উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৫ প্রশ্ন পত্র
উচ্চ মাধ্যমিক ইতিহাস ২০১৫
ইতিহাস
বিভাগ :- " ক " নাম্বার ৪০
যে কোনো পাঁচ টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )
খন্ড - ক
১) মিথ ( উপকথা ) ও লিজেন্ড ( পুরাকাহিনি ) বলতে কি বোঝো ? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ?
২) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন - লেলিনের তত্ত্ব আলোচনা করো ।
৩) ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি কি ছিল ? এই বাণিজ্যের অবসান কেন ঘটে ?
অথবা
পলাশী ও বক্ষারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো ।
৪) ভারতের সমাজ সংস্কার হিসেবে রাম মোহনের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
খন্ড - খ
৫) মন্তেগু - চেমসফর্ড সংস্কার আইনের ( ১৯১৯ ) সমালোচনা মূলক আলোচনা করো ।
৬) হো - চি - মিনের নৃতত্ত্ব ভিয়েতনামের মুক্তি যুদ্ধের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও ।
৭) সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল ?
অথবা
সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখা করো ? এই সংকটের ভারতের ভূমিকা কি ছিল ?
৮) স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো ।
No comments