Breaking News

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৫



                      PART - A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১)  মৃতুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন ?

১.২) " ভাত " ছোটো গল্পে বড়ো পিসিমার চরিত্র পর্যালোচনা করো !

২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১)  "আজীবন দুঃখের তপস্যা এ জীবন " - ' দুঃখের তপস্যা কি ? আলোচ্য মন্তব্যের মধ্যে নিরিখে কবির মনোভাব বিশ্লেষণ করো ?

২.২) " আমি দেখি " কবিতার বিষয় বস্তু সংক্ষেপে আলোচনা করো ।

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " আমার দিন ফুরিয়ে আসছে " - বক্তার আলোচ্য উক্তির - তাৎপর্য বিশ্লেষণ করো ।

৩২) " বুদ্ধিটা কি করে এলো বলি ।" - " বুদ্ধি " বলতে কি বোঝানো হয়েছে ? বুদ্ধি টা কেমন করে এসেছিল তা লেখো ।

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " চীনের প্রাচীর যখন শেষ হল " - চীনের প্রাচীর সম্পর্কে কি জানো তা লেখো । প্রাচীর নির্মাণ যখন শেষ হলো , সেই সন্ধ্যায় কি হয়েছিল ?

৩.২) " মনে হয় পরে কেউ খোদায় করেছে " - কেন এমন মনে  হয়েছিল ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখকের এই ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হলো ?

৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১) " ...... বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায় ।" - কোন বিদ্রোহের কথা এখানে বলা হয়েছে ? বিদ্রোহের গল্পটি লেখো ।

৫.২) " হটাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা " - কলকাতার ক্ষেপে ওঠার কারণ কি ?

৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১) সহরুপ মূল সম্পর্কে আলোচনা করো ।

৬.২) নুন্যতম শব্দ জোড় কাকে বলে ? উদাহরণ দাও ? এর কাজ কি ?

 ৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা গানের ইতিহাসে সলিল চৌধুরীর অবদান সম্পর্কে আলোচনা করো ।

৭.২) বাংলার লোক শিল্পের অবদান সম্পর্কে আলোচনা করো ।

৭.৩) বাংলা চিত্রকলার ইতিহাসে গগেন্দ্রনাথ ঠাকুর - এর অবদান সম্পর্কে আলোচনা করো ।

৭.৪) বাংলার সবাক চলচ্চিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও ।



                        রচনা

৮.১) খেলা ধুলার প্রয়োজনীয়

৮.২) বিতর্কের বিষয় :- ই- বুক ছাপার বই - এর বিকল্প নয় ।

৮.৩) সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র


                  PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :



১) পুরোহিতের নাম ছিল ?

ক) মহানাম

খ) শতপথি

গ) মহানামশতপথি

ঘ) হরিচরণ



২) ভদ্রলোকেরা বলে ?


ক) দাওর

খ) ফাঁপী

 গ) পৌষে বাদলা

 ঘ) ঝরা



৩) দুরন্ত অভাব থেকেই এর জন্ম এর বলতে কিসের ?


ক) বিভাব নাটকের

খ) নানা রঙ্গের দিন গুলি নাটকের

গ) কাবুকি নাটকের

ঘ) গুরু নাটকের



৪) তিন টে টাকা বকশিস ও দিলুম ওকে ওকে বলতে কাকে ?

ক) রামলাল কে

খ) রমব্রীজ কে

গ) রাম প্রসাদ কে

 ঘ) কালী নাথ কে



৫) রজনীকান্ত বাবু প্রথমে কোন পদে চাকুরী করেছিলেন ?


ক) আই পি এস

খ) ইন্সপেক্টর অফ্ পুলিশ

গ) গোয়েন্দা

 ঘ) প্রোমোটার পদে



৬) নায়িকা তো আমিই হতে পারি । নায়িকা কে হয়েছিলেন ?


ক) বৌদি

খ) তৃপ্তি মিত্র

গ) শম্ভু মিত্রের স্ত্রী

 ঘ) পিঙ্কি মিত্র




৭) নাটক ওয়ালাদের একমাত্র কতব্য কি ?


ক) আনন্দ দেওয়া

খ) অভিনয় করা

গ) হাসানো

 ঘ) শিল্পকে তুলে ধরা



৮) স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন কারন ?


ক) অমাডা ডুবেছিল

 খ) টাইটানিক ডুবেছিল

গ) যুদ্ধে হেরেছিল

ঘ) সাম্রাজ্য হারিয়েছিল




৯) গুরু নানকের শিষ্য র নাম কি ?


ক) মদনা

খ) বলী কান্ধারী

গ) পাঞ্জা সাহেব

ঘ) মর্দানা



১০) রুপ না রাণের কূলে জেগে উঠে কবি কি জানলেন ?


ক) এ জগৎ স্বপ্ন নয়
খ) এ জগৎ সুখের নয়

গ) এ জগৎ শান্তির

ঘ) এ জগৎ মিথ্যা



১১) আমি কি তাকাবো আকাশের দিকে ?

ক) রাজার বিচার চেয়ে

খ) বিধির বিচার চেয়ে

গ) অপরাধীর বিচার চেয়ে

ঘ) আইনের বিচার চেয়ে




১২) একটা অদ্ভুত শব্দ শব্দ টা কীসের ?


ক) কামানের

খ) মেঘের

গ) হরিণের

 ঘ) বন্দুকের



১৩) আমার ক্লান্তির উপরে ঝরুক  ?


ক) পলাশ ফুল

খ) বকুল ফুল

 গ) মহুয়া ফুল

ঘ) কোনোটিই নয়



১৪) শ্রমজীবী মানুষ দের জীবন নিয়ে যিনি ছবি একেছেন ?


ক) পরিতোষ সেন

 খ) রবীন্দ্রনাথ

গ) জয়নুল আবেদীন

ঘ) রামকিঙ্কর বেইজ



১৫) ভারতীয় শিল্প শিক্ষায় সর্ব প্রথম নেচার স্টাডি গুরুত্ব আরোপ করেন ?


ক) নন্দলাল বসু

খ) হেমেন্দ্রণাথ মজুমদার

গ) অনন্ত সুর


ঘ) বিনোদ বিহারী মুখোপাধ্যায়



১৬) তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক হলেন ?


ক) স্যার উইলিয়াম জোনস

খ) চমস্কি

গ) স্যামুয়েল ওয়েসলি

 ঘ) স্যার থমাস এলিয়েট



১৭) র ধ্বনিকে কি ধ্বনি বলে ?


ক) উষ্ম ধ্বনি

 খ) শিস ধ্বনি

গ) নাসিক্য ধ্বনি

ঘ) কম্পিত ধ্বনি


১৮) সর্ব প্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন ?

ক) হর প্রসাদ শাস্ত্রী

খ) পঞ্চানন কর্মকার

গ) জন টমাস

ঘ) জব চার্নক


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও



১) নাসিক্য ধ্বনি কোনগুলি ?
 

২) গুচ্ছ ধ্বনি কাকে বলে ?


৩) গঠন গত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী ?

৪) চোখের জল টা তাদের জন্য চোখের জল টা কাদের  জন্য ?

৫) দুরন্ত অভাব থেকেই এর জন্ম বক্তা দুরন্ত অভাব বলতে কি বুঝিয়েছেন ?

৬) আজ তবে হাসো কথা কও গাও কাকে কে বলেছেন ?


৭) জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল জাপানি থিয়েটারের নাম কি ?


৮) ছিন্ন ভিন্ন অবস্থায় মেয়ে টিকে কোথায় পাওয়া গিয়েছিল ?

৯) বাগানে বসাও কথাটি কবি কবিতায় ক বার ব্যবহার করেছেন ?

১০) মহুয়ার দেশ কবিতায় সকাল টা কেমন ?

১১) আসল বাদার খোজ করা হয় না আর উচ্ছবের আসল বাদাটা বলতে কোন বাদার কথা বলা হয়েছে ?


১২) নইলে দোষ লাগবে কীসের দোষ লাগবে ?

No comments