Breaking News

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন পত্র ২০২০ [ Bengali Questions Papers 2020 ]



                   উচ্চ মাধ্যমিক ২০২০

                       বাংলা প্রশ্ন পত্র
                          PART - A 


১) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও । 


মান :- 5×1  =5

১.১) " সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে ।" -  ' ওরা ' বলতে কাদের বোঝানো হয়েছে ? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছে কেন ? ' সে ' কে ? বুঝতে পেরে সে কি করেছিল ?

১.২) ' এ অপরাধের  প্রায়চিত্ত কি ?' - কে কোন অপরাধের প্রায়চিত্রের কথা বলেছেন ? বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন ?


২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও । 
মান :- 5×1  =5

২.১) " এসেছে সে ভোরের আলোয় নেমে " - সেই ভোরের বর্ণনা দাও ?  " সে " ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো লেখো ?

২.২) " অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক " - এ খানে কোন মানুষের কথা বলা হয়েছে ? তারা অবসন্ন কেন ? " ধুলোর কলঙ্ক " বলতে কবি কি বুঝিয়েছেন ?

৩) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৩.১) " এমনি সময় এক সাহেবের লেখা পড়লাম ।" - " এমনি সময় " বলতে কোন পরিস্থিথির কথা বলা হয়েছে ? সাহেবের নাম কি ? তিনি কি লিখেছিলেন ?
৩.২) " নানা রঙ্গের দিন " নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে , তা নিজের ভাষায় লেখো । নাটকটির নামকরণ কতখানি সার্থক - তা আলোচনা করো ।


৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৪.১) " স্পেনের ফিলিপ কেদেছিল খুব । আর কেউ কাদেনি ? " যে কবিতার অন্তর্গত , সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ? " ' ফিলিপ ' কেদেছিল কেন ? ' আর কেউ কাদেনি ? ' -  বলতে বক্তা  কি বোঝাতে চেয়েছেন ?

৪.২) " হটাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল " । - তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিলো ? তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল ?

৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৫.১) " এত ফসল ,  এত প্রাচুর্য  - তবু কিন্তু মানুষ গুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই ? " - মানুষ গুলোর জীবন যাত্রার পরিচয় দাও । তাদের জীবনে শান্তি নেই কেন ?

৫.২) " মেঘের গায়ে জেলখানা " - রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো ।

৬) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×1  =5

৬.১) উদাহরণসহ " ধ্বনিমূল " ও " সহধ্বনি " - র সম্পর্কে বুঝিয়ে দাও ।

৬.২) " শব্দার্থ পরিবর্তন " বলতে কি বোঝো ? উদাহরণ সহ " শব্দাথের সংকোচ " ও " শব্দাথের প্রসার " সমন্ধে আলোচনা করো ।

                  অথবা

" রূপমূল "  কাকে বলে ? উদাহরণসহ " স্বাধীন ও পরাধীন " রূপমূল - এর পরিচয় দাও ।


৭) অনধিক ১৫০ শব্দে যে - কোনো দুটি  প্রশ্নের উত্তর দাও ।

মান :- 5×2  =10

৭.১) বাংলা সঙ্গীতজগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায় অথবা মান্না দে ' র স্থান নিরুপন করো ।

৭.২) বাঙ্গালীর কুস্তিচর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৭.৩) বাঙ্গালীর বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো ।

৭.৪) " পট " বলতে কি বোঝানো হয় ? এই শিল্প ধারাটির একটি পরিচয় মূলক বিবৃত প্রস্তুত করো ।

৮)
৮.১) পরিবেশ বিপর্যয় ( রচনা )

৮.২) শুভ উৎসব ( রচনা )

৮.৩) বিতর্কের বিষয় :- ফেসবুক আশীর্বাদ

৮.৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (  জীবনী মূলক রচনা )

                  PART - B

              ( নাম্বার - ৩০ )

১) ঠিক প্রশ্ন গুলি নির্বাচন করো ।

মান - ১×১৮ = ১৮

১.১) বর্ননা মূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল ?

ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

খ) উনিশ শতকের শেষের দিকে

গ) সপ্তদশ  শতাব্দীর প্রথম দিকে

ঘ)  আঠারো শতকের শেষে ।

১.২) রূপ মূল পরিবারে " রূপ " - এর " বিকল্প " কে বলা হয় ?

ক) স্বাধীন রূপমূল

খ) পরাধীন রূপমূল

গ) সহরুপ রূপমূল

ঘ) বদ্ধরূপমূল

১.৩) প্রথম বাঙালি  সাঁতারু , যিনি বিখ্যাত হয়েছিলেন ?

ক) আরতি সাহা

খ) মিহির সেন

গ) বুলা চৌধুরী

ঘ) রেশমি শর্মা

১.৪) " তুমি নির্মল করো মঙ্গল করো " - গানটির রচয়িতা ?

ক) অতুল প্রসাদ সেন

খ) দ্বিজেন্দ্রলাল রায়

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) রজনীকান্ত সেন

১.৫) বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নাম টি হল
ক) সপ্তপদী

খ) স্বরলিপি

গ) কাঞ্চনজঙ্ঘা

ঘ) পথে হল দেরি

১.৬) হাসান আব্দালের বর্তমান নাক কি ?

