Breaking News

সমারাজবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া MCQ প্রশ্ন উত্তর






প্রতি প্রশ্নের মান :– ১

১) কোন ইউরােপীয় বণিকরা প্রথম ভারতে আসে ?

ক) পাের্তুগিজরা

খ) ইংরেজরা

গ) ফরাসিরা

ঘ) দিনেমাররা

উত্তর :- পাের্তুগিজরা


২) সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথাবলা হয় ?

ক) হিন্দু প্যাট্রিয়ট

খ) সােম প্রকাশ

গ) ইন্দু প্রকাশ

ঘ) বঙ্গদূত

উত্তর :- বঙ্গদূত


৩) ভারতে ব্রিটিশ শাসনকালে মধ্যবিত্ত শ্রেণির আবির্ভাব| ঘটেছিল বলে মনে করেন ?

ক) ইকতিদার আলম খান

খ) নরেন্দ্রকৃয় সিংহ

গ) এ . বি . মিশ্র

ঘ)  যদুনাথ সরকার

উত্তর :- এ বি . বি . মিশ্র

৪) ব্রিটিশ সরকার কবে ঘােষণা করে যে , সরকারি
চাকরির ক্ষেত্রে ইংরেজি জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া
হবে ?

ক) ১৮২৯ খ্রি

খ) ১৮৩৪ খ্রি

গ) ১৮৪০ খ্রি

ঘ) ১৮৪৪ খ্রি 

উত্তর :- ১৮৪৪ খ্রি
 

৫) এ . আর . দেশাই আধুনিক ভারতের স্রষ্টা ’ বলে ।উল্লেখ করেছেন ?

ক) বাঙালিদের

খ) মধ্যবিত্তদের

গ) নিম্নবিত্তদের

ঘ) পাঞ্জাবিদের

উত্তর :- মধ্যবিত্তদের


৬) ভারতে এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন ?

ক) ওয়ারেন হেস্টিংস

খ) জোনাথান ডানকান

গ) উইলিয়াম জোন্স

ঘ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

উত্তর :- উইলিয়াম জোন্স

৭) প্রথম বাংলা সংবাদপত্র হল —

ক) সমাচার দর্পণ

খ) সােম প্রকাশ

গ) হিন্দু পেট্রিয়ট

ঘ) বন্দেমাতরম

উত্তর :- সমাচার দর্পণ

৮) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন - এর বর্তমান নাম হল —

ক) লেডি ব্রেবাের্ন কলেজ

খ) সেন্ট জেভিয়ার্স কলেজ

গ) স্কটিশ চার্চ কলেজ

ঘ) প্রেসিডেন্সি কলেজ

উত্তর :- স্কটিশ চার্চ কলেজ

৯) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় —

ক) ১৮১৩ খ্রি

খ) ১৮১৫ খ্রি

গ)
১৮২৮ খ্রি

ঘ) ১৮৩৩ খ্রি

উত্তর :- ১৮১৫ খ্রি

১০) হিন্দু কলেজের বর্তমান নাম কী ?

ক) স্কটিশ চার্চ কলেজ

খ) লরেটো কলেজ

গ) সেন্ট জেভিয়ার্স কলেজ

ঘ) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

উত্তর :- প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

১২) চুঁইয়ে পরা নীতির প্রবর্তক হলেন — 

ক) রামমােহন রায়

খ) মেকলে

গ) বেন্টিঙ্ক

ঘ) ডেভিড হেয়ার

উত্তর :- মেকলে

১৩) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

ক) ১৭৯২ খ্রি 

খ) ১৮৩৫ খ্রি 

গ) ১৮৫৭ খ্রি

ঘ) ১৮৪৭ খ্রি

উত্তর :- ১৮৩৫ খ্রি 
 
১৪) রাজা রাম মোহন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি   করে কত খিস্টাব্দে লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন ?

ক) ১৮১৭

খ) ১৮১৮

গ) ১৮২৩

ঘ) ১৮২৮

উত্তর :- ১৮২৩

১৫) হান্টার কমিশনের সুপারিশগুলি কবে প্রকাশিত হয় ?

