Breaking News

কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের মৃত্যুঞ্জয় চরিত্র পর্যালোচনা ক




মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় একজন সৎ মধ্যবিত্ত চাকুরীজীবী । নিরীহ, শান্ত, দরদি , ভালো, মানুষ এই যুবকটি চারপাশের মধ্যে এখনো বুকের  ভেতরে পুষে রাখে আদর্শবাদের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য ।

মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে আকমক্ষিকভাবে দেখে ফেলে   ফুটপাতের অনাহারে মৃত্যুর দৃশ্য।দুর্ভিক্ষের সময় এমন দৃশ্য খুব স্বাভাবিক হলেও আবেগপ্রবণ মৃত্যুঞ্জয় এই দৃশ্যে দেখে  প্রচন্ড আঘাত পায়। তারপর থেকে সে ক্রমে ক্রমে  ভিতরে-বাইরে পাল্টে দিতে শুরু করে। অপরাধবোধে  সস্ত্রীক  মৃত্যুঞ্জয় এক বেলা না খেয়ে সে খাবার বিলিয়ে দেই দুর্ভিক্ষপীড়িত দের  মধ্যে। এমনকি মাসের  পুরো মাইনেটা সে ত্রাণ তহবিলে দান করে দেয় ।  কিন্তু অচিরেই বুঝতে পারে যে যথা সর্বস্ব দান করলেও অনাহারী মানুষগুলো কিছু মাত্র ভালো করতে পারবে না সে এরপর তাই সে অন্য প্রার্থীদের ভিড়ে  ঘুরতে ঘুরতে এক সময় তাদেরই একজন হয়ে যায় । অফিসে এবং তারপর বাড়িতে যাওয়াও বন্ধ করে দেয় সে । ছেড়া ন্যাকড়া পরে খালি গায়ে শেষ সে অনাহারীদের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে এবং লঙ্গরখানার  খিচুড়ি কারাকারি করে খেতে শুরু করে ।


সুতরাং , মৃত্যুঞ্জয় চরিত্রটি দুর্ভিক্ষ পীড়িত মানুষদেরপ্রতিবাদে, প্রতিরোধ বা সংগ্রামে উদ্বুদ্ধ করতে না পারলেও   সে যে মধ্যবিত্তের খোলস ত্যাগ  করে সর্বহারা শ্রেণীর মধ্যে বিলীন হতে পেরেছে এটাও  কম কৃতিত্বের নয় ।

No comments