Breaking News

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৬

               


                      PART - A

১) অনধিক  ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) " আমায় কিছু একটা করতে হবে ভাই " - কেন বক্তার এ রকম মনে হলো ? শেষ পর্যন্ত সে কি করল ?

২) " সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল " - ' সে ' কে ? কোন সন্ধ্যায় সে পেট ভরে খেয়েছিল ? সেই দিন টায় কি ঘটেছিল ?


২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) " নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে সে নামল ।" ' সে ' কে ? সে কেন নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে নামল ?

২) " আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে ?" - কে কেন ' বিধির বিচার চেয়ে ' আকাশের দিকে তাকানোর জন্য প্রশ্ন তুলেছেন ?

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১) " তারা এ সব মানবে কেন ? "  এ সব বলতে কি বোঝানো হয়েছে ? কারা মানবে না বলে আশঙ্খা প্রকাশ করা হয়েছে ? কিভাবে তারা মানতে পারে ?

৩.২) " চাকরি ছেড়ে দিলাম " - কে , কেন চাকরি ছেড়ে দিলেন ? তার চাকরি ছাড়ার কারণ কি ? চাকরি ছাড়ার পর তিনি কোন কাজে যোগ দেন ?

৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১) " কে জিতেছিল ? একলা সে ? " - কে , কোন প্রসঙ্গে এই প্রশ্ন গুলি উত্থাপন করেন ? এই সব প্রশ্নের তাৎপর্য ব্যাখা করো ?

৪.২) " ঠিক হলো ট্রেন টা থামানো হবে ।" - কোন ট্রেনের কথা বলা হয়েছে ? সেটি কিভাবে থামানো হয়েছিল ?


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১) " মেঘের গায়ে জেল খানা , বিশ্বাস হয় না ? " - মেঘের গায়ে জেলখানা টি কোথায় ? তার পরিচয় তুলে ধরো ।
৫.২) " তোমরা হাত বাড়াও , তাকে সাহায্য করো ।" - লেখক কাকে , কিভাবে কেন সাহায্য করতে বলেছেন ?


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১) রূপতত্ত্ব অথবা বাক্যতত্ত্ব সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো ?

৬.২) সমাজ বিজ্ঞান  কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ?


৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :

৭.১) বাংলা গানের ইতিহাসে অতুপ্রসাদ সেনের অবদান আলোচনা করো ।

৭.২) বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করো ?

৭.৩) বাঙালির বিজ্ঞান ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো ।

৭.৪) বাংলার ক্রিকেটের জনক কে ? তার সম্পর্কে আলোচনা করো ?


                            রচনা


১) মানবজীবনের অরণ্য

২) বিতর্কের বিষয় :- কম্পিউটারের যুগে সাহিত্য পাঠের প্রয়োজন নেই ।

৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


             PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :



১) নিখিল কে প্রতিমাসে ক ' জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় ?


ক) দু জায়গায়

খ) চার জায়গায়

গ) এক জায়গায়

 ঘ) তিন জায়াগায়



২) আমার মধ্যে বসে তোরাও খা – এ খানে তোর হলো ?

ক) বাসিনিরা

 খ) উচ্ছবেরা

 গ) চুন্নীরা

ঘ) করক কুকুরেরা



৩) এ জীবন কি  ?


ক) দুঃখের তপস্যা

 খ) আমৃত্যুর দুঃখের তপস্যা

গ) আমৃত্যু তপস্যা

 ঘ) তপস্যা



৪) ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কোন কাজকে কবি মনে করেন অর্থ হীন ?


ক) সাহিত্য চর্চা কে

খ) চিত্র চর্চা কে

 গ) সংগীত চর্চা কে

 ঘ) আলোচ্য তিনটি কথাই সত্য


৫) শরীরে যদি রক্ত থাকে , তাহলে রক্তে মিশে আছে ?


ক) বিষ
খ) পারদ

 গ) আভিজাত্য

 ঘ) প্রতিভা


৬) দশ দশ বছরে এক একজন – কার উদ্ভব ঘটে ?


