Breaking News

দ্বিতীয় বিশ্ব যুদ্ধ এবং উপনিবেশ সমুহ MCQ প্রশ্ন উত্তর






প্রতি প্রশ্নের মান :–১


১) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের বড়ােলাট
 লিনলিথগাের ব্রিটেনের পক্ষ অবলম্বনের প্রস্তাবের
 ব্যাপারে কংগ্রেস শর্ত দেয় — ?

 ক) ২টি

 খ) ৪টি

গ) ৬টি

ঘ)  ৮টি

উত্তর:- ২টি



২) ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে ‘ দুর্ভাগ্যজনক প্রস্তাব
আখ্যা দিয়েছিলেন —

ক)  সুভাষচন্দ্র বসু ।
খ) মােহনদাস করমচাঁদ গান্ধি ।
গ) জওহরলাল নেহরু ।
ঘ) বি . আর . আম্বেদকর

উত্তর:- মােহনদাস করমচাঁদ গান্ধি ।


৩) “ ক্লিপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের
ওপর ফেল - পড়া এক চেক কাটার শামিল । ” এই
উক্তিটি করেন  ?

ক) গান্ধিজি

খ) নেতাজি

গ) স্বামীজি

ঘ) জওহরলাল নেহরু


উত্তর:- গান্ধিজি


৪) “ করেঙ্গে ইয়া মরেঙ্গে । ” গান্ধিজির এই উক্তিটি যুক্ত
ছিল — ?


ক ) খিলাফৎ আন্দোলনে

খ) অসহযােগ আন্দোলনে

গ) আইন অমান্য আন্দোলনে

ঘ) ভারত ছাড়াে আন্দোলনে


উত্তর:- ভারত ছাড়াে আন্দোলনে



৫) “ ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও , না হলে তাকে
নৈরাজ্যের হাতে ছেড়ে চলে যাও । ” এই উক্তিটি
গান্ধিজি যে পত্রিকায় উল্লেখ করেন তা হল ?

 ক) যুগান্তর পত্রিকায়

খ) বন্দেমাতরম্ পত্রিকা

 গ) হরিজন পত্রিকা

ঘ) স্টেটসম্যান পত্রিকা


উত্তর:- হরিজন পত্রিকা



৬)  ভারত ছাড়াে আন্দোলন চলাকালে =মেদিনীপুরের মেটি
তমলুকে বিক্ষোভ দেখানাের সময় পলিশের পুলিশের  গুলিতেশহিদ হন ?

 ক) মাতঙ্গিনী হাজরা

খ) বীণা দাস

গ) কল্পনা চৌধুরি ।

ঘ) শ্ৰীমতী অ্যানি বেসান্ত


উত্তর:- মাতঙ্গিনী হাজরা


৭)  “ সুভাষচন্দ্র , বাঙালি কবি আমি , বাংলাদেy । হয়ে
তােমাকে দেশনায়কের পদে বরণ করি । ” ” এই এই উক্তিটি করেছেন ?

ক)
 রবীন্দ্রনাথ ঠাকুর

খ ) দ্বিজেন্দ্রলাল রায়

গ) অন্নদাশঙ্কর রায় ।

ঘ)  উপেন্দ্রকিশাের রায়চৌধুরি



উত্তর:-রবীন্দ্রনাথ ঠাকুর


৮)  সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন  ?

ক) ১৯৪০ খ্রি . ১৭ জানুয়ারি

খ) ১৯৪০ খ্রি . ২ জুলাই

গ) ১৯৪১ খ্রি . ১৭ জানুয়ারি

ঘ) ১৯৪১ খ্রি . ২ জুলাই



উত্তর:- ১৯৪১ খ্রি . ১৭ জানুয়ারি ।


৯)  সুভাষচন্দ্র বার্লিনে ‘ ফ্রি ইন্ডিয়া সেন্টার ’ গঠনকরেন —

ক) ১০ জন ভারতীয়কে নিয়ে

খ) ১৫ জন ভারতীয়কে নিয়ে

গ)২০ জন ভারতীয়কে নিয়ে

ঘ) ২৫ জন ভারতীয়কে নিয়ে


উত্তর:- ২০ জন ভারতীয়কে নিয়ে ।


১০)  সুভাষচন্দ্র গান্ধিজির সমর্থিত প্রার্থী পউভি
সীতারামাইয়াকে সভাপতি পরাজিত করে জাতীয় কংগ্রেসের
হন —


ক) হরিপুরা অধিবেশনে

খ) ত্রিপুরি অধিবেশনে

 গ) লাহাের অধিবেশনে

ঘ)  কলকাতা অধিবেশনে


উত্তর:- ত্রিপুরি অধিবেশনে



১১)  ব্রিটিশ সরকারের চোখে ধুলাে দিয়ে নেতাজি
দেশত্যাগ করেন —


ক) জিয়াউদ্দিনের ছদ্মবেশে

খ) মইনুদ্দিনের ছদ্মবেশে

 গ) আলাউদ্দিনের ছদ্মবেশে

 ঘ) সফিউদ্দিনের ছদ্মবেশে


উত্তর:- জিয়াউদ্দিনের ছদ্মবেশে




১২)  অন্তর্বর্তী সরকারের মন্ত্রীসভার সদস্য ছিল

 ক) ৮ জন

খ) ১০ জন

গ) ১২ জন

ঘ) ১৮ জন


উত্তর:- ১২ জন



১৩)  “ যখনই প্রস্তাবগুলি আমি প্রথম পড়লাম , আমি
ভীষণভাবে হতাশ হয়েছিলাম ” — ক্রিপস প্রস্তাবপ্রসঙ্গে এই ব্যক্তব্যটি কে বলেন ?


