রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৩
১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।
১) বিশ্বায়নের প্রতিক্রিয়া ও ফলাফল আলোচনা করো ?
২) উদারনীতি বাদের তিনটি ধারা বলতে কি বোঝায় ? সার্বিক উদারনৈতিক মতবাদের মূল বৈশিষ্ট্য সমুহ আলোচনা করো ?
৩) ভারতের উপরাষ্ট্রপ্রতি পদ প্রার্থী র যোগ্যতা বলী , নির্বাচন পদ্ধতি ও কার্য কাল বিষয়ে সংক্ষেপে আলোচনা করো ? তার ক্ষমতা ও পদ মর্যাদা বিবরণ দাও ?
৪) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।
৫) লোক আদালত বলতে কি বোঝায় ? সাধারন আদালতের সঙ্গে এর পার্থক্য কোথায় ? লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো ।
PART - B
১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।
১) এক মেরু বিশ্বের নিয়ন্ত্রক শক্তি হলো ?
ক) চিন
খ) ফ্রান্স
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) ইংল্যান্ড ।
২) ট্রুম্যান নীতি ঘোষিত হয় ?
ক) ১৯৪৯ সালে
খ) ১৯৪৭ সালে
গ) ১৯৫৫ সালে
ঘ) ১৯৬১ সালে ।
৩)একটি নিরপেক্ষ দেশ হলো ?
ক) ফ্রান্স
খ) মিশর
গ) অস্ট্রিয়া
ঘ) বাংলাদেশ ।
৪) প্রথম জোটনিরপেক্ষ শিষ সম্মেলন হয় ?
ক) নতুন দিল্লিতে
খ) কলম্বোতে
গ) বেলগ্রেড
ঘ) কায়রোতে ।
৫) " The Making Of Foreign Policy " গ্রন্থের লেখক হলেন ?
ক) মার্শাল
খ) মোগেনথাউ
গ) জোসেফ ফ্রাঙ্কেল
ঘ) হাটম্যান ।
৬) তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় ?
ক) ভারত - পাকিস্থানের মতো
খ) ভারত - চীনের মধ্যে
গ) ভারত - রাশিয়ার মধ্যে
ঘ) ভারত - বাংলাদেশের মধ্যে ।
৭) জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল ?
ক) ৫ বছর
খ) ৭ বছর
গ) ৮ বছর
ঘ) ৯ বছর ।
৮) জাতিপুঞ্জ গঠিত হয় ?
ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫৫ সালে ।
৯) আন্তজার্তিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা ?
ক) ৭ জন
খ) ৯ জন
গ) ১০ জন
ঘ) ১৫ জন ।
১০) আন্তজার্তিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) ভিয়েনাম
খ) লন্ডনে
গ) হেগ শহরে
ঘ) জেনেভায় ।
১১) ক্ষমতা সতন্ত্রীকরন নীতির প্রবক্তা হলেন ?
ক) হবস
খ) মার্কস
গ) মন্টেস্কু
ঘ) হেগেল ।
১২) মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার উচ্চকক্ষ হলো ?
ক) লড সভা
খ) ডুমা
গ) সেনেট
ঘ) কমন্স সভা ।
১৩) একটি রাজতান্ত্রিক দেশ হলো ?
ক) চিন
খ) ব্রিটেন
গ) পাকিস্থান
ঘ) রাশিয়া ।
১৪) " বিশ্বের আইনসভা গুলির জননী " বলা হয় ?
ক) ব্রিটিশ পার্লামেন্ট কে
খ) মার্কিন কংগ্রেসকে
গ) ফরাসী পার্লামেন্ট কে
ঘ) চীনের জাতীয় গণ কংগ্রেস কে ।
১৫) বিচারগণ জনগণের দ্বারা নির্বাচিত হন ?
ক) ফিনল্যান্ডে
খ) সুইজারল্যান্ডে
গ) অকল্যান্ডে
ঘ) নিউজিল্যান্ডে ।
১৬) ভারতের নিয়ম তান্ত্রিক শাসক প্রধান হলেন ?
ক) পার্লামেন্ট
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপ্রতি
ঘ) উপ রাষ্ট্রপ্রতি ।
১৭) ভারতের রাষ্ট্রপ্রতি কে অপসরণ করেন ?
ক) আইন বিভাগ
খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) যৌথ আইনসভা ।
১৮) সেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন ?
ক) রাষ্ট্রপ্রতি
খ) প্রধানমন্ত্রী
গ) রাজ্যপাল
ঘ) মুখ্যমন্ত্রী ।
১৯) রাষ্ট্রপ্রতি লোকসভায় ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত করেন ?
ক) ২ জন
খ) ৫ জন
গ) ৬ জন
ঘ) ১২ জন ।
২০) ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ?
ক) উপ রাষ্ট্রপ্রতি
খ) রাষ্ট্রপ্রতি
গ) স্পিকার
ঘ) প্রধানমন্ত্রী ।
২১) জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন ?
ক) জেলাশাসক
খ) সভাপতি
গ) সভাধিপতি
ঘ) জেলা জজ ।
২২) পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিক হলেন ?
ক) প্রধান
খ) সভাপতি
গ) বি. ডি.ও
ঘ) এস. ডি.ও ।
২৩) কে. এম .সি - এর বর্তমান ওয়ার্ড সংখ্যা কত ?
ক) ১৪১
খ) ১৪২
গ) ১৪৩
ঘ) ১৪৪ ।
২৪) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ?
ক) প্রধান
খ) এস. ডি.ও
গ) বি. ডি.ও
ঘ) সভাধিপতি ।
২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও
১) জোট নিরপেক্ষ আন্দোলন কোন নীতির ভিত্তি অনুসরণে হয়েছে ?
২) সার্ক - এর বর্তমান সদস্য সংখ্যা কত ?
৩) CENTO কত সালে প্রতিষ্ঠিত হয় ?
৪) ঠান্ডা যুদ্ধের অবসান কবে ঘটে ?
৫) তেহেরান চুক্তি কত সালে হয়েছিল ?
৬) সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোট কোনটি ?
৭) দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভার সপক্ষে একটি যুক্তি দাও
৮) নাম সবর্শ শাসক বলতে কি বোঝ ?
৯) রাষ্ট্রপ্রতির নির্বাচনে কারা ভোট দিতে পারেন ?
১০) মন্ত্রিসভায় কে সভাপতিত্ব করেন ?
১১) কলকাতা পৌর নিগমের আয়ের দুটি উৎস কি কি ?
১২) পঞ্চায়েত ব্যাবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?
১৩) গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস কি কি ?
১৪) CTBT- এর পুরো কথাটি কি ?
১৫) IAS- এর পুরো কথাটি কি ?
১৬) UNESCO - এর পুরো কথাটি কি ?
No comments