ক) ১৮২৩ খ্রি 

খ) ১৮৫৪ খ্রি 

গ) ১৮৭৩ খ্রি

ঘ) ১৮৮২ খ্রি 

উত্তর :- ১৮৮২
১৬) কাদের নিয়ে ব্রিটিশদের সহযােগী শ্রেণি
উঠেছিল ?

ক) নিম্নবিত্তদের

খ) মধ্যবিত্তদের

গ) মুসলিমদের

ঘ) হিন্দুদের

উত্তর :- মধ্যবিত্তদের

১৭) শিক্ষিত মধ্যবিত্তদের সংস্কার আন্দোলনকে ‘ এলিটিস্ট আন্দোলন ’ বলে অভিহিত করেছেন ?

ক) বি . মিশ্র

খ)  ড . অনীল শীল

গ) তপন রায়চৌধুরী

ঘ) সুমিত সরকার 

উত্তর :- ড . অনীল শীল

১৮) কে রামমােহন রায়কে ‘ রাজা ’ উপাধি দেন ?


ক) লর্ড মিন্টো 

খ) মােগল সম্রাট বাহাদুর শাহ 

গ) মােগল সম্রাট দ্বিতীয় আকবর

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

উত্তর :- মােগল সম্রাট দ্বিতীয় আকবর

১৯) তুফাৎ উল - মুয়াহিদিন - এর প্রণেতা ?

ক) স্যার সৈয়দ আহমদ খান

খ) রাজা রামমােহন রায়

গ) বীরসালিঙ্গম পালু

ঘ) মহাদেব গােবিন্দ রাণাডে

উত্তর :- রাজা রামমােহন রায়

২০)  কাকে ‘ বাংলা গদ্যসাহিত্যের জনক  ’  বলা হয় ?

ক) রামমােহন রায়কে

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

গ) বঙ্কিমচন্দ্রকে

ঘ) রবীন্দ্রনাথকে

উত্তর :- রামমােহন রায়কে

২১) ড . বিপানচন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকতার
অগ্রদূত বলে অভিহিত করেছেন
?

ক) রামমােহন রায়কে

খ) অক্ষয়কুমার দত্তকে 

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

উত্তর :- রামমােহন রায়কে

২২) কে রাজা রামমােহন রায়কে ‘ ভারত পথিক ’ বলে
অভিহিত করেছেন ?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

গ) স্বামী বিবেকানন্দ

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর :- রামমােহন রায়কে


২৩) কে রাজা রামমােহন রায়কে ‘ ভারতীয়
জাতীয়তাবাদের জনক
’ বলে অভিহিত করেছেন ?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) 
রবীন্দ্রনাথ ঠাকুর

গ) জওহরলাল নেহরু

ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তর :- জওহরলাল নেহরু


২৪) কে কেশবচন্দ্রকে ‘ ব্ৰহ্বানন্দ ’ উপাধি দেন ?

ক) রামমােহন রায়

খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

গ) শিবনাথ শাস্ত্রী

ঘ) রামকুমার বিদ্যারত্ন

উত্তর :- দেবেন্দ্রনাথ ঠাকুর


২৫) কেশবচন্দ্র ব্রাহ্রসমাজে যােগ দেন —

ক) ১৮৫৬ খ্রি

খ) ১৮৬০ খ্রি

গ) ১৮৬১ খ্রি

ঘ) ১৮৬২ খ্রি

উত্তর :- ১৮৫৬ খ্রি

২৬) আদি ব্রাহ্বসমাজের নেতা ছিলেন —

ক) রামমােহন রায়

খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

গ) কেশবচন্দ্র সেন

ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তর :- দেবেন্দ্রনাথ ঠাকুর

২৭) ডিরােজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন ?

ক) স্কটিশ চার্চ কলেজের

খ) লরেটো কলেজের

গ) সেন্ট জেভিয়ার্স কলেজের

ঘ) হিন্দু কলেজের

উত্তর :- হিন্দু কলেজের

২৮) ‘ যত মত তত পথ ’ আদর্শের প্রবর্তক কে ছিলেন ?

