রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সেট পার্ট ১০
PART - A ( MARKS :- 40 )
১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।
১) জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ? জাতীয় স্বার্থের ধারনা বিশ্লেষণ করো ।
২) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?
৩) ভারতের রাষ্ট্রপ্রতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ?
৪) লোকসভার গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।
৫) ক্রেতা আদালত কাকে বলে ? ক্রেতা আদালতের উদ্দেশ্যে কি ? ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ।
PART - B
১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।
১) কত সালে ভারত পাকিস্থানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৬৫
খ) ১৯৭০
গ) ১৯৭১
ঘ )১৯৭৫
২) ঠান্ডা যুদ্ধকে " গরম শান্তি " বলে বর্ণনা করেছেন ?
ক) বার্নেট
খ) জন কেনেডি
গ) ফ্রিডম্যান
ঘ) বার্নাড বারূচ
৩) জোট নিরপেক্ষ আন্দোলন (NAM ) এর ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হবে ?
ক) ২০১৫
খ)২০১৭
গ) ২০১৯
ঘ) ২০১৮
৪) সার্ক - এর নতুন সদস্য হয়েছে কোন দেশটি ?
ক) আফগানিস্থান
খ) নেপাল
গ) বাংলাদেশ
ঘ) ভুটান
৫) " Indian's Foreign Policy " গ্রন্থটির রচয়িতা কে ?
ক) ভি . পি . দত্ত
খ) মোগেনথাউ
গ) নেহেরু.
ঘ) এদের কোনোটিই নয়
৬) স্বাধীন ভারতের বৈদেশিক নীতির প্রধান স্থপতি কে ছিলেন ?
ক) আম্বেদকর
খ) জহরলাল নেহেরু.
গ) রাজীব গান্ধী
ঘ) সুভাষচন্দ্র বসু
৭) কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যাবহার করা হয় ?
ক) লন্ডন ঘোষনা.
খ) ওয়াশিংটন ঘোষণা
গ) আটলান্টিক সনদ
ঘ) মস্কো ঘোষনা
৮) সাধারন সভা সর্বজনীন মানবাধিকারের ঘোষণা পত্র পাস করে কোন সালে ?
ক) ১৯৪৫.
খ) ১৯৪৭
গ) ১৯৪৮
ঘ) ১৯৫০
৯) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল ?
ক) ৯
খ) ১০
গ) ১১
ঘ) ১২
১০) আন্তজার্তিক বিচারালয়ের বিচারপতির কার্যকালের মেয়াদ হলো ?
ক) ৫ বছর
খ) ৬ বছর
গ) ৯ বছর.
ঘ) ১০ বছর
১১) Spirit Of The Laws - এর গ্রন্থটির লেখক হলেন ?
ক) বর্দা
খ) মন্তেস্কূ
গ) জন লক
ঘ) হারিংটন
১২) ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কি ?
ক) লর্ড সভা
খ) সিনেট
গ) রাজ্যসভা.
ঘ) কমন্স সভা
১৩) কোন দেশের সংবিধানে প্রথম ক্ষমতা সতন্ত্রী করন নীতি গৃহীত হয় ?
ক) ব্রিটেন
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) ভারত ।
১৪) এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন ?
ক) জে. এস . মিল
খ) লর্ড ব্রাউস
গ) গেটেল
ঘ) বেন্তাম ।
১৫) " বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না " - কে এ কথা বলেছেন ?
ক) গার্নার.
খ) ব্রাউস
গ) কে. সি .হোয়ার
ঘ) গেটেল
১৬) আইনসভার দ্বারা বিচারপতি নিয়োগ করা হয় ?
ক) ব্রিটেনে
খ) ভারতে
গ) বাংলাদেশে
ঘ) সুইজারল্যান্ডে ।
১৭) কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারন ?
ক) ৩৫২.
খ) ৩৫৫
গ) ৩৫৬
ঘ) ৩৬০ ।
১৮) রাজ্যের মন্ত্রিসভার নেতা বা প্রধান হলেন ?
ক) রাজ্যপাল.
খ) রাষ্ট্রপতি
গ) মুখ্যমন্ত্রী.
ঘ) প্রধানমন্ত্রী ।
১৯) বর্তমানে পৌরসভার নির্বাচিত প্রতিনিধি দের বলা হয় ?
ক) কাউন্সিলার
খ) চেয়ারম্যান
গ) মেয়র
ঘ) কমিশনার ।
২০) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন ?
ক) প্রধান
খ) সভাধিপতি
গ) বি. ডি. ও
ঘ) সভাপতি ।
২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।
১) গ্লাসনস্ত কথাটির অর্থ কি ?
২) বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
৩) নিরপেক্ষ ও জোট নিরপেক্ষতার মধ্যে প্রধান পার্থক্য কি ?
৪) জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ?
৫) এন . পি.টি - তে স্বাক্ষর করেনি এমন একটি রাষ্ট্রের নাম লেখো ?
৬) কূটনীতি ও বৈদেশিক নীতির মধ্যে পার্থক্য কি ?
৭) সার্ক এর সম্পূর্ণ কথাটি কি ?
৮) কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ নামটি দেন ?
৯) মহাসচিব কিভাবে নির্বাচিত হন ?
১০) দ্বৈত ভেটো কাকে বলে ?
১১) ইউনেস্কো এর সম্পূর্ণ কথাটি কি ?
১২) আটলান্টিক সনদে কারা স্বাক্ষর করেন ?
১৩) এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও ?
১৪) অঙ্গরাজ্য গুলিতে মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হন ?
১৫) পৌরণিগমের আয়ের একটি উৎস লেখো ?
১৬) গ্রাম পঞ্চায়েতের একটি অবশ্য পালনীয় কাজ লেখো ?
No comments