ক) হাসান সাহেব

খ) নানা সাহেব

গ) বংশী সাহেব

ঘ) পাঞ্জাসাহেব

       অথবা

ব্যাবিলন  বিখ্যাত ছিল যে কারণে ?

ক) শূন্য মাঠ

খ) শূন্য পুরী

গ) শূন্য মরুভূমি

ঘ) শূণ্য উদ্যান

১.৭) " A hourse  ! A hourse  ! My Kingdom for a hourse  "- সংলাপ টি কোন নাটক থেকে গৃহীত হয়েছে ?

ক) ম্যাকবেথ

খ) ওথেলো

গ) জুলিয়াস সিজার

ঘ) রিচার্ড দ্য থার্ড

         অথবা

" লভ সিন " - এ কোন বাদ্য যন্ত্র  এর ব্যাবহার হয়েছিল ?

ক) বেহালা

খ) সেতার

গ) গিটার

ঘ) হারমোনিয়াম

১.৮) " হাঁসির খোরাক , পপুলার জিনিসের খোরাক " - কোথায় পাওয়া যাবে ?

ক) ঘরে

খ) মাঠে

গ) ঘাটে

ঘ) বাইরে

১.৯) কাবুকি থিয়েটার কোন দেশের ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) ভিয়েতনাম

গ) জাপান

ঘ) রাশিয়া

           অথবা

" ওদৃষ্ট তো মানে আপনি " - সংলাপ টির বক্তা কে ?

ক) অমর গাঙ্গুলি

খ) রজনী চ্যাটার্জী

গ) কালিনাথ সেন

 ঘ) শম্ভু মিত্র

১.১০) " এ জগৎ " -
ক) মিথ্যা নয়

খ) সত্য নয়

গ) স্বপ্ন নয়

ঘ) কঠিন নয়

১.১১) " দেহ চায় " - দেহ কী চায় ?

ক) গাছ

খ) সবুজ গাছ

গ) বাগান

ঘ) সবুজ বাগান

১.১২) " গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ " - কে একে দেয় ?

ক) ডুবন্ত সূর্য

খ) অলস সূর্য

গ) উদীয়মান সূর্য

ঘ) দুপুরের সূর্য

১.১৩) " ময়ূরের সবুজনীল ডানার মতো ঝিলমিল করছে ?

ক) বন ও আকাশ

খ) আকাশ ও মাঠ

গ) মাঠ ও বন

ঘ) সুন্দরী বন ও অর্জুনের বন

১.১৪) " ভারতবর্ষ " গল্পে " জেহাদ ঘোষণা " করেছিল ?
ক ) মোল্লা সাহেব

খ) করিম ফরাজী

গ) ফজলু সেখ

ঘ) আকবর মিঞা

১.১৫) " বাবুরা খায় " - বাবুরা কী খায় ?

ক) নানাবিধ চাল

খ) নানাবিধ ফল

গ) নানাবিধ পানীয়

ঘ) নানাবিধ শাক

১.১৬) " এক সময় দাগী ডাকাত ছিল " কে ?

ক) করিম ফরাজী

খ) মোল্লা সাহেব

গ ) নিবারণ বাগদী

ঘ) ভর্চার্জ মশায়

১.১৭) " বাসিনী বাজ্ঞতা করি  তোর " - বক্তা কে ?

ক) সেজ বউ

খ) হরিচরণ

গ) বড়ো পিসিমা

ঘ) উচ্ছব

১.১৮) মৃতুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে ?

ক) নিখিল

খ) টুনুর মা

গ) সে নিজে

ঘ) চাকর ও ছোটো ভাই


২) অনধিক ২০ টি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও ।

মান - ১×১২ = ১২

২.১) কি জন্য " হুতাশে " "  ' সেদিন ' সেদিন কতটা কাঠ কেটেছিল উচ্ছব  ?

২.২) " আমি দেখি " কবিতায় নিজের উজ্জীবনীশক্তি কীভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন  ?

২.৩) "  ক্রন্দনতা জননীর পাশে " থাকতে না পারলে কবির কি মনে হয় ?

২.৪) " নানা রঙ্গের দিন " - এর " চরিত্রলিপি " বয়সসহ উল্লেখ করো ।

                      অথবা

" সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয় " - শুধু ভঙ্গিমার মাধ্যমে লড়াইতে কীভাবে একজন মারা যাবে ?

২.৫) " শৈলী বিজ্ঞান " কাকে বলে ?

২.৬) " থিসরাস " কাকে বলে ? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও ?

  " প্রয়োগতত্ত্ব " কাকে বলে ? সংক্ষিপ্ত উদাহরণ দাও ?

২.৭) " মৃতুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় " - কি টের পাওয়া যায় ?
২.৮) কবি কাকে " শীতের দুঃস্বপ্ন " বলেছেন ?

২.৯) " জেগে উঠিলাম " - কবি কোথায় কীভাবে জেগে উঠলেন ?

২.১০) " তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি " - প্যাঁচটির পরিচয় দাও ।

     অথবা

" মরে যাবো তবু ভুলবো না " - কে , কী ভুলবে না ?

২.১১) " রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ? " - কারা পাথর আনার শ্রম দিত ও কাদের খেতি হত ?

     অথবা

" আমি কৌতুহলী হয়ে উঠি " - বক্তা কোন বিষয়ে কৌতুহলী হন  ?

২.১২) " গুচ্ছধ্বনি " কাকে বলে ?

No comments