Breaking News

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৩



                         PART-A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে । তাকে বলতে কর কথা বলা হয়েছে ? ভাতের জন্য তার উতলা হওয়ার কারন কি  এবং তার শেষ পরিনতিই - বা কি হয়েছিল ?


২) মানিক বন্দ্যোপাধ্যায়ের " কে বাঁচায় কে বাঁচে " গল্পে মৃতুঞ্জয়ের চরিত্র বৈশিষ্ট লেখো ?


২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল - সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল কেন ? তার অপেক্ষার কি পরিনতি ঘটেছিল ?


২) শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় । শহরের অসুখ কি ? উক্ত পংক্তির মধ্যে দিয়ে কবির যে অভি ব্যাক্তি ব্যাক্ত হয়েছে তা আলোচনা করো ।



৩)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না - হাসিও পাবেনা । জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন ? শেষে তার কীরূপ অভিজ্ঞা হয়েছিল ।


২) নানা রঙ্গের দিন নাটকে রজনীকান্ত চরিত্র সংক্ষেপে লেখো ।


৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



১) বিরাট আমাডা যখন ডুবল , স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব / আর কেউ কাঁদেনি ? মন্তব্যটির ঐতিহাসক ভির্তি উল্লেখ করে এর মমাথ আলোচনা করো ।


২) ঠিক হলো ট্রেন টা থামানো হবে " কোন ট্রেনের কথা বলা হয়েছে ? সেটি কিভাবে থামানো হয়েছিল ?



৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) তোমরা হাত বারাও তাকে সাহায্য করো । লেখক কাকে , কি ভাবে , কেন সাহায্য করতে বলেছেন ।



২) আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সায় , কোন ব্যাবস্থার কথা এ খানে বলা হয়েছে ? যখন বক্সায় ইংরেজরা বন্দী শিবির তেরী করেছিল , তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?



৬)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ গুলি উল্লেখ করো । উদাহরণ দিয়ে বাক্য গুলো বোঝাও ।


২) ধ্বনি মূল ও সহ ধ্বনি উদাহরণ দিয়ে বোঝাও । এদের মধ্যকার সম্পর্ক নির্ণয় করো ।


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) " পট " শব্দ টির অর্থ কি ? বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও ?


২) রামায়নে বণিত কাহিনী অনুসারে দাবা খেলার শ্রেষ্ঠ কে ? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ।


৩) বাংলা গানের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ?

৪) বাংলা সিনেমার প্রচলনের ইতিহাসের রুপ রেখাটি নির্দেশ করো প্রসঙ্গ নীবাক যুগ ( ১৯১৭ - ৩০ ) ও সবাক যুগ " ১৯৩১ থেকে " এর সূচনা পর্বের সিনেমা গুলোর পরিচয় দাও ।




                  রচনা


১) ভূমিকম্পে বিশ্বস্ত কেরালা ( রচনা )

২) বিজ্ঞানের অগ্রগতি ও আমরা ( রচনা )

৩) বিতর্কের বিষয় - নতুন প্রজন্মের শিক্ষাথীদের গবেষণা ধর্মী নয় , চাকুরী পাওয়ার পড়াশোনার প্রতি ঝোঁকই বেশি ।


৪) মানিক বন্দ্যোপাধ্যায় ( রচনা )







                  PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :


১) দারুন একটা হতাশা জেগেছে ওর মনে। কারন  - ?

ক) দিন দিন অনাহারে মৃত্যু বাড়ছে

খ) যথাসর্বশ দান করলেও সে দুর্ভিক্ষ পিরীত দের ভালো করতে পারবেনা

গ) টুনু র মা অসুস্থ

ঘ) অফিসে যেতে তার ইচ্ছাই করে না ।



২) মৃতুঞ্জয় কে নিখিল পছন্দ করত । কারন - মৃতুঞ্জয়

ক) আবেগপ্রবণ
খ) আদর্শ বাদের কল্পনা তাপস

গ) সৎ

ঘ) পরিশ্রমী


৩) বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল

ক) ফুসফুসে

খ) প্রস্টেষ্টে গ্ল্যান্ডে

 গ) গলায়

ঘ) লিভারে



৪) ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি ? --- বক্তা কে ?

