Breaking News

উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৮ প্রশ্ন পত্র



                            উচ্চ মাধ্যমিক ২০১৮
                                  ইতিহাস


বিভাগ :- " ক "                                         নাম্বার ৪০
যে কোনো পাঁচ টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )
                    খন্ড - ক

১) অতীত স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথা ভূমিকা আলোচনা করো ।

২) ঔ পনিবেশিক  সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ।

৩) নানকিং- এর সন্ধি ও তিয়েতসিনের সন্ধির মূল শর্ত গুলি আলোচনা করো ।

                      অথবা

ঔ পনিবেশিক  ভারতে অব শিল্পয়নের কারণ ও ফলাফল ব্যাখা করো ।

৪) বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো । এর সীমাবদ্ধতা কি ছিল ?


                       খন্ড - খ

৫) রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল ? গান্ধীজি কে এই আইনের বিরোধিতা করেছিলেন ?

৬) ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো ।

৭) সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

                    অথবা

পূর্ব ইউরোপের সভিয়েতিকরনের উদ্দেশ্যে কি ছিল ? বিভিন্ন দেশে এর প্রভাব পড়েছিল ?

৮) অব ঔ পনিবেশিকরন বলতে কি বোঝায় ? এর সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য ব্যাখা করো ।

No comments