উচ্চ মাধ্যমিক বাংলা ২০১৫ প্রশ্ন পত্র
বিভাগ :- " ক " নাম্বার ৫০
১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :
১.১) " মৃতুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় ।" মৃতুঞ্জয়কে ? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন ?
১.২) " শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল ।" - কার কথা বলা হয়েছে ? সে " ক্রমশ আবছা হয়ে গেল " কেন ?
২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :
২.১) " সে কখনো করেনা বঞ্চনা " - কে , কখনও বঞ্চনা করে না ? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন ?
২.২) " ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কীসের ক্লান্ত দুঃখ স্বপ্ন ।" - কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃখ স্বপ্ন হানা দেয় কেন ?
৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :
৩.১) " আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ' অভাব নাটক ' ।" - অভাবের চিত্র " বিভাব " নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো ?
৩.২) " নানা রঙ্গের দিন " নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো ।
৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :
৪.১) ".... সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ? " - রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল ? এই প্রশ্নের মাধ্যমের বক্তা কি বলতে চেয়েছেন ?
৪.২) " গল্পটা আমাদের স্কুলে শোনা না হলো ।" গল্পটা কি ? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল ?
৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :
৫.১) "..... আর একরকমের প্রথা আছে - নানকার প্রথা ।" - নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল ? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল ?
৫.২) " গায়ের লোক ঠাট্টা করে বলে - ছোট্ট সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত ।" - সাধু কে ? " মেঘের গায়ে জেলখানায় " সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো ।
৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও :
৬.১) শব্দাথ পরিবর্তনের ধারা গুলি উল্লেখ করে যে - কোনো দু ' টি ধারার উদাহরণ সহ পরিচয় দাও ।
৬.২) মুন্ড মাল শব্দ কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ?
৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :
৭.১) বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
৭.২) বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
৭.৩) বাংলার সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
৭.৪) বাঙালির ক্রিরা ঐতিহ্য ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল ? এই পর্যায়ের ফুটবলের সঙ্গে কোন বিখাত ব্যাক্তিত্বের নাম জড়িয়ে আছে ? বাংলার ফুটবলের কোন ঘটনা কীভাবে ভারতের জাতীয় বাদী আন্দোলন কে উজ্জীবিত করেছিল ?
৮) যে কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করো ।
রচনা
৮.১) ভ্রমণের মূল্য
৮.২) শক্তির সাধনে মানুষ
৮.৩) বিতর্কের বিষয় :- " আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য
৮.৪) বেগম রোকেয়া ( জীবনী মূলক রচনা )
No comments