Breaking News

উচ্চমাধ্যমিক দর্শন ২০১৮ প্রশ্ন পত্র





                        উচ্চ মাধ্যমিক ২০১৮
                                    দর্শন 


বিভাগ :- " ক "                                         নাম্বার ৪০
১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয় ) ৮×৫ = ৪০

A)  নিরপেক্ষ বচন বলতে কি বোঝো ? উদহারন সহ যোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও । বচনের সংযোজকের কাজ কি ?

                     অথবা

নিম্নলিখিত বাক্য গুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুন ও পরিমাণ উল্লেখ করো ।

i) কেবল পরিশ্রমীরাই সফল হয় ।

ii) শিশুরা ছাড়া আর কেউ সরল নয় ।

iii) অসৎ ব্যাক্তিরা কদাচিৎ সুখী হয় ।

iv) বৃত্তাকার বর্গ ক্ষেত্র নেই ।

B) আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো । ' O' বচনের আবর্তন সম্ভব নয় কেন ? কোনো ক্ষেত্রে কি ' A ' বচনের সরল আবর্তন সম্ভব ? আলোচনা করো ।

                         অথবা

বিবর্তন কাকে বলে ? বিবর্তনের গুন ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো ।

নিম্নলিখিত বাক্য গুলিকে আবর্তন করো :
i) সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক ।
ii) সাদা বাঘ আছে ।
iii) লাল সাদা নয় ।
iv) চকচক করে এমন সকল বস্তু সোনা নয় ।

C) নিম্নলিখিত যুক্তি গুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো । প্রত্যেকটির বৈধতা বিচার করো ।

i) সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরাই সর্বদা কাপুরুষ ।

ii) তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন । একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন ।

                      অথবা

নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ কারে সংক্ষিপ্ত টিকা লেখো :

i) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান

ii) নিরপেক্ষ ন্যায় সাধ্য পদ , পক্ষ পদ এবং হেতু পদের কাজ ।

D) মিলের সংযুক্ত পদ্ধতি টি আলোচনা করো : আকার , সংজ্ঞা , দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা ।

E) টিকা লেখো : i) মন্দ উপমা

 ii)  আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে  গণ্য করা জনিত দোষ ।



6 comments:

  1. মিলের সহপরিবর্তন পদ্ধতি সংজ্ঞা,আকার, দৃষ্টান্ত,সুবিধা(দুটি),অসুবিধা(দুটি)ব্যাখ্যা কর।

    ReplyDelete
  2. উপরের PDF পাওয়া জাবে...

    ReplyDelete