হ্যালো বন্ধুরা , আমরা আজ থেকে শুরু করলাম বাড়িতে প্র্যাকটিস করার জন্যে কিছু প্রশ্ন PART "A"এবং PART "B" ভাগে ভাগ করে দেওয়া হবে এবং তোমরা সে গুলি বাড়িতে প্র্যাকটিস করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের অবশ্যই সাহায্য করবে আশা করি ।। ধন্যবাদ
PART - A
১) "কে বাঁচায় কে বাঁচে " গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের চরিত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ।
২) কি হয়েছে বাবু , কে এই প্রশ্নটি করেছিল ? কোন প্রসঙ্গে উল্লেখ করো ?
১) একটি তারা এখনো আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।
২) " রুপনারানের কূলে / জেগে উঠিলাম " - কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো ?
১) বুদ্ধিটা কি করে এল তা বলি । কোন বুদ্ধি এবং তা কীভাবে এল – নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো ।
২) আমার প্রতিভা এক্ষণ ও মরেনি - শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা । মন্তব্যটির তাৎপর্য লেখ ।
১) এত যে শুনি বাইজেন্টিয়াম , সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? কবির মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ।
২) বলী কান্ধারী র সঙ্গে সাক্ষাতে মর্দনার কি অভিজ্ঞতা হয়েছিল ?
১) চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ।
২) মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরনের পরিচয় দাও ?
১) বিভাজ্য ধ্বনি মূল ও অবিভাজ্য ধ্বনি মূলের তুলনামূলক আলোচনা করো ।
২) গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করো ?
১) বাংলা গানের সাহিত্যের ইতিহাসে মান্না দে এর অবদান আলোচনা করো ।
২) বাংলা চিত্রকলা সাহিত্যের ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর এর অবদান আলোচনা করো
৩) বাংলা গানের সাহিত্যের ইতিহাসে মৃণাল সেন এর অবদান আলোচনা করো
৪) বাংলা গানের সাহিত্যের ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসু এর অবদান আলোচনা করো ।
বাংলা রচনা
১) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২) নির্বাক জীবন
৩) বিতর্কের বিষয় - পাস ফেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত
৪) বেগম রোকেয়া
PART-2
১) নিখিলকে বার বার আসতে হয় । নিখিল আসে
ক) মৃত্যুর কাছে , ফুটপাতে
খ) মৃতুঞ্জয়ের বাড়িতে
গ) অফিসে
ঘ) রিলিফ সোসাইটিতে
২) সে সর্গসুখ পায় ভাতের স্পর্শে । - উচ্ছবের সর্গসুখ লাভের কারন
ক) বহুদিন সে ভাত খেতে পায়নি
খ) এত ভালো চালের ভাত সে আগে কখনো খায়নি
গ) প্রচন্ড খাটুনির পর সে একমুঠো ভাত পেয়েছিল
ঘ) ভাতই তার প্রথম পছন্দ
৩) সে অত্যন্ত ঘাবরে যায় । - উচ্ছবের ঘাবরে যাওয়ার কারন
ক) বুড়ো কর্তা হটাৎ মারা গেল
খ) রাস্তায় বেশ কয়েকটা গাড়ি সে দেখতে পেল
গ) বড়ো পিসিমার কান্নার শব্দ তার কানে এলো
ঘ) মন্দিরের চাতালের ছেলেরা তাকে ঘুম ভাঙিয়েছিল
৪) চৌকিদার কে খবর দেওয়া হলো । - চৌকিদার কে কেন খবর দেওয়া হলো
ক) বেওয়ারিশ লাশ নিয়ে তাদের সমস্যা হতে পারে
খ) দোকান বন্ধের নির্দেশ একমাত্র সেইই দিতে পারে
গ) দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছিল তাই
ঘ) রাস্তায় বুড়ি টি অজ্ঞান হয়ে পড়ে আছে তাই ।
৫) সংসারে তার নাকি মন নেই । – এ খানে যার কথা বলা হয়েছে , সে হলো
ক) মৃতুঞ্জয়
খ) মৃতুঞ্জয়ের স্ত্রী
গ) নিখিল
ঘ) নিখিলের স্ত্রী
৬) বিভাব নাটকের প্রেমের দৃশ্যে নৈপন্থে কি বেজেছিল ?