ক) শ্রীরাম কৃষ্ণ

খ) স্বামী বিবেকানন্দ

গ) স্বামী দয়ানন্দ সরস্বতী

ঘ) পাণ্ডুরঙ্গ আত্মারাম

উত্তর :- শ্রীরাম কৃষ্ণ

২৯) মেট্রোপলিটান ইন্সটিটিউশনের বর্তমান নাম

ক) জেভিয়ার্স কলেজ

খ) বিদ্যাসাগর কলেজ

গ) সেন্ট কলেজ

ঘ) বেথুন কলেজ স্কটিশচার্চ

উত্তর :- বিদ্যাসাগর কলেজ

৩০) সর্বশুভকরী সভা প্রতিষ্ঠা করেন ?

ক) ডিরােজিও

খ) রাজা রামমােহন রায়

গ) স্বামী বিবেকানন্দ

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩১) বিধবাবিবাহ আইন কত খিস্টাব্দে পাস হয় —

ক) ১৮৫৬

খ) ১৮৫৭

গ) ১৮৫৮

ঘ) ১৮৫৯

উত্তর :- ১৮৫৬

৩২) ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় —

ক) উডের ডেসপ্যাচ

খ) চার্টার আইন

গ) মহারানির ঘােষণাপত্র

ঘ) পুলিশ আইন

উত্তর :- মহারানির ঘােষণাপত্র

৩৩) হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড ( ১৮৭২ খ্রি . ) স্থাপন করেন ? 

ক) ডিরােজিও

খ) রামমােহন রায়

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 
ঘ) কেশবচন্দ্র সেন

উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৪) ‘ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য সায়েন্স ’ - এর প্রতিষ্ঠা করেন ?

ক) রামমােহন রায়

খ) মহেন্দ্রলাল সরকার

গ) ব্ৰহ্ববান্ধব উপাধ্যায়

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর :- মহেন্দ্রলাল সরকার


৩৫) বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় 

ক) মহাদেব গােবিন্দ রাণাডে

খ) মাদাম ব্লাভাস্কি

গ) অ্যানি বেসান্ত

ঘ) কর্নেল ওলকট অ্যানি 

উত্তর :- অ্যানি বেসান্ত

৩৬) সত্যশােধক সমাজ - এর প্রতিষ্ঠাতা ছিলেন

ক) দয়ানন্দ সরস্বতী

খ) কেশবচন্দ্র সেন

গ) জ্যোতিবা ফুলে

ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তর :- জ্যোতিবা ফুলে

৩৭) সত্যার্থ প্রকাশ ও বেদভাষা গ্রন্থ দুটি রচনা করেন ?

ক) স্বামী বিবেকানন্দ

খ) স্বামী দয়ানন্দ সরস্বতী

গ) মহাদেব গােবিন্দ রাণাডে

ঘ) অ্যানি বেসান্ত

উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী

৩৮)বৈদিক শাস্ত্রে ফিরে যাও ” — এটি কার উক্তি ?

ক) স্বামী বিবেকানন্দ

খ) জ্যোতিবা ফুলে

গ) মহাদেব গােবিন্দ রাণাডে

ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তর :- দয়ানন্দ সরস্বতী

৩৯) কার উদ্যোগে ‘ শুদ্ধি  আন্দোলন ’ গড়ে ওঠে ?

ক) শ্রীরামকৃয়ের

খ) স্বামী বিবেকানন্দের

গ) স্বামী দয়ানন্দ সরস্বতীর

ঘ) কেশবচন্দ্র সেনের

উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতীর


৪০) সর্বজনিক সভার মুখপত্র ছিল —

ক) কেশরী

খ) হরিজন

গ) মারাঠি

ঘ) চাবুক

উত্তর :- কেশরী

৪১)  “ এক জাতি , এক ধর্ম এবং এক ঈশ্বর ” কার মূলআদর্শ ছিল ?