ক) জওহরলাল নেহরু

খ) বল্লভভাই প্যাটেল

গ) আবুল কালাম আজাদ

 ঘ) মহম্মদ আলি জিন্না



উত্তর:- জওহরলাল নেহরু


১৪) প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন
  ?


ক) মৌলানা আবুল কালাম আজাদ

খ) মহম্মদ আলি জিন্না

গ) আগা খা

ঘ) আবদুল রসুল



 উত্তর:- মহম্মদ আলি জিন্না


১৫)  “ দেশভাগ হল এক দৈব দুর্বিপাক | ” এই উক্তিটি
করেন —

 ক) মৌলানা আবুল কালাম আজাদ

খ)  মহাত্মা গান্ধিজি

গ) জওহরলাল নেহরু

ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল



উত্তর:- মৌলানা আবুল কালাম আজাদ


১৬)  সিমলা বৈঠকে আলােচিত হয় —--------- ?


 ক) মাউন্টব্যাটেন পরিকল্পনা

খ)  বলকান পরিকল্পনা

গ) ওয়াভেল পরিকল্পনা

 ঘ) লিনলিথগাে পরিকল্পনা


উত্তর:- ওয়াভেল পরিকল্পনা


১৭)  মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারতবিভক্ত হয় ও ভারত স্বাধীনতা পায় —

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট


 ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ আগস্ট



উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট




১৮)  মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত
বিভক্ত হয় ও পাকিস্তান স্বাধীনতা পায় —

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

 খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট

ঘ)  ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ আগস্ট



উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট



১৯)  গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ?


ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর

খ)১৯৪৬ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর

গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর

ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর


উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর



২০) গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচিত হন ?

ক) চক্রবর্তী রাজাগােপালাচারী

খ) কৃয়স্বামী আয়ার

গ) ড . রাজেন্দ্র প্রসাদ

 ঘ) জি . ভি . মাভলঙ্কর


উত্তর:- ড . রাজেন্দ্র প্রসাদ ।



২১)  গণপরিষদের প্রথম অধিবেশন বসে — 

ক) দিল্লিতে

খ)  কলকাতায়

 গ) বােম্বাইতে

ঘ)  মাদ্রাজে


উত্তর :- দিল্লিতে


 ২২)  স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ?

ক) বল্লভভাই প্যাটেল

 খ) ড . রাজেন্দ্র প্রসাদ

গ) মৌলানা আবুল কালাম আজাদ


ঘ) সর্বপরি রাধাকৃয়াণ নির্বাচিত হন


উত্তর:-ড . রাজেন্দ্র প্রসাদ



২৩) স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হন ?

ক) জওহরলাল নেহরু

খ) বল্লভভাই প্যাটেল

গ) লাল বাহাদুর শাস্ত্রী আজাদ

ঘ) মৌলানা আবুল কালাম ছিলেন



উত্তর:- জওহরলাল নেহরু



২৪) স্বাধীন ভারতের প্রথম গভর্নর - জেনারেল ছিলেন ?

 ক) ড . রাজেন্দ্র প্রসাদ

খ) রাজাগােপালাচারী


গ) লর্ড মাউন্টব্যাটেন

ঘ) স্যার পেথিক
লরেন্স



উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন



২৫) লোহমানব রূপে পরিচিত ?



ক)  জওহরলাল নেহরু

খ) আজাদ মৌলানা আবুল কালাম

গ) সর্দার বল্লভভাই প্যাটেল

ঘ)  সুভাষচন্দ্র বসু



উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল



২৬)  ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ' গ্রন্থের রচয়িতা হলেন ?

ক) সুভাষচন্দ্র বসু

খ) জওহরলাল নেহরু

গ) আবুল কালাম আজাদ

 ঘ) ড . রাজেন্দ্র প্রসাদ


উত্তর:- জওহরলাল নেহরু


২৭)  ইংল্যান্ড মিত্রপক্ষের হয়ে যে দেশের বিরুদ্ধে যুপঘােষণা করে তা হল  ?

ক) জাপান

খ) জার্মানি

গ) ইতালি

ঘ) স্পেন



উত্তর :- জার্মানি


২৮)  দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ
ভারতের যে রাজনৈতিক দলকে অধিক গুরুত্ব দিতে
শুরু করে তা হল ----- ?

