মীলের পদ্ধতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
দর্শন " মীলের পদ্ধতি " কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হলো । আশা করি এই প্রশ্ন ও উত্তর গুলি তোমাদের অবশ্যই সাহায্য করবে ।
প্রতিটি প্রশ্নের মান :- ১
১) পরীক্ষা মূলক পদ্ধতি কাকে বলে ?
উত্তর :– পরীক্ষা মূলক পদ্ধতি হলো সেইসব পদ্ধতি যা পযবেক্ষণ ও পরীক্ষণের ভীতিতে আলোচ্যর ঘটনার সঙ্গে যুক্ত বিষয় গুলিকে বর্জন করে এবং ঘটনার মধ্যে কার্য করন সমন্ধ স্থাপন করে ।
২) পরীক্ষা মূলক উপাদান গুলি কীসের উপর নির্ভর করে ?
উত্তর :– পরীক্ষা মূলক উপাদান গুলি নিভর করে উপসারন পদ্ধতির উপর ।
৩) উপসরনের কটি নিয়ম আমরা পাই ?
উত্তর :– উপসরনে আমরা ৩ টি নিয়ম পাই ।
৪) উপসরনের প্রথম নিয়মটি লেখো ?
উত্তর :– উপসরনের প্রথম নিয়মটি হলো পূর্ববতী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের কোনো হানি হয়ন , সে অংশটি কখনো কারন বা কারনের অংশ হতে পারে না ।
৫) উপসরনের প্রথম নিয়মটির উপর মিলের কোন পদ্ধতি টি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :– অন্বয়ী পদ্ধতি
৬) উপসরনের দ্বিতীয় নিয়মটি লেখো ?
উত্তর :– উপসরনের দ্বিতীয় নিয়মটি হলো – যে পূর্ববতী ঘটনাকে বাদ দিলে যে কার্যটি পরে যায় সেই পূর্ববতি ঘটনা সেই কার্যের কারন বা কারনের অংশ হবে ।
৭) উপসরনের দ্বিতীয় নিয়মটির উপর মিলের কোন পদ্ধতি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :– ব্যতিরেকি পদ্ধতি ।
৮) উপসরনের তৃতীয় নিয়মটি লেখো ?
উত্তর :– উপসরনের তৃতীয় নিয়মটি হলো – যদি কোনো এক বিশেষ অনুপাতে পূর্ববতী ঘটনা এবং পরবর্তীর ঘটনা হাস্র বৃদ্ধি ঘটাতে দেখা যায় , তাহলে ঘটনা দুটি কার্য কারন সম্পর্কে আবদ্ধ হবে ।
৯) উপসরনের তৃতীয় নিয়মটির উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :– সহ পরিবর্তন পদ্ধতি ।
১০) মিলের কয়টি পদ্ধতি ও কি কি ?
উত্তর :– ৫ টি
১) অন্বয়ী পদ্ধতি
২) ব্যতিরেকি পদ্ধতি
৩) অন্বয়ী – ব্যতিরেকি পদ্ধতি
৪) সহ পরিবর্তন পদ্ধতি
৫) পরিশেষ পদ্ধতি
১০) অন্বয়ী পদ্ধতিকে পযবেক্ষণ মূলক পদ্ধতি বলা হয় কেনো ?
উত্তর :– অন্বয়ী পদ্ধতি পযবেক্ষনের সাহায্যে দৃষ্ঠাঙ্গ সংগ্রহ করা হয় এবং সেই দৃষ্ঠাঙ্গ ভঙ্গিতে টানা হয় তাই অন্বয়ী পদ্ধতি কে পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয় ।
১১) ব্যতিরেকি পদ্ধতির উপসারনের ফলে কি দোষ হয় ?
উত্তর :– কাকতালীয় দোষ ।
১২) সহ পরিবর্তন পদ্ধতি কয় প্রকার হতে পারে ?
উত্তর :– ২ প্রকার
ক) প্রত্যক্ষ পরিবর্তন ।
খ) বিপরীত পরিবর্তন ।
পরিশেষে পদ্ধতি
ReplyDeleteমিলের ৪ টি পদ্ধতির অপর নাম কী কী ?
ReplyDelete