Breaking News

উচ্চমাধ্যমিক ইতিহাস ২০১৯ প্রশ্ন পত্র



                     উচ্চ মাধ্যমিক ২০১৯
                                 ইতিহাস


বিভাগ :- " ক "                                     নাম্বার ৪০
যে কোনো পাঁচ টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে দুটি প্রশ্নের উত্তর আবশ্যক )

                  খন্ড - ক

১) মিউজিয়ামের ( জাদুঘরের ) প্রকার ভেদ আলোচনা করো ।

২) উপনিবেশবাদ বলতে কি বোঝো ? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিধারন করো ।

৩) ভারতের রেল পথ প্রবর্তনের উদ্দেশ্যে ও প্রভাব আলোচনা করো ।

                   অথবা

কেন্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কি ছিল ? এই
বাণিজ্য অবসান কেন ঘটে ?

৪) সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায় - এর অবদান মূল্যায়ণ করো ।




                খন্ড - খ

৫) লকন্য চুক্তির শর্তাবলী উল্লেখ করো ? এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ?

৬) ১৯৪৬ - এর নৌবিদ্রহের কারণ ও তাৎপর্য লেখো ?

৭) ১৯৫০ - এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো ।

                    অথবা

ট্রুম্যান নীতি ও মার্শাল সংক্ষেপে আলোচনা করো ।

৮) বাংলাদেশের মুক্তি যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও । এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল ?





No comments