উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২
PART - A
বিভাগ - ক
১। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১.১। “এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে ।” – বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় ?
১.২। “সেই সময় এল এক বুড়ি ।” – লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।
২। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
২.১। “আরোগ্যর জন্য ঐ সবুজের ভীষণ দরকার” – ‘ঐ সবুজ’ বলতে কি বুঝিয়েছেন ? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন ?
২.২। “আমি তা পারি না ।” – কবি কি পারেন না ? “যা পারি কেবল” – কবি কি পারেন ?
৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.১। “আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জেমশাই – কেউ জানে না” – কোন নাটকের অংশ ? বক্তা কে ? তিনি কেন গ্রিনরুমে ঘুমোন ?
৩.২। “জীবন কোথায় ?” – কে , কাকে বলেছেন ? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ?
৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৪.১। “অবাক – বিহ্বল বসে আছি , মুখে কথা নেই ।” মুখে কথা নেই কেন ?
৪.২। “কে আবার গড়ে তুলল এতবার ?” – কি গড়ে তোলার কথা বলা হয়েছে ? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ?
৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫.১। “এ অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়” – কোন অঞ্চলের কথা বলা হয়েছে ? গারোদের ঘর কেমন তার বিবরণ দাও ?
৫.২। “জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর ।” – কোন জেলখানা ? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হত ?
৬। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৬.১। বিভাজ্য ধ্বনি কাকে বলে ? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও ।
৬.২। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো ।
৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৭.১। বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো ।
৭.২। বাংলা ক্রিকেটের ধারায় সারদারঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো ।
৭.৩। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো ।
৭.৪। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ।
৮। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করো , নির্দেশনাসুরে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করো ।
৮.১। কোভিড ১৯র বিশ্বব্যাপী আক্রমণ ।
৮.২। নতুন মাস্টারমশাই ।
৮.৩। বিতর্কের বিষয় : ‘ক্লাসরুম’ শিক্ষার পরিপূরক ‘অনলাইন এডুকেশন’ ।
৮.৪। সৈয়দ মুজতবা আলী ( ১৯০৪ – ১৯৭৪ ) ।
PART – B
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো ( যে কোনো ১৮টি প্রশ্নের উত্তর দাও ) :
১.১। “নিহত ভাইয়ের শবদেহ দেখে / না ই যদি হয়” ?
( ক ) রোষ
( খ ) ক্ষোভ
( গ ) রাগ
( ঘ ) ক্রোধ
১.২। থুথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ?
( ক ) চিটচিটে তুলোর কম্বল
( খ ) ছেঁড়া কাপড়
( গ ) নোংরা চাদর
( ঘ ) দামী শাল
১.৩। “এ গল্প গ্রামে সবাই শুনেছে” – গল্পটা হল ?
( ক ) বাসিনির মনিব বাড়িতে হেলাঢেলা ভাত
( খ ) বাসিনির মনিব খুব ভালো লোক
( গ ) বাসিনির মনিব সতীশবাবু আত্মীয়
( ঘ ) বাসিনির মনিব বাড়িতে লোকের মেলা ।
১.৪। “হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি” – কারণ
( ক ) সংস্কৃতে বারো পেয়েছিলাম
( খ ) সংস্কৃতে ফেল করেছিলাম
( গ ) সংস্কৃতে দশ পেয়েছিলাম
( ঘ ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
১.৫। “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন” – কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন ?
( ক ) অনিন্দ্য সৌরভ
( খ ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
( গ ) শঙ্খ ঘোষ
( ঘ ) উৎপলকুমার বসু
১.৬। “কাল্পনিক যুদ্ধ” – এর মৃত্যুকে নাট্যকার বলেছেন ?
( ক ) ইসথেটিক মরা
( খ ) অস্বাভাবিক মরা
( গ ) খুব রোমান্টিক
( ঘ ) অদ্ভুত মরা
১.৭। “তুলসী লাহিড়ীর ‘পথিক’ নাটক থেকে বলি – ( ফিল্মি ঢঙে ) ‘ আমি তো চললাম ....” বক্তা কে ?
( ক ) বৌদি
( খ ) শম্ভু
( গ ) অমর
( ঘ ) সার্জেন্ট
১.৮। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি ?
( ক ) টুয়েলভ ইংক স্কেচেস
( খ ) হলকর্ষণ
( গ ) শ্বেত অভিসারীকা
( ঘ ) উন্ডস
১.৯। ‘ভাত’ গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল ?
( ক ) যক্ষ্মা
( খ ) ম্যালেরিয়া
( গ ) টাইফয়েড
( ঘ ) ক্যান্সার
১.১০। বড়ো বাড়ির হোময্যোগি করতে এসেছিল ?
( ক ) বেদজ্ঞ পন্ডিত
( খ ) শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ
( গ ) কুল পুরোহিত
( ঘ ) তান্ত্রিক
১.১১। “সবাই আবিষ্কার করল”
( ক ) ভারতবর্ষ
( খ ) বটতলায় বুড়ির অসাড় দেহ
( গ ) শকুনের ঝাঁক
( ঘ ) পড়ে থাকা পুঁটলি
১.১২। গোবর গুহের নাম কোন খেলার ?