ক) বড়ো পিসিমা

খ) বাসিনী

গ) বড়ো বউ

 ঘ) মেজো বউ


৫) নিবারণ বাগদি একদা ছিল


ক) বান্দা মানুষ

খ) পেশাদার লাঠিয়াল

গ) দাগি ডাকাত

ঘ) আইন রক্ষক



৬) সত্যি যে কঠিন / কঠিন রে ভালোবাসিলাম । কারন


ক) আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন

খ) মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে

গ) সে কখনো বঞ্চনা করে না

ঘ) কঠিন সত্যকে ভালোবাসতে নেই



৭) দেশয়ালীরা সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে


ক) শরীর " উম " রাখার জন্য

 খ) শরীর গরম রাখার জন্য

গ) শরীর ভালো রাখার জন্য

ঘ) শরীর সুস্থ্য রাখার জন্য



৮) আমার ক্লান্তির উপর ঝরুক ?


ক) মহুয়ার গন্ধ

খ) মহুয়ার ফুল

গ) মহুয়ার ফুল ও মহুয়ার গন্ধ

ঘ) মহুয়ার মাদকতা


৯) আমি দেখি কবিতায় কবি যা দেখতে চান


ক) রাস্তার সবুজ গাছ

খ) বাড়ির ছাদে টবের গাছ

 গ) বাগানের গাছ

ঘ) মরুভূমির গাছ



১০) তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি - এই প্যাঁচ টি হলো


ক) নিজস্ব নাট্যমঞ্চ তৈরি করা

খ) নাটক অভিনয় বন্ধ করা

 গ) জনমত গঠন করা

ঘ) ভঙ্গি নির্ভর নতুন নাট্য রীতি প্রয়োগ করা



১১) নানা রঙ্গের দিন নাটকে কলিনাথ সেনের পরনে ছিল


ক) পরিষ্কার ধুতি - পাঞ্জাবি

খ) ময়লা ধুতি

 গ) পরিষ্কার ধুতি
 ঘ) ময়লা ধুতি - পাঞ্জাবি



১২) আমরা বাঙালিরা শুনি কাদুনে জাত - একথা কে বলে গিয়েছেন


ক) রবীন্দ্রনাথ

খ) দ্বিজেন্দ্রলাল

গ) বল্লভ ভাই

ঘ) গান্ধীজি



১৩) আটলান্টিস কি ?

ক) জাহাজ

খ) উপ কথার রাজ্য

গ) রোমের রাজধানী

ঘ) মহাসাগর



১৪) মধ্যযুগের সন্ত গণ ভিত্তি চিত্রটি অঙ্কন করেন


ক) রামকিঙ্কর বেইজ

 খ) নন্দলাল বসু

গ) বিনোদ বিহারী মুখোপাধ্যায়

ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর



১৫) বঙ্গলক্ষীর ব্রতকথা গ্রন্থটি লেখেন


ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) অক্ষয় কুমার দত্ত

 গ) গোপালচন্দ্র ভট্টাচার্য

ঘ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী



১৬) মধুমিতা গোস্বামী পশ্চিমবঙ্গের যে খেলার সঙ্গে যুক্ত


ক) কবাডি

খ) খো খো

গ) ব্যাডমিন্টন

ঘ) ভলিবল


১৭) বর্ণনা মূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে


ক) ভাষার অতীত নিয়ে

খ) ভাষার ভবিষ্যত নিয়ে

গ) বিভিন্ন ভাষার গঠন রীতি নিয়ে

ঘ) সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে




১৮) হ ধ্বনিটির উচ্চারণ স্থান হলো


ক) তালু

খ) কন্ঠ নালি

 গ) কন্ঠ

ঘ) দন্ত মূল




২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :



১) ছেলে মেয়ে গুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে - কেন ?


২) চা - ওয়ালা গ্রামের লোকেদের বাকিতে চা বিক্রি করেছিল কোন নিশ্চয়তায় ?


৩) সে কখনো করে না বঞ্চনা - এই রূপ বলার কারন কি ?


৪) নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে সে নামল - কেন নেমেছিল ?


৫) আর আগুন লাগে - কখন কোথায় আগুন লাগে ?


৬) আমি তা পারিনা " কবি কী পারেন না ?

৭) আমি তো চললাম - আবার দেখা হয় কিনা কে জানে - কার কোন নাটকের উক্তি ?


৮) রজনীকান্ত চট্টোপাধ্যায় কত বছর বয়সে নাট্যভিনয়ের সঙ্গে যুক্ত হন ?


৯) কাদের জয় করলো সিজার  ? - সিজার কাদের জয় করেছিলেন ?


১০) শ্বাসাঘাত কাকে বলে ?

১১) ক্যানবেরি রুপমুল কি ?

১২) ভ - এর উচ্চারণ স্থান নির্ণয় করো ।


No comments