উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৩
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো ( যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও ) বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় :
( i ) “ভাত খাবে কাজ করবে” - এ কথা বলেছিল ?
( ক ) বামুন ঠাকুর
( খ ) বড়ো পিসিমা
( গ ) বাসিনী
( ঘ ) বড়ো বউ
( ii ) “যথেষ্ট রিলিফ ওয়ার্ক” না হওয়ার কারণ
( ক ) টাকার অভাব
( খ ) লোকের অভাব
( গ ) সদিচ্ছার অভাব
( ঘ ) সামগ্রীর অভাব
( iii ) “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে” –
( ক ) যা ঘটেছে ভুলে যেতে
( খ ) অফিসের কাজে মন বসাতে
( গ ) সংসারে মন দিতে
( ঘ ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।
( iv ) কোন বারে বাদলা লাগল সাতদিন থাকবে ?
( ক ) শনিবারে
( খ ) মঙ্গলবারে
( গ ) বুধবারে
( ঘ ) সোমবারে
( v ) “ বুড়িমা ! তুমি মরণি !” – এ কথা বলেছিল
( ক ) নকড়ি নাপিত
( খ ) ফজলু শেখ
( গ ) করিম ফরাজি
( ঘ ) চৌকিদার
( vi ) “ জানিলাম এ জগৎ ” –
( ক ) সত্য নয়
( খ ) স্বপ্ন নয়
( গ ) কল্পনা নয়
( ঘ ) বাস্তব নয়
( vii ) “ শহরের অসুখ হাঁ করে ” কি খায় ?
( ক ) বাতাস
( খ ) ধোঁয়া
( গ ) ধুলো
( ঘ ) সবুজ
( viii ) “ রাত্রের নির্জন নি: সঙ্গতাকে আলোড়িত করে ” –
( ক ) দেবদারুর দীর্ঘ রহস্য
( খ ) অসহ্য , নিবিড় অন্ধকার
( গ ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
( ঘ ) শীতের দুঃস্বপ্ন
( ix ) ...“ শরীরটাকে স্রোতের মতো / একটা আবেশ দেওয়ার জন্য ” হরিণটি –
( ক ) নরম ঘাসের উপর শুয়ে পড়ল
( খ ) নদীর তিক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল
( গ ) অর্জুন বনের ছায়ায় দাড়াল
( ঘ ) দেশোয়ালিদের জ্বালানোর আগুনের উত্তাপ নীল
( x ) “ এর নাম হওয়া উচিৎ ” –
( ক ) বিভাব নাটক
( খ ) অভাব নাটক
( গ ) পূর্ণাঙ্গ নাটক
( ঘ ) হাসির নাটক
( xi ) “ মঞ্চের মাঝখানে ” ওল্টানো রয়েছে –
( ক ) একটি
( খ ) একটি চেয়ার
( গ ) একটি লন্ঠন
( ঘ ) একটি টুল
( xii ) শম্ভু মিত্রের মতে , জীবনকে উপলব্ধি করা যাবে –
( ক ) রাস্তায় , মাঠে , ঘাটে
( খ ) চার দেওয়ালের মধ্যে
( গ ) বুকের মধ্যে
( ঘ ) মঞ্চের মাঝে
অথবা
( xiii ) “ এ সব বাজে কথায় আমি বিশ্বাস করি না ।” – বাজে কথাটি হল
( ক ) অভিনেতার মৃত্যু নেই
( খ ) নাট্যভিনয় একটা পবিত্র শিল্প
( গ ) রজনী চাটুজ্জে মরে গেছে
( ঘ ) পাবলিক আমাকে আর চায় না ।
( xiv ) “ সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই – কেবল সার্জেন্ট এর একটি
( ক ) টুপি থাকে
( খ ) লাঠি থাকে
( গ ) ক্রস বেল্ট থাকে
( ঘ ) ব্যাজ থাকে
অথবা
( xv ) দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল ?
( ক ) জ্বলন্ত ধূপকাঠি
( খ ) তরবারি
( গ ) আতরদান
( ঘ ) জ্বলন্ত মোমবাতি
( xvi ) “ যখন সমুদ্র তাকে খেল ” – কাকে খেল ?
( ক ) আটলান্টিকে
( খ ) থিবসেকে
( গ ) লিমাকে
( ঘ ) ব্যাবলিনকে
( xvii ) “ বলি কান্ধারি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন ” –
( ক ) গাছের তলায়
( খ ) পথের ধারে
( গ ) পাহাড়ের চুড়ায়
( ঘ ) নদীর ধারে
( xviii ) রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন –
( ক ) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
( খ ) রঘুনাথ রায়
( গ ) নিধুবাবু
( ঘ ) জ্ঞান গোঁসাই
( xix ) “ দাদার কীর্তি ” চলচ্চিত্রটির পরিচালক ?
