অতীত স্মরণ MCQ প্রশ্ন ও উত্তর
ক)কাহিনী
খ) স্মৃতি
গ) চেতনা
ঘ) ভাবনা
উত্তর :- কাহিনী
২) মৌখিক ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হলো ?
ক) জনশ্রুতি
খ)বক্তৃতা
গ) কথোপকথন
ঘ) শ্রুতি নাটক
উত্তর :- শ্রুতি নাটক
৩) অতি কথা বলতে বোঝায় ?
ক) অতীত ইতিহাসের সূত্র
খ) ইতিহাস
গ) প্রাচীন সাহিত্য
ঘ) অবাস্তব কাহিনী
উত্তর :- অবাস্তব কাহিনী
৪) ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটির প্রবক্তা ?
ক) জ্যাকব ক্রিম
খ) লোড রেগলান
গ) এ ইচ কার
ঘ) কল ফানসান
উত্তর :- এ ইচ কার
৫) জন শ্রুতি কে কয় ভাগে ভাগ করা যায় ?
ক)দুই ভাগ
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
উত্তর :- পাঁচ ভাগে
৬) পৌরাণিক কাহিনী বা থিমস উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো ।
ক) এগুলি রাজনৈতিক কেন্দ্রিক
খ) এইগুলি বাস্তবধর্মী
গ) এগুলো ইতিহাস অঙ্গ
ঘ) এগুলি ধর্ম কাহিনী ভিত্তিক
উত্তর :- এগুলি ধর্ম কাহিনী ভিত্তিক
৭) গ্রন্থের রচয়িতা হলেন ?
ক) জে . এফ . বিয়ারলেইন
খ) জেকব গ্রিম
গ) জে.বি .ওয়েবস্টার
ঘ) এ . লং
উত্তর :- জে . এফ . বিয়ারলেইন
৮) ইতিহাসমালা রচনা করেন ?
ক) জেকব গ্রিম
খ) উইল হেম গ্রিম
গ) উইলিয়াম কেরি
ঘ) ডি কে মাকেঞ্জি
উত্তর:- উইলিয়াম কেরি
৯) মহাকবি কালিদাসের কাহিনী রয়েছে ?
ক) পুরাণের
খ) রোমান পুরাণে
গ)হিন্দু পুরাণে
ঘ) বাইবেলে
উত্তর :- হিন্দু পুরাণে
১০) প্রাচীন ভারতের অন্যতম এক কিংবদন্তি চরিত্র হলো হলো ?
ক) সমুদ্র গুপ্ত
খ)অশোক
গ) রামচন্দ্র
ঘ) হর্ষ বর্ধন
উত্তর :- রামচন্দ্র
১১) ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন. ?
ক)পরীকথার নায়িকা,
খ) কিংবদন্তির নায়ক,
গ) নীতি কথার মূল চরিত্র,
ঘ) পশু কথার কেন্দ্রীয় চরিত্র,
উত্তর:- কিংবদন্তির নায়ক,
১২) হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন ?
ক) রূপকথার চরিত্র
খ) কিংবদন্তি চরিত্র
গ) পৌরাণিক চরিত্র
ঘ) লোক কথার চরিত্র
উত্তর :- পৌরাণিক চরিত্র
১৩) পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় ?
ক) সাইকোলজি
খ) সোসিওলজি
গ) মিথোলজি
ঘ) ফিজিওলজি
উত্তর :- মিথোলজি
১৪) লোক কথার মূল চরিত্র মানুষ ?
ক) রূপকথার
খ) পরি কথার
গ) কিংবদন্তির
ঘ) পুরাণ কাহিনীর
উত্তর :- কিংবদন্তির
১৫) লোক গাথা প্রচারের মাধ্যমে যেটি নয় ?
ক) গল্প
খ) কবিতা
গ) গান
ঘ) যুদ্ধ
উত্তর :- যুদ্ধ
১৬) ইতিহাস ও লোক কাহিনী বিষয়বস্তু হল ?
ক) মানুষ
খ) সাহিত্য
গ) চিন্তা
ঘ) প্রেম
উত্তর :- মানুষ
১৭) যে লোক কথার শেষে স্মৃতি নীতি বা উপদেষ্টা থাকে , তাকে বলে ?
ক) রূপকথার
খ) পরি
গ) নীতিকথা
ঘ) পশু কথা
উত্তর :- নীতিকথা
১৮) হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটির রচনা করেন ?
ক) জেমস প্রিন্সেপ
খ) আলেকজান্ডার
গ) ভিনসেন্ট স্মিথ
ঘ) মাকমিলান
উত্তর:- আলেকজান্ডার
১৯) আরব্য রজনী হলো একটি ?
ক) বীর গাথা
খ) স্মৃতিকথা
গ) লোক কথা
ঘ) নীতি গল্প
উত্তর :- লোক কথা
২০) রাজা প্রতাপাদিত্য চরিত্র এর রচয়িতা হলেন ?
২০) রাজা প্রতাপাদিত্য চরিত্র এর রচয়িতা হলেন ?
ক) রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) রামরাম বসু
উত্তর :- রামরাম বসু
২১) দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হল একটি ?
ক) লোক কথা
খ) কিংবদন্তি
গ) স্মৃতিকথা
ঘ) পৌরাণিক কাহিনী
উত্তর :- স্মৃতিকথা
২২) বিজ্ঞান জাদুঘরের নিদর্শন মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস অবস্থিত ?
ক) প্যারিসে
খ) শিকাগোতে
গ) সিঙ্গাপুরের
ঘ) লন্ডনে
উত্তর :- শিকাগোতে
২৩) ভূত তাত্ত্বিক জাদুঘরের নিদর্শন শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত ভারতের ?
ক) উড়িষ্যায়
খ) বিহারে
গ) পশ্চিমবঙ্গে
ঘ) গুজরাটি
উত্তর :- পশ্চিমবঙ্গে
২৪) বিশ্বের সর্ব প্রাচীন মিউজিয়াম হলো ?
ক) ইন্ডিয়ান মিউজিয়াম
খ) ব্রিটিশ মিউজিয়াম
গ) প্যারিসের লুভর মিউজিয়াম
ঘ) গ্রন্থাগার
উত্তর :- ব্রিটিশ মিউজিয়াম
২৫) হাজারদুয়ারি জাদুঘর একটি ?
ক) ঐতিহাসিক জাদুঘর
খ) শিল্প জাদুঘর
গ) গ্রন্থাগার দিবস
ঘ) বিশ্বকোষ জাদুঘর
উত্তর :- ঐতিহাসিক জাদুঘর
উত্তরটি দাও আমার পড়াশোনার জন্য।
ReplyDelete