রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৬
PART - A ( MARKS :- 40 )
১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।
১) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?
২) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।
৩) ভারতের হাইকো্ট ( মহাধর্মাদিকরন ) গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।
৪) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?
৫) রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদ মর্যাদা আলোচনা করো ।
PART - B
১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।
১) " Brinkmanship Of War "- কোন ঘটনাকে বলা হয় ?
ক) প্রথম বিশ্ব যুদ্ধকে
খ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধকে
গ) ঠান্ডা লড়াইকে
ঘ) এদের কোনোটিই নয় ।
২) সোভিয়েত ইউনিয়ন কতৃক আণবিক বোমার আবিষ্কার হয় ?
ক) ১৯৪৫
খ) ১৯৪৭
গ) ১৯৪৮
ঘ) ১৯৪৯ ।
৩) মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করে ?
ক) ১৮২১
খ) ১৮২২
গ) ১৮২৩
ঘ) ১৮২৫ ।
৪) সার্ক কের নবতম সদস্য রাষ্ট্র কোনটি ?
ক) শ্রীলংকা
খ) দক্ষিণ সুদান
গ) আফগানিস্থান
ঘ) মালদ্বীপ ।
৫) কোন সম্মেলনের মাধ্যমে জাতিয়পুঞ্জের প্রতিষ্টা হয় ?
ক) আটলান্টিক ঘোষনা
খ) মস্কো সম্মেলন
গ) ইয়াল্টা সম্মেলন
ঘ) কোনোটিই নয় ।
৬) মূল সংবিধানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ?
ক) ১৫
খ) ১১
গ) ১২
ঘ) ১০ ।
৭) আন্তজার্তিক আদালতের বিচারপতির সংখ্যা হল ?
ক) ৯ জন
খ) ১০ জন
গ) ১৫ জন
ঘ) ২৫ জন ।
৮) ভারতের সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ?
ক) ৩৬ নং
খ) ৪০ নং
গ) ৪৫ নং
ঘ) ৫০ নং ।
৯) ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যাবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় ?
ক) ৭২ তম
খ) ৭৩ তম
গ) ৭৪ তম
ঘ) ৭৫ তম ।
১০) পশ্চিমবঙ্গে কোনো পঞ্চায়েত ভেঙ্গে দেওয়া হলে নির্বাচন করতে হয় _ মাসের মধ্যে ?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ১২ ।
১১) নবতম পৌর নিগম কোনটি ?
ক) আসানসোল
খ) বিধাননগর
গ) ব্যারাকপুর
ঘ) চন্দন নগর ।
১২) কোন কমিটি ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থার সুপারিশ করে ?
ক) অশোক মিত্র কমিটি
খ) বলবন্ত রাই মেহেতা কমিটি
গ) দীনেশ গোস্বামী কমিটি
ঘ) কোনোটিই নয় ।
১৩) পঞ্চায়েতের মধ্যবর্তী স্তর গঠন করা হয় না কোন ধরনের রাজ্য ? যে রাজ্যের মোট জনসংখ্যা ?
ক) ৩০ লক্ষের বেশি নয়
খ) ২০ লক্ষের বেশি নয়
গ) ২৫ লক্ষের বেশি নয়
ঘ) ২৬ লক্ষের বেশি নয় ।
১৪) কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে ?
ক) পাশবর্তি রাজ্যের হাইকোর্ট
খ) পার্লামেন্ট
গ) সুপ্রিমকোর্ট
ঘ) রাজ্যপাল ।
১৫) " ক্রেতা সুরক্ষা " আইনটি সারা ভারতে কার্য কর হয় ?
ক) ১৯৮৫ সালের ১৫ এপ্রিল
খ) ১৯৮৬ সালের ১০ এপ্রিল
গ) ১৯৮৭ সালের ১৫ এপ্রিল
ঘ) ১৯৮৭ সালের ১০ এপ্রিল ।
১৬) বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী ?
ক) ১২ তম
খ) ১৩ তম
গ) ১৪ তম
ঘ) ১৫ তম ।
১৭) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি ?
ক) লোকসভা
খ) রাজ্যসভা
গ) সেনেট
ঘ) জন প্রতিনিধি সভা ।
১৮) খুদে জেলা শাসক বলা হয় ?
ক) SEO
খ) BDO
গ) জেলা শাসককে
ঘ) সচিবকে ।
১৯) পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন ?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) উপ রাষ্ট্রপ্রতি ।
২০) ১২৩ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় ?
ক) ২০০৭
খ) ২০০৮
গ) ২০০৯
ঘ) ২০১০ ।
২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।
১) ভারতের উপ রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ?
২) "CTBT" - এর সম্পূর্ণ নাম কি ?
৩) কোন ঘোষণার দ্বারা " আটলান্টিক সনদের " নীতি গুলির প্রতি সমর্থন জানানো হয় ?
৪) পৌর ব্যাবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে ?
৫) আফগানিস্থান কবে সার্কের সদস্য পদ লাভ করে ?
৬) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য গণ কাদের দ্বারা নির্বাচিত হন ?
৭) বর্তমান রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি র নাম লেখো ?
১০) সাধারন সভা কাদের নিয়ে গঠিত হয় ?
১১) কূটনীতি কি ?
১২) গ্রাম সংসদ কি ?
১৩) বরো কমিটি কিভাবে গঠিত হয় ?
১৪) ওয়ার্ড কমিটি তে সর্বনিম্ন ও সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে ?
১৫) NAM - এর সম্পূর্ণ নাম কি ?
১৬) MP - এর সম্পূর্ণ নাম কি ?
No comments