( ক ) কুস্তি
( খ ) ব্রতচারি
( গ ) তিরন্দাজি
( ঘ ) কবাডি
১.১৩। “রক্তের অক্ষরে দেখিলাম” কি দেখলেন ?
( ক ) আপনার স্বপ্ন
( খ ) আপনার জগৎ
( গ ) আপনার বেদনা
( ঘ ) আপনার রূপ
১.১৪। “মেঘমদির মহুয়ার দেশ” আছে ?
( ক ) খুব , খুব কাছে
( খ ) অনেক , অনেক দূরে
( গ ) নিবিড় অরণ্য
( ঘ ) প্রান্তরের শেষে
১.১৫। চাষাভুষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল ?
( ক ) গরম চায়ের
( খ ) রোধ ঝলমল একটা দিনের
( গ ) নদী উর্দিপরা চৌকিদারের
( ঘ ) শহরে যাওয়ার বাসের
১.১৬। কি উচ্ছবকে বড়ো উতলা করে ?
( ক ) বাদার চালের গন্ধ
( খ ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা
( গ ) বউ ছেলেমেয়ের কথা
( ঘ ) ফুটন্ত ভাতের গন্ধ
১.১৭। “উ: কি শীত – সব আছে শুধু ....” কি নেই ?
( ক ) মানুষ নেই
( খ ) আলো নেই
( গ ) লোকজন নেই
( ঘ ) শীতের পোশাক নেই
১.১৮। “স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল ।” কীসের আবেদন জানানো হল ?
( ক ) ট্রেনটাকে চালানোর
( খ ) ট্রেনটাকে থামানোর
( গ ) নতুন ট্রেনের ব্যাবস্থা করার
( ঘ ) ট্রেনটাকে বাতিল করার
১.১৯। “শাহজাদি ! সম্রাটনন্দিনী ! মৃত্যু ভয় দেখাও কাহারে” – কোন নাটকের অংশ ?
( ক ) সাজাহান
( খ ) মেবার পতন
( গ ) রিজিয়া
( ঘ ) চন্দ্রগুপ্ত
১.২০। রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ?
( ক ) এক টাকা
( খ ) তিন টাকা
( গ ) চার টাকা
( ঘ ) দুই টাকা
১.২১। বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল ?
( ক ) সমাচার দর্শন
( খ ) তত্ত্ববোধিনী দর্শন
( গ ) দিগদর্শন
( ঘ ) প্রাকৃতিক বিজ্ঞান
১.২২। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় ?
( ক ) বিভক্তি
( খ ) উপসর্গ
( গ ) প্রত্যয়
( ঘ ) অনুসর্গ
১.২৩। বিভাজ্য ধ্বনির অপর নাম ?
( ক ) যুক্তধ্বনি
( খ ) পারশবিক ধ্বনি
( গ ) খন্ড ধ্বনি
( ঘ ) তাড়িত ধ্বনি
১.২৪। ‘ডাওর’ কথাটির অর্থ ?
( ক ) ভদ্রলোক
( খ ) ছোটলোক
( গ ) শহরের লোক
( ঘ ) গ্রামের লোক
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দাও ) :
২.১। বর্ধমানে কোন গান বেআইনি ?
২.২। অবিভাজ্য ধ্বনি কাকে বলে ?
২.৩। প্রত্যয় কাকে বলে ?
২.৪। “একজন ঠান্ডা মাথায় বলল” – কি বলেছিল ?
২.৫। “ওই পাঁচ ভাগে ভাত হয়” – পাঁচ ভাগ বলতে কি বোঝানো হয়েছে ?
২.৬। সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও ।
২.৭। শ্বাসাঘাত কাকে বলে ?
২.৮। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি ?
২.৯। স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন , তার মধ্যে দুটি ভাষার নাম লেখো ।
২.১০। ‘ Dictionary’ শব্দটি কবে কোথায় পাওয়া যায় ?
২.১১। “রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান ।” – কাকে , কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন ?
২.১২। “তারা থাকত কোন ভাষায় ?” – কাদের কথা বলা হয়েছে ?
২.১৩। “তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না” – কার ‘বয়েস’ কেন বোঝা যায় না ?
২.১৪। “এমনি এলাম – একেবারে এমনি নয় ...” – কে , কোথায় এসেছিলেন ?
২.১৫। ‘আমি কৌতুহলী হয়ে উঠি’ – কি বিষয়ে বক্তা কৌতুহলী হয়ে ওঠেন ?
২.১৬। “তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি” – এই নির্দেশ কে , কাকে দিয়েছিল বলে ‘বিভব’ নাটকে উল্লেখ করা হয়েছে ?
২.১৭। “চন্নুরি রে ! তুইও খা” – কোন গল্পের অংশ ? ‘চন্নুরী’র পরিচয় দাও ।
২.১৮। “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন” – কবি জীবনকে ‘দুঃখের তপস্যা’ মনে করেছেন কেন ?
২.১৯। ‘সেটাই সবাইকে অবাক করেছিল ।’ – সবাই অবাক হয়েছিল কেন ?
২.২০। “ঘুমহীন তাদের চোখে হানা দেয়” – কাদের চোখে কি হানা দেয় ?
No comments