ক) পিয়ানো
খ) বেহালা
গ) হারমোনিয়াম
ঘ) বাঁশি
৭) বিভাব নাটকের যথাথ নাম যা হওয়ার উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো
ক) তামাশা
খ) অভাব
গ) প্রভাব
ঘ) অভাবিত
৮) নানা রঙ্গের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার পোশাক পড়েছিলেন , তিনি হলেন
ক) দিলদার
খ) শাজাহান
গ) ঔরঙজেব
ঘ) মানসিংহ
৯) রক্তের অক্ষরে কবি দেখেছিলেন
ক) শহীদের আত্মদান
খ) আপনার রূপ
গ) সত্যের মুল্য
ঘ) জীবনের প্রশান্তি
১০) শিকার কবিতায় দ্বিতীয় বার আগুন জ্বলেছিল কারন
ক) শরীর কে উম রাখার জন্য
খ) রাতের অন্ধকার কে ঘোচানোর জন্য
গ) হরিণের মাংস রান্নার জন্য
ঘ) বন্য পশুদের ভয় দেখানোর জন্য
১১) অলস সূর্য কি একে দেয় ?
ক) সৌর কিরণ
খ) আলোক রেখা
গ) আলোক স্তম্ভ
ঘ) ছায়া পথ
১২) আমি দেখি কবিতায় কবি যা দেখতে চান ?
ক) সবুজ
খ) মনোরম দৃশ্য
গ) সমুদ্রের ঢেউ
ঘ) অস্তমিত সূর্য
১৩) সেখানে কি সবাই প্রসদেই থাকত - কোথাকার কথা বলা হয়েছে ?
ক) লিমা
খ) বাইজেনটিয়াম
গ) ব্যাবিলন
ঘ) আটলান্টিস
১৪) ভারতবর্ষের বেতার সংক্রান্ত গবেষণার অগ্রদূত হলেন। -
ক) জগদীশ চন্দ্র বসু
খ) সত্যেন্দ্রনাথ বসু
গ) শিবচন্দ্র নন্দী
ঘ) শিশির কুমার মিত্র
১৫) শব্দ হলো চিন্তার উৎস বা জনক , এরূপ মনোভাব পোষণ করতো
ক) প্রাচীন রোমানরা
খ) প্রাচীন মিশরীয়রা
গ) প্রাচীন ভারতীয়রা
ঘ) প্রাচীন পারসিকরা
১৬) নিচের কোন রূপমূলটি মিশ্ররূপমূল ?
ক) পদ্মলোচন
খ) ছেলেমি
গ) গড়ন
ঘ) মহিলারা
১৭) বলী কন্ধারির জলের উৎস ছিল
ক) কুয়ো
খ) সমুদ্র
গ) ঝরনা
ঘ) সরোবর
১৮) রবীন্দ্রনাথের " সহজ পাঠ " গ্রন্থের অলংকরণ করেন
ক) জ্যোতিরিন্দ্রণাথ
খ) অবনীন্দ্রনাথ
গ) দিনেন্দ্রনাথ ঠাকুর
ঘ) নন্দলাল বসু ।
১) ওটা পাশবিক স্বার্থপরতা । কোন পাশবিক স্বার্থপরতার কথা বলা হয়েছে ?
২) ঝড় বৃষ্টির রাতে উচ্ছব কি কি খেয়েছিল ?
৩ ) সেই রাত্রে জীবনে প্রথম বুঝলাম – বক্তা কি বুঝেছিলেন ?
৪) বিভাব নাটকে অমর গাঙ্গুলীর কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন ?
৫) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন । এরূপ বলার কারন কি ?
৬) একটি তারা এখনো আকাশে রয়েছে । তারা টিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন ?
৭) এ খানে অসহ্য নিবিড় অন্ধকারে – এ খানে বলতে কোথাকার কথা বলা হয়েছে ?
৮) গাছ তুলে আনো বাগানে বসাও – কেন বাগানে গাছ বসাতে বলা হয়েছে ?
৯) সোনা ঝক ঝকে লিমা যারা বানিয়েছিল । – লিমা কি ?
১০) বাক্যতত্ব কাকে বলে ?
১১) ক্যানবেরী রূপমূল কি ?
১২) গল্পটা মনে পরলেই হাসি পেত । গল্প টা কি ?
উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন সেট পার্ট ১
Reviewed by Admin
on
May 27, 2019
Rating: 5
No comments