Breaking News

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৭




                 PART - A ( MARKS :- 40 )


১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।



১) বিশ্বায়নের সংজ্ঞা দাও ? বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো ।

২) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?

৩) রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদ মর্যাদা আলোচনা করো ।

৪) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৫) ভারতের হাইকো্ট ( মহাধর্মাদিকরন )  গঠন  , ক্ষমতা  ও কার্যাবলী আলোচনা করো ।


                              PART - B

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেন ?

ক) চার্চিল
খ) বানাড বারুচ
গ) গবাচেভ
 ঘ) ট্রুম্যান ।

২) মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন ?
ক) নেহেরু
খ) মার্শাল
গ) নাসের
ঘ) সুকর্ন ।

৩) সাম্যবাদ প্রতিরোধ নীতি গ্রহণ করেছিলেন ?
ক) ট্রুম্যান
 খ) চার্চিল
গ) রুজভেলট
ঘ) মার্শাল ।

৪) বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল ?
ক) ৬ টি
 খ) ৭ টি
 গ) ৮ টি
ঘ) ৯ টি ।

৫) " The Limits Of Foreign Policy ".  গ্রন্থের লেখক হলেন ?
ক) হার্টম্যান
খ) ফ্রাঙ্গকেল
গ) মোগেনথাউ
ঘ) মার্শাল ।

৬) পঞ্চশীল নীতি যে বছর স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৫৫
খ) ১৯৫৬
গ) ১৯৬০
ঘ) ১৯৭৫

৭) আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ?
ক) ১৯৪১
খ) ১৯৪২
গ) ১৯৪৩
ঘ) ১৯৪৫ ।

৮) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল ?
ক) ৫
খ) ৮
গ) ১০
ঘ) ১৫ ।
৯) জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হল ?

ক) ভ্যাটিকান সিটি
খ) নাওরু
 গ) দক্ষিণ সুদান
ঘ) চাদ ।

১০) " Spirit Of Laws  " গ্রন্থের লেখক হলেন ?

ক) বেন্থম
 খ) লড ব্রাউস
 গ) মন্তেষ্কু
 ঘ) ব্লাকেস্টন ।

১১) মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চ কক্ষ হল ?
ক) রাজ্যসভা
খ) সিনেট
 গ) লর্ডসভা
ঘ) জাতীয় সভা ।

১২) এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন ?
ক) বেন্থাম
 খ) লর্ড ব্রাউস
 গ) স্টুয়াট মিল
 ঘ) লেকি ।

১৩) ক্ষমতা সতন্ত্রিকরন নীতি গৃহীত হয়েছে ?

ক) ব্রিটেনে
 খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
গ) ভারতে
 ঘ) জাপানে ।

১৪) আইনসভার দ্বিতীয় কক্ষকে ব্যাক্তি স্বাধীনতার প্রয়োজনীয় নিরাপত্তা " বলেছেন ?

ক) লর্ড অ্যাক্টন
 খ) লর্ড কার্জন
 গ) গেটেল
ঘ) বেন্থাম ।

১৫) আইনসভার জননী বলা হয় ?

ক) মার্কিন কংগ্রেসকে
 খ) ব্রিটিশ পার্লামেন্টকে
গ) ভারতের আইনসভাকে
ঘ) ফরাসী আইনসভা ।

১৬) রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হন ?

ক) ভারতের রাষ্ট্রপতির দ্বারা

খ) ভারতের প্রধামন্ত্রীর দ্বারা
 গ) ভারতের পার্লামেন্টের দ্বারা
ঘ) হাইকোর্টের প্রধান বিচার পতির দ্বারা ।

১৭) ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়বদ্ধ থাকে ?

ক) পার্লামেন্টের কাছে
খ) লোকসভার কাছে
গ) রাজ্যসভার কাছে
ঘ) রাষ্ট্রপতির কাছে ।

১৮) লোকসভায় নির্ণায়ক ভোট দিতে পারেন ?

ক) একজন M.P.
 খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধানমন্ত্রী ।

১৯) রাজ্যপালের  প্রধান পরামর্শদাতা হলেন ?

ক) মুখ্যমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
 গ) বিধানসভার স্পিকার
ঘ) আইনমন্ত্রী ।

২০) পঞ্চায়েত সমিতির প্রধান হলেন ?

ক) সভাপতি
 খ) সভাধিপতি
 গ) এস . ডি.ও
 ঘ) বি . ডি.ও ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।




১) সপরিষদ মেয়র বলতে কি বোঝ ?

২) গ্রাম সংসদ বলতে কি বোঝ ?

৩) " কিচেন কেবিনেট "  কি ?
৪) ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন ?

৫) আইনবিভাগের দুটি কাজ লেখো ?

৬) " আমলা " কাদের বলা হয় ?

৭) " অর্পিতা ক্ষমতা প্রসূত " আইন কি ?

৮) CIA  - এর পুরো নাম কি ?

৯)  UNO -এর পুরো নাম কি ?

১০) " ভেটো "  কি ?

১১) জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন ?

১২) কত সালে " কিউবা  সংকট " দেখা দিয়েছিল ?

১৩) কত সালে " বান্দুং সম্মেলন " অনুষ্ঠিত হয়েছিল ?

১৪) জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কি ?

১৫) আন্তজার্তিক আদালতের সদস্য সংখ্যা কত ?

১৬) কতজন সদস্য কে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?




No comments