টি প্রথম প্রয়োগ করেন ?

ক) ট্রুম্যান

খ) বানাড বারুচ

গ) চার্চিল

ঘ) গোবাচেড

উত্তর :– বানাড বারুচ

৬) পশ্চিমী সামরিক জোট হলো ?

ক) NATO

খ)  SEATO

গ)   SAARC

ঘ)  SAPTA

উত্তর :– NATO

৭) সমাজতান্ত্রিক  রাষ্ট্র গুলির তৈরি করা জোট হলো ?

ক) WARSAW

খ) NATO

গ) SAPTA

ঘ) SEATO

উত্তর :– WARSAW


৮) NATO গঠিত হয় কার উদ্যোগে ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) সোভিয়েত ইউনিয়ন

গ) পোল্যান্ড

ঘ) পর্তুগাল

উত্তর :– মার্কিন যুক্তরাষ্ট্র

৯) WARSAW  Pact তৈরি হয় কার উদ্যোগে ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) সোভিয়েত ইউনিয়ন

গ) পোল্যান্ড

ঘ) পর্তুগাল 

উত্তর :– সোভিয়েত ইউনিয়ন

১০) কিউবা সংকট দেখা দেয় ?

ক) ১৯৫৫ সাল

খ) ১৯৬০ সাল

গ) ১৯৬২ সাল

ঘ) ১৯৭৫ সাল

উত্তর :– ১৯৬০ সাল

১১) একমেরু বিশ্বের প্রধান শক্তি হলো ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ)  চিন

গ) ইংল্যান্ড

ঘ) ফ্রান্স

উত্তর :– মার্কিন যুক্তরাষ্ট্র

১২) যে ঘটনার মধ্যে দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং একমেরু করনের জন্ম হয় , সেটি হলো ?

ক) সোভিয়েত ইউনিয়নের পতন

খ) কিউবা সংকটের অবসান

গ) কোরিয়া সংকট

ঘ) ইরাকের কুয়েত দখল

উত্তর :– সোভিয়েত ইউনিয়নের পতন

১৩) মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন ?

ক) নাসের

খ) টিটো

গ) সুকর্ন

ঘ) জহরলাল নেহরু

উত্তর :– নাসের

১৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল

ক) অক্ষশক্তি

খ) মিশ্রশক্তি

গ) NATO জোট

ঘ) ওয়ারশ জোট

উত্তর : –মিশ্রশক্তি

১৫) প্রথম বিশ্ব যুদ্ধ কবে শুরু হয়েছেছিল ?

ক) ১৯১৪ সালের ২৮ জুলাই

খ) ১৯১৪ সালের ২৭ জুলাই

গ) ১৯১৪ সালের ২৯ জুলাই

ঘ) ১৯১৪ সালের ৩৯ জুলাই

উত্তর :– ১৯১৪ সালের ২৮ জুলাই

১৬) প্রথম বিশ্ব যুদ্ধ কবে শেষ হয় ?

ক) ১৯১৯ সালের ২৫ জুন

খ) ১৯১৯ সালের ২৬ জুন

গ) ১৯১৯ সালের ২৭ জুন

ঘ) ১৯১৯ সালের ২৮ জুন

উত্তর :– ১৯১৯ সালের ২৮ জুন

১৭) মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় ?

ক) ১৯৩৫ সাল

খ) ১৯৩৬ সাল

গ) ১৯৩৭ সাল

ঘ) ১৯৩৮ সাল

উত্তর :– ১৯৩৭ সাল

১৮) বার্লিন অবরোধ কোন দেশ করে ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) সোভিয়েত ইউনিয়ন

গ) ব্রিটেন

ঘ) ফ্রান্স

উত্তর :– সোভিয়েত ইউনিয়ন

১৯) জজ মার্শাল কে ছিলেন ?

ক) মার্কিন রাষ্ট্রপ্রতি

খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী

গ) মার্কিন পররাষ্ট্র সচিব

ঘ)ব্রিটিশ প্রধানমন্ত্রী

উত্তর :– মার্কিন পররাষ্ট্র সচিব



No comments