ক) জ্যোতিবা ফুলের

খ) নারায়ণ গুরু

গ) মহাদেব গােবিন্দ রাণাডের

ঘ) বীরসালিগমের

উত্তর :- নারায়ণ গুরু

৪২) কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ ( ১৯২৪ খ্রি ) শুরু হয় ?

ক) শ্রীনারায়ণ গুরুর

খ) মহাদেব গােবিন্দ রাণাডের

গ) আত্মারাম পাণ্ডুরঙ্গের

ঘ) জ্যোতিবা ফুলের

উত্তর :- শ্রীনারায়ণ গুরুর

৪৩) ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন —

ক) কেলাপ্লান

খ) ড . আম্বেদকর

গ) এ . কে . গােপালন

ঘ) কেশব মেনন

উত্তর :- কেশব মেনন

৪৪) বীরসালিঙ্গম কর্তৃক প্রকাশিত সংবাদপত্রটি ছিল —

ক) হরিজন

খ) চিন্তামণি

গ) কেশরী

ঘ) পার্থেন

উত্তর :- চিন্তামণি


৪৫) রাজামুন্দ্রি সমাজ সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন —

ক) মহাদেব গােবিন্দ রাণাডে

খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর

গ)
জ্যোতিবা ফুলে

ঘ) বীরসালিঙ্গম

উত্তর :- বীরসালিঙ্গম


৪৬) বিধবাবিবাহ সমিতি ও বিধবাশ্রম প্রতিষ্ঠা করেন —

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) জ্যোতিবা ফুলে

গ) বীরসালিঙ্গম

ঘ) নারায়ণ গুরু

উত্তর :- বীরসালিঙ্গম


৪৭)  দীনবন্ধু দীনমিত্র নামে দুটি সংবাদপত্র প্রকাশ করেন ? 

ক) আত্মারাম পাণ্ডুরঙ্গ

খ) জ্যোতিবা ফুলে

গ) দয়ানন্দ সরস্বতী

ঘ) নারায়ণ গুরু

উত্তর :- জ্যোতিবা ফুলে


৪৮) কোন আন্দোলনে থিয়ােডাের বেক - এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ?

ক) আলিগড় আন্দোলনে

খ) ইয়ং বেঙ্গল আন্দোলন

গ) ভাইকম আন্দোলনে

ঘ)  বিধবাবিবাহ আন্দোলনে

উত্তর :- আলিগড় আন্দোলনে


৪৯) আলিগড় কলেজের অধ্যক্ষ ছিলেন —

ক) সৌকত আলি

খ) থিওডাের বেক

গ) সৈয়দ আহমদ খান

ঘ) মহম্মদ আলি

উত্তর :- থিওডাের বেক


৫০) কার উদ্যোগে আলিগড়ে ‘ ইউনাইটেড ইন্ডিয়ান ’ প্রতিষ্ঠিত প্যাট্রিয়টিক অ্যাসােসিয়েশন ( ১৮৮৮ খ্রি . ) হয় ?

ক) স্যার সৈয়দ আহমদ খানের

খ) থিওডাের বেক

গ) হােসেন আলির

ঘ) খুদা বক্সা - এর

উত্তর :- স্যার সৈয়দ আহমদ খানের


৫১) কোন সমাজের সংস্কারের উদ্দেশ্যে ‘
মাজদায়াসন সভা ’ প্রতিষ্ঠিত হয় ?

ক) শিখ

খ) পারসি

গ) গুজরাটি

ঘ) মারাঠি

উত্তর :- পারসি


৫২) পারসি বিবাহ সম্মতি আইন ( ১৮৯১ খ্রি )
গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ।

ক) কেশবচন্দ্র সেন

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার

গ) বেহরামজি মেরওয়ানজি মালাবারি

ঘ) এস . এস . বেঙ্গলি

উত্তর :- বেহরামজি মেরওয়ানজি মালাবারি


৫৩) নিরাকারি আন্দোলনের সূচনা করেন ?

ক) লালা হংসরাজ

খ) লালা  হরদয়াল

গ) বরবারা সিংহ

ঘ) বাবা দয়াল সিংহ

উত্তর :- বাবা দয়াল সিংহ




No comments