ক)  কমিউনিস্ট দল

খ) জাতীয় কংগ্রেস

গ) মুসলিম লিগ

ঘ) কংগ্রেস সােশ্যালিস্ট পার্টি


উত্তর:- মুসলিম লিগ


২৯) গান্ধিজির নেতৃত্বে গড়ে ওঠা সর্ববৃহৎ গণ আন্দোলনটি
হল ?

ক) খিলাফৎ আন্দোলন

খ) অসহযােগ আন্দোলন

গ) আইন অমান্য আন্দোলন

ঘ) ভারত ছাড়াে আন্দোলন


উত্তর:- ভারত ছাড়াে আন্দোলন


৩০)  ভারত ছাড়াে আন্দোলন শুরু হয়েছিল

ক) ১৯৪২ খ্রিস্টাব্দের ৭ মে

খ) ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ মার্চ

গ) ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর

ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট


উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট


৩১)  ভারত ছাড়াে আন্দোলনকে ‘ অযৌক্তিক ওদায়িত্বজ্ঞানহীন ’ বলে উল্লেখ করেছেন — ?

ক) সুভাষচন্দ্র বসু

খ ) স্ট্যাফোর্ড ক্রিপস

গ) বি . আর . আম্বেদকর

 ঘ)  মাউন্টব্যাটেন



উত্তর:- বি . আর . আম্বেদকর


৩২) এ জাগরী ’ উপন্যাসের রচয়িতা হলেন —

ক) তারাশংকর বন্দোপাধ্যায়

 খ) মাণিক বন্দোপাধ্যায়

 গ) বিভূতিভূষণ মুখােপাধ্যায়

ঘ) সতীনাথ ভাদুড়ি



উত্তর:- সতীনাথ ভাদুড়ি



৩৩) তম্র- লিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ?

ক) অজয় মুখােপাধ্যায়

খ)সতীশচন্দ্র সামন্ত

গ) মাতঙ্গিনী হাজরা

 ঘ) চৈতু পান্ডে



উত্তর:- সতীশচন্দ্র সামন্ত




৩৪)  ভারত ছাড়াে আন্দোলনকালে অন্যতম শহিদ ?


ক)সূর্যসেন

 খ)মাতঙ্গিনী হাজরা

গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

ঘ) লােকনাথ বল


উত্তর:- মাতঙ্গিনী হাজরা


৩৫) সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক অন্তর্ধান ঘটে —
ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দে


উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দে


৩৬) এ সভাষচন্দ্র বসু “ ইন্ডিয়ান লিজিয়ন ” প্রতিষ্ঠা করেন ?

 ক) কাবুলে

 খ) জার্মানিতে

 গ) জাপানে

ঘ) সিঙ্গাপুরে


উত্তর:- জার্মানিতে



৩৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে
সমুদ্রপথে সাবমেরিনে কয়েক হাজার মাইল ।
অতিক্রম করে সুভাষচন্দ্রের জাপানে আসতে সময় লাগে — ?


ক) ৩৭ দিন

খ) ৫৭ দিন

গ) ৭৭ দিন

ঘ) ৯৭ দিন


উত্তর :- ৯৭ দিন



৩৮)  নৌবিদ্রোহে নেতৃত্ব দেন —

ক) সরােজিনী নাইডু

 খ) শাহনওয়াজ খান

গ) এম . এস . খান

ঘ)  অরুণা আসফ আলি



উত্তর:- এম . এস . খান



৩৯)  ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পাঠান ?  মাউন্টব্যাটেনের উপদেষ্টা -------

ক) লর্ড ইসমে

খ)  পেথিক লরেন্স

গ) ক্রিপস

ঘ) এ . ভি . আলেকজান্ডার



উত্তর:- লর্ড ইসমে



৪০)  যে পরিকল্পনার চুড়ান্ত পরিণাম হল দেশভাগ তাহল ?

ক)  সিমলা পরিকল্পনা

খ) আরউইন পরিকল্পনা

গ) ওয়াভেল পরিকল্পনা

ঘ)মাউন্টব্যাটেন পরিকল্পনা



উত্তর :- মাউন্টব্যাটেন পরিকল্পনা

৪১)  ভারত বিভাগের সিদ্ধান্ত ঘােষণা করেন বড়ােলাটি ?

 ক) আরউইন

 খ) লিনলিথগাে

 গ) মাউন্টব্যাটেন

ঘ) ওয়াভেল


উত্তর:- ওয়াভেল



৪২)  মাউন্টব্যাটেনের প্রস্তাব মেনে ব্রিটিশ পার্লামেন্টে
ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় ১৯৪৭খ্রিস্টাব্দের  ?

ক) ১৩ জুলাই

খ) ৬ জুলাই

গ)১৮ জুলাই

ঘ) ৮ জুলাই

উত্তর :- ১৮ জুলাই



৪৩) পাঞ্জাবে কোন দলের নেতা ছিলেন সিকান্দর হায়াৎ খা ?


 ক) কমিউনিস্ট

খ) অকালি

 গ) ইউনিয়নিস্ট

ঘ) কংগ্রেস

উত্তর :-ইউনিয়নিস্ট





No comments