রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৪
১) শক্তি বা ক্ষমতা বলতে কি বোঝায় ? ক্ষমতার উপাদান গুলি আলোচনা করো ?
২) জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও ? একটি রাষ্ট্রের বিদেশনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো ?
৩) গান্ধীবাদ বলতে কি বোঝায় ? গান্ধীবাদের মূলনীতি অহিংসার মূল্যায়ণ করো ।
৪) জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা বিশ্লেষণ করো ।
৫) ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।
১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।
১) " ওয়ারশ চুক্তি " স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৫৫ সাল.
খ) ১৯৫৪ সাল
গ) ১৯৫৬ সাল
ঘ) ১৯৫২ সাল ।
২) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয় ১৯৬১ সালে ?
ক) বান্দুং
খ) জাকাতায়
গ) আলজিয়াসে
ঘ) বেলগ্রেড ।
৩) দাঁতাত শব্দের অর্থ কী ?
ক) উতেজনা প্রশমন
খ) উতেজনা বৃদ্ধি
গ) অস্ত্র প্রতিযোগিতা
ঘ) অস্ত্র সংরক্ষণ ।
৪) বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় ?
ক) ১৯৯৬ সালে
খ) ১৯৯৮ সালে
গ) ২০০২ সালে.
ঘ) ১৯৮০ সালে ।
৫) ভারতের "No First Strike " - এর পরমাণুনীতির প্রধান রূপকার হলেন ?
ক) নেহেরু
খ) অটলবিহারী বাজপেয়ারি
গ) ইন্দিরা গান্ধী.
ঘ) রাজীব গান্ধী ।
৬)SAARC কত সালে গঠিত হয় ?
ক) ১৯৮৫ সালে
খ) ১৯৯৬ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৮৩ সালে ।
৭) আন্তজার্তিক বিচারালয়ের সদস্য সংখ্যা হল ?
ক) ১৬টি
খ)৯ টি
গ) ১৫টি
ঘ) ৭ টি ।
৮) জাতিপুঞ্জের সাধারনসভায় সদস্য সংখ্যা হল ?
ক) ১৯০
খ)১৯১
গ)১৯৩.
ঘ) ১৯৪ ।
৯) আন্তজার্তিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় রয়েছে ?
ক) লন্ডনে
খ) নীউইয়র্কে
গ) হেগ শহরে
ঘ) ওয়াশিংটন ।
১০) সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণা হয় ?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫০ সালে ।
১১) ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন ?
ক) রাষ্ট্রপ্রতি
খ) প্রধানমন্ত্রী
গ) উপরাষ্ট্রপ্রতি
ঘ) রাজ্যপাল ।
১২) " সমপযায়ভুক্ত ব্যাক্তিদের মধ্যে অগ্রগণ্য " হলেন ভারতের ?
ক) রাষ্ট্রপ্রতি
খ) প্রধানমন্ত্রী
গ) উপরাষ্ট্রপ্রতি
ঘ) স্পিকার ।
১৩) " সরকারের উৎকষ বিচারের ক্ষেত্রে বিচার বিভাগের কমকুশলতা অপেক্ষা অধিকতর উপযোগী মানদন্ড আর নেই " বলেছেন - ?
ক) গেটেল
খ) গনার
গ) লডব্রাইস
ঘ) লেষ্কি ।
১৪) উপরাষ্ট্রপ্রতিকে অপসারন করার প্রস্তাব আসতে পারে ?
ক) লোকসভা এককভাবে.
খ) রাজ্যসভা এককভাবে
গ) পার্লামেন্ট এককভাবে.
ঘ) বিধানসভা এককভাবে ।
১৫) বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়াড সংখ্যা হল ?
ক) ১৪১.
খ) ১৪২
গ) ১৪৩
ঘ) ১৪৪ ।
১৬) পঞ্চায়েত ব্যাবস্থার সর্বোচ্চস্তর হলো ?
ক) পঞ্চায়েত সমিতি
খ) জেলা পরিষদ
গ) গ্রাম পঞ্চায়েত.
ঘ) গ্রাম সংসদ ।
১৭) পঞ্চায়েত সমিতির কর্মকর্তা হলেন ?
ক) সভাধিপতি.
খ) সহ - সভাধিপতি
গ) সভাপতি.
ঘ) প্রধান ।
১৮) নব নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ?
ক) প্রধান
খ) সভাপতি
গ) বি . ডি.ও.
ঘ) এস. ডি.ও ।
১৯) ক্ষমতা - সতন্ত্রীকরন নীতি টিকে স্বাধীনতার রক্ষাকবচ বলে মেনে নিতে রাজি নন ?
ক) সেকইন খ) লেকি
গ) দ্রুগুই ঘ) কেদা ।
২০) ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি ?
ক) রাজ্য সভা
খ) লোকসভা
গ) আইনসভা
ঘ) বিধানসভা ।
২১) ভারতের সর্বোচ্চ আপিল আদালত হল ?
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদলত
ঘ) ক্রেতা সুরক্ষা আদালত ।
২২) রাজ্যর সর্বোচ্চ আদালত হলো ?
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদালত
ঘ) ক্ষেতা সুরক্ষা আদালত ।
২৩) সুয়েজ সংকট দেখা দেয় যে বছর
ক) ১৯৫০ সাল
খ) ১৯৫২ সাল
গ) ১৯৫৬ সাল
ঘ) ১৯৬০ সাল ।
২৪) সেচ্ছাদিন ক্ষমতা কে ভোগ করেন ?
ক) মুখ্যমন্ত্রী
খ) রাজ্য পাল
গ) রাষ্ট্রপ্রতি
ঘ) প্রধানমন্ত্রী ।
২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।
১)" ঠান্ডা লড়াই হলো গরম শান্তি " কে বলেছেন ?
২) মাশাল পরিকল্পনার উদ্দেশ্যে কি ছিল ?
৩) SAFTA -এর পুরো নাম কি ?
৪)SAARC -এর একটি উদ্দেশ্যে লেখো ?
৫) পঞ্চশীল নীতির ২টি নীতি উল্লেখ করো ?
৬) সাধারন সভার একটি কাজ উল্লেখ করো ?
৭) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন ?
৮) ভিটো বলতে কি বোঝায় ?
৯) মহাসচিবের একটি কাজ উল্লেখ করো ?
১০) ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
২) মাশাল পরিকল্পনার উদ্দেশ্যে কি ছিল ?
৩) SAFTA -এর পুরো নাম কি ?
৪)SAARC -এর একটি উদ্দেশ্যে লেখো ?
৫) পঞ্চশীল নীতির ২টি নীতি উল্লেখ করো ?
৬) সাধারন সভার একটি কাজ উল্লেখ করো ?
৭) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন ?
৮) ভিটো বলতে কি বোঝায় ?
৯) মহাসচিবের একটি কাজ উল্লেখ করো ?
১০) ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
১১) রাষ্ট্রপতি কখন অডিনান্স জারি করতে পারেন ?
১২) গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় ?
১৩) মেয়র কিভাবে নির্বাচিত হন ?
১৪) পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলের তিনটি কৃতপক্ষ কি কি ?
১৫) " বিচার প্রণীত আইন " বলতে কি বোঝায় ?
১৬) WHO - এর পুরো নাম কি ?
No comments