Breaking News

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৫



              PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) ক্রেতা আদালত কাকে বলে ? ক্রেতা আদালতের উদ্দেশ্যে কি ? ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ।

২) রাজ্য সভার গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৩) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৪) বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো

৫) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?


                           PART- B

   ১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১)  Warsaw Pact তৈরী হয় কার উদ্যোগে ?

ক) সোভিয়েত ইউনিয়ন
 খ) হাঙ্গেরী
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) নরওয়ে ।
২) সুয়েজখাল জাতীয় করন কোন বছর হয় ?

ক) ১৯৫৩ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫৫ সালে
 ঘ) ১৯৫৬ সালে ।

৩) ২০১২ সাল পর্যন্ত জোট নিরপেক্ষ দেশগুলির কটি সম্মেলন অনুষ্ঠিত হয় ?

ক) ১৫ টি
খ) ১৬ টি
গ) ১৭ টি
 ঘ) ১৮ টি ।

৪) কার্গিল কে কেন্দ্র করে ভারত পাকিস্থানের যুদ্ধ কখন শুরু হয় ?

ক) ১৯৯৬ সালে
খ) ১৯৯৭ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ১৯৯৯ সালে ।

৫) সাপটা (SAPTA ) গঠনের প্রস্তাব কোন সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত হয় ?

ক) ঢাকা
খ) কলম্বা
গ) নিউ দিল্লি
ঘ) ইসলামাবাদ ।

৬) বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন ?

ক) ২০১২ সালে
 খ) ২০১৩ সালে
 গ) ২০১১ সালে
ঘ) ২০১০ সালে ।

৭) বিশ্বের বিতর্কের সভাটি হলো ?

ক) সচিবালয়
খ) অর্থনৈতিক ও সামাজিক
গ) সাধারন সভা
ঘ) নিরাপত্তা পরিষদ ।

৮) মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হলো ?

ক) রাজ্যসভা
খ) জাতীয় সভা
গ) সিনেট
ঘ) লোড সভা ।

৯) ILO - এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ?

ক) প্যারিস
খ) নিউ ইয়র্ক
গ) জেনেভা
ঘ) লন্ডন ।

১০) ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় ?

ক) ১৯৪১ সালে
খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৩ সালে
ঘ) ১৯৪৪ সালে ।

১১) " বিচার বিভাগের দক্ষতা ও কর্ম কুশলতার দ্বারাই সরকারের উৎকষের পরিমাপ করা সম্ভব " বলেছেন ?

ক) লাস্কি
খ) লড ব্রাউস
গ) লড অ্যাক্ট্রন
ঘ) চার্লস মেরিয়াম ।
১২) দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভা একজন সমর্থকের নাম লেখো ?

ক) বেন্থাম
খ) আবেসিয়া
 গ) লাস্কি
 ঘ) লেকী ।

১৩) " আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যাক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা " কে বলেছেন ?

ক) লড ব্রাউস
খ) লেকি
গ) জন স্টুয়ার্ট মিল
 ঘ) লড অ্যাক্ট্রোন ।

১৪) কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কে " বিপরীত গামি অশ্ব ও অশ্বায়ন - এর সঙ্গে তুলনা করেছেন ?

ক) লেকি
খ) গেটেল
গ) বেঞ্জামিন ফ্রাঙ্ককলিন
ঘ) লড ব্রাইম ।

১৫)  Spirit Of The Laws  গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?

ক) ১৭৪২ সালে
খ) ১৭৪৩ সালে
গ) ১৭৪৬ সালে
ঘ) ১৭৪৮ সালে ।

১৬) রাষ্ট্রপ্রতির পদ ত্যাগ র বিষয়টি আছে সংবিধানের ?

ক) ৫৭ ধারায়
খ) ৫৫ ধারায়
গ) ৬১ ধারায়
ঘ) ৭৫ নং ধারায় ।

১৭) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্য পালের সেচ্ছাধিন ক্ষমতা সম্পকে আদালতে প্রশ্ন তোলা যাবে না ?

ক) ১৬৩(২) নং ধারায়
খ) ১৬৫ নং ধারায়
গ) ১৬২ নং ধারায়
ঘ) ১৬৬ নং ধারায় ।

১৮) বর্তমানে যুগ্ম তালিকায় কত গুলি বিষয় আছে ?

ক) ৪৯
খ) ৫০
গ) ৫১
ঘ) ৫২ টি ।

১৯) " Zero Hour " কথাটির উদ্ভব বিশ শতকের কোন দশকে হয় ?

ক) ৫০ - এর দশকে
খ) ৬০  - এর দশকে
গ) ৭০  - এর দশকে
ঘ) ৮০  - এর দশকে ।

২০) কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হচ্ছে ?

ক) বরো কমিটি
খ) সপরিষদ মেয়র
গ) ওয়ার্ড কমিটি
ঘ) পৌরসভা ।

২১) গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রাথির নূন্যতম বয়স কত হবে ?

ক) ১৮ বছর
 খ) ২০ বছর
গ) ২১ বছর
ঘ) ২৫ বছর ।

২২) পশ্চিমবঙ্গের কোন জেলাতে Zila Parishad নেই ?

ক) জলপাইগুড়ি
 খ) হুগলি
 গ) বর্ধমান
 ঘ) দার্জিলিং ।
২৩) পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয় কত সালে ?

ক) ১৯৭৩ সালে
 খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৭৮ সালে ।

২৪) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ?

ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ) ডঃ রাধাকৃষ্ণ
গ) এ . পি . জে আব্দুল কালাম
ঘ) প্রতিভা দেবী সিং পাতিল


২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।


১) ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমী সামরিক জোটের নাম কি ?

২) দাঁতাত কি ?

৩) দ্বাদশ জোট নিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

৪) BRICS কি ?

৫) জোসেফ ফ্রাঙ্কেলের মতে , পররাষ্ট্রনীতি কি ?

৬) ASEAN - এর পুরো কথা টি কি ?

৭) জাতিপুঞ্জ এর সনদ কিভাবে সংশোধন করা হয় ?

৮) আন্তজার্তিক বিচারালয়ের এলাকা গুলি কটি ভাগে বিভক্ত ?

৯) UNESCO কিভাবে গঠিত ?

১০) বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে ?

১১) পকেট ভেটো বলতে কি বোঝ ?

১২) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?

১৩) ন্যায় পঞ্চায়েত কি ?

১৪) পঞ্চায়েত সমিতির আয়ের  দুটি উৎস কি ?

১৫) বেনিফিসিয়ারি কমিটি কি ?

১৬) বর্তমানে পশ্চিমবঙ্গে কটি পৌর নিগম আছে ?




No comments