( ক ) তপন সিংহ
( খ ) দিনেন গুপ্ত
( গ ) গৌতম ঘোষ
( ঘ ) তরুণ মজুমদার
( xx ) কালাজ্বরের প্রতিষেক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন
( ক ) রাধাগোবিন্দ ধর
( খ ) নীলরতন সরকার
( গ ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
( ঘ ) বিধানচন্দ্র রায়
( xxi ) মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা –
( ক ) ছয়
( খ ) সাত
( গ ) আট
( ঘ ) নয়
( xxii ) “ থিসরাস ” শব্দের বৃৎপত্তিগত অর্থ হল –
( ক ) অভিধান
( খ ) শব্দকোষ
( গ ) রত্নাগার
( ঘ ) শব্দভান্ডার
২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
( i ) “ বুড়ি খেপে গেল ।” – কোন কথায় বুড়ি খেপে গেল ?
( ii ) “ উচ্ছব আবার কাঠ কাটতে থাকে ।” – উচ্ছব কাঠ কাটছিল কেন ?
( iii ) “ কীসের মূল্যবোধ ।” – কোন প্রসঙ্গে বক্তার এরূপ উপলব্ধি হয়েছে ?
( iv ) “ অলস সূর্য দেয় একে ” – অলস সূর্য কি একে দেয় ?
( v ) কারা , কেন সারারাত মাঠে আগুন জ্বেলেছিল ?
( vi ) “ চিনিলাম আপনারে ” – কবি কীভাবে নিজেকে চিনলেন ?
( vii ) “ অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে ” কি করেন ?
অথবা
“ তখন মনে মনে কত আশা , কত প্ল্যান !” – কে , কীসের আশা ও প্ল্যান করেছিলেন ?
( viii ) “ তারা এসব মানবে কেন ?” – কারা , কি মানবে না বলে বক্তার মনে হয়েছে ?
অথবা
“ তাঁকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন ?” – কে , কাকে বন্দি করে রেখেছিলেন ?
( ix ) “ স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল ।” – কীসের আবেদন জানানো হয়েছিল ?
অথবা
“ সেই সন্ধায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?” – কোন সন্ধার কথা বলা হয়েছে ?
( x ) “ কলম ” শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো ।
( xi ) যুগ্মধ্বনি কত রকমের ও কি কি ?
( xii ) বর্গান্তর কাকে বলে ?
৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.১। “ ওটা পাশবিক স্বার্থপরতা ” – কে , কাকে , কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন ? উদ্দৃত অংশের তাৎপর্য লেখো ।
৩.২। “ বচসা বেড়ে গেল ।” – প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো ।
৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৪.১। “ সে কখনো করে না বঞ্চনা ” – কে , কখনোও বঞ্চনা করে না ? কবি কীভাবে এই উপলব্ধি পৌঁছেছেন ?
৪.২। “ আগুন জ্বলল আবার ” – কবিতায় “ আবার ” শব্দটির ব্যাবহারের তাৎপর্য কি ? আবার আগুন জ্বলল কেন ? এই ঘটনা কীসের ইঙ্গিত দেয় ?
৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫.১। “ তাদের অভিনয় দেখে আজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন ।” আজেনস্টাইন সাহেব কে ? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন ? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন ?
৫.২। “ জানো , কালীনাথ একটি মেয়ে ।” – এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও । রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো ।
৬। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৬.১। “ জয়তোরণে ঠাসা মহণীয় রোম ” – কথাটি ব্যাখ্যা করো । প্রসঙ্গটি উল্লেখের কারণ কি ?
৬.২। “ এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও ।” – কোন প্রসঙ্গে , কে মন্তব্যটি করেছিলেন ? বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল ? এই বিষয়ে বক্তাকে এবারে কি ভূমিকা নিতে হয়েছিল ?
৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৭.১। “ অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান ।” – লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে ? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক ?
৭.২। “ বিশ্বাস করো , বানানো গল্প নয় ।” – কোন রচনার অংশ ? লেখক যে কাহিনী সম্বন্ধে একথা বলেছেন , সেটি সংক্ষেপে লেখো ।
৮। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৮.১। উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও ।
৮.২। শব্দাথের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো ।
৯। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৯.১। বাংলা সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রসংগীতের গুরুত্ব আলোচনা করো ।
৯.২। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো ।
৯.৩। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো ।
৯.৪। বাঙালির কুস্তিচর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
১০। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে , নির্দেশানুসারে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করো :
১০.১। বাংলার উৎসব ।
১০.২। প্রদও অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে , পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো : মানবজীবন ।
১০.৩। বিতর্কের বিষয় : বিজ্ঞাপন ছাড়া বর্তমান - জীবন অচল ।
১০.৪। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী ।
No comments