ক) মহামানবের

 খ) সম্রাটের

গ) সেনা নায়কের

ঘ) শাহ জাদার


৭) পিছনে দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে ?


ক) কালি নাথ

খ) আমারই জীবনের আটষট্টি টা বছর

গ) আলমগির

ঘ) বক্তিয়ার


৮) ব্রতচারী র উদ্ভাবক কে ?

ক) গুরু সদয় দত্ত

 খ) রাম রতন দত্ত

গ) রাম সদয় দত্ত

ঘ) গুরু দাস দত্ত


৯) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ?

ক) ১৮১৭ সালে

 খ) ১৮৫৭ সালে

 গ) ১৮৩৭ সালে

ঘ) ১৮৭১ সালে


১০) প্রথম আধুনিক থিস রাসের প্রণেতা ?

ক) রকেট

খ) সোস্যুর

 গ) চমস্কি

ঘ) সুনীতি কুমার


১১) শীতে রাঢ বাংলার বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ?

ক) ডাওর

খ) বাদলা

গ) ফাঁপি

 ঘ) পৌষে বাদলা


১২) স্মশান থেকে কি আসবে ?

ক) ডোম

খ) মাটি

 গ) মড়ার খুলি

ঘ) বালি



১৩) হরিণীর পর হরিণকে চমক লাগিয়ে দেবার ইচ্ছে হয়েছি ল হরিণের ?


ক) সাহসে সৌর্ন্দয্য সংকল্পে

 খ) সাহসে সাধে সৌর্ন্দয্য

গ) সাহসে সংকল্পে সাধে

ঘ) সাধে উল্লাসে আনন্দে


১৪) মহুয়ার দেশটি হলো ?

ক) মেঘের কোলে

 খ) মেঘ মন্থর

গ) মেঘ মদির

 ঘ) মেঘ মধুর


১৫) কাবুকি নাটকের অভিনেতার কাল্পনিক মৃত্যুকে মনে হয়েছে ?


ক) স্বাভাবিক

খ) অটিস্টিক

গ) ইস্থেটিক

 ঘ) অটিস্টিক ও ইস্থেটিক


১৬) একটি মেয়ের কণ্ঠে শোনা যায় যে গানটি শোনা যায় ?


ক) ভালোবাসি ভালোবাসি

 খ) ভালোবেসে সখী

গ) মালতী লতা দোলে

ঘ) আমার মল্লিকা বনে


১৭) শনিতে বাদলা লাগল থাকবে ?


ক) তিনদিন

খ) পাঁচদিন

 গ) দু দিন

ঘ) সাতদিন


১৮) মান্না দের প্রকৃত নাম কি ?

ক) প্রবোধ কুমার দে

খ) প্রবোধ চন্দ্র দে

গ) প্রবীর কুমার দে

ঘ) প্ৰতোষ কুমার দে



২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :


১) LAD কি ?

২) বহুস্বরিতা কাকে বলে ?

৩) লাঙ ও পারোল কাকে বলে ?

৪) এত যে শুনি বাইজেন্টিয়াম – বাইজেন্টিয়াম কি ?

৫) পাঞ্জা সাহেবে সাকা হয়েছে  পাঞ্জা সাহেবে র আগের নাম কি ছিল ?

৬) মরে যাবো তবুও ভুলবোনা বক্তা কি ভুলবেন না ?

৭) এত বড়ো জখমী লভসিন নাট্যকার এমন কথা বলেছেন কেন ?

৮) একটা অদ্ভুত শব্দ কীসের শব্দের কথা বলা হয়েছে ?

৯) দেহ চায় সবুজ বাগান বলার কারন কি ?

১০) শিশির ভেজা সবুজ সকালে বক্তা কি দেখলেন ?

১১) সে ই কবিতায় জাগে কী জাগে ?


১২) ফুট পাত বাসি মৃত্যুঞ্জয় কি বলে ?

No comments