Breaking News

উচ্চমাধ্যমিক দর্শন ২০১৭ প্রশ্ন পত্র




                  উচ্চ মাধ্যমিক ২০১৭
                          দর্শন


বিভাগ :- " ক "                                     নাম্বার ৪০
১) আবর্তন বচন বলতে কি বোঝো ? বচন এবং
বাক্যের মধ্যে পার্থক্য কি ? নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা কি বোঝো ?

                     অথবা

নিচের বাক্য গুলিকে তর্ক বিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো ও কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো :

i) কোন অসৎ মানুষ নেই ।

i i ) সৎ ব্যাক্তিরা সর্বদা সুখী হয় না ।

iii) বৃত্ত কখন ও ত্রিভুজ হয়না  ।

iv) কেবল মাত্র ছাত্ররাই বিত্তির জন্য আবেদন করতে পারে ।


২) অমাধ্যম অনুমান কি ? দৃষ্টান্ত সহ কারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখা করো ।


                       অথবা


আবর্তন কি ? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে  পার্থক্য করো ।

নিম্নলিখিত বাক্য গুলির বিবর্তন করো :

i) কোনো ছাত্রই নাটকে অংশ গ্রহণ করতে পারবেনা ।

ii) সব বিজ্ঞানীরা সৎ নয় ।

iii) সব ভালো যার শেষ ভালো ।

iv) খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয় ।

৩) নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ সংক্ষিপ্ত টিকা লেখো

i) নিরপেক্ষ ন্যায় ।

ii) চতুষ্পদ ঘটিত দোষ ।

৪) মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো : সংজ্ঞা,আকার, দৃষ্টান্ত,সুবিধা , অসুবিধা ।

৫) সংক্ষিপ্ত টিকা লেখো :

i) সহকারণকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ জনিত দোষ ।

ii) বহুকারণবাদ ।



3 comments:

  1. বৃত্ত কখনো ত্রিভুজ হয় না ৷

    ReplyDelete
    Replies
    1. কোনো বৃত্ত নয় ত্রিভুজ